স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০৩:০৯ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ফিফার বিরুদ্ধে ১ লাখ ফুটবলারের মামলা!

ফিফা ভবন। ছবি : সংগৃহীত
ফিফা ভবন। ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বের নিয়ন্ত্রক সংস্থা ফিফা পড়তে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আইনি ঝামেলায়। ডাচ ফাউন্ডেশন ‘জাস্টিস ফর প্লেয়ার্স’ (জেএফপি) ঘোষণা দিয়েছে, তারা ফিফা ও ইউরোপের পাঁচটি দেশের ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে একটি বৃহৎ ক্লাস-অ্যাকশন মামলা দায়ের করতে যাচ্ছে। দাবি? গত দুই দশকে ট্রান্সফার নীতিমালার মাধ্যমে যেসব খেলোয়াড় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক।

২০২৪ সালের অক্টোবরে ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস ফিফার কিছু ট্রান্সফার নীতিকে অবৈধ ঘোষণা করে জানায়, এগুলো খেলোয়াড়দের মুক্ত চলাচলের অধিকার লঙ্ঘন করে এবং প্রতিযোগিতায় বাঁধা দেয়। এ রায়কে ভিত্তি করেই এবার আন্দোলনে নামছে জাস্টিস ফর প্লেয়ার্স।

জেএফপি জানায়, ২০০২ সাল থেকে বর্তমান পর্যন্ত ফিফার অনৈতিক ট্রান্সফার নীতির কারণে খেলোয়াড়রা গড়ে ৮% কম আয় করেছেন। এতে ইউরোপীয় ইউনিয়ন (ইউ) এবং যুক্তরাজ্যের প্রায় ১ লাখ পেশাদার ফুটবলার ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি ফাউন্ডেশনটির।

মামলা কোথায়, কাদের বিরুদ্ধে?

এই মামলা করা হবে নেদারল্যান্ডসের মিডেন-নেদারল্যান্ড জেলা আদালতে। অভিযুক্তদের তালিকায় ফিফার পাশাপাশি রয়েছে নেদারল্যান্ডস, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম ও ডেনমার্কের ফুটবল ফেডারেশন।

জেএফপির ভাষ্য, ‘ফিফার নীতিমালায় ক্লাবগুলো একচেটিয়া ক্ষমতা পেত—কোনো খেলোয়াড় কখন, কীভাবে দল ছাড়বে, তার সবকিছুই ক্লাবের হাতে বন্দী ছিল। এটা কার্যত এক ধরনের অকার্যকর 'নন-ট্রান্সফার' চুক্তি ছিল।’

তারা আরও জানায়, এই মামলা শুধু অর্থ আদায়ের জন্য নয়, বরং এটা আইনের শাসনের প্রশ্ন। তারা চায় খেলোয়াড়েরা যেন তাদের প্রাপ্য ন্যায্যতা ও ক্ষতিপূরণ পান।

এই প্রসঙ্গে আলোচনায় এসেছে প্রাক্তন রিয়াল মাদ্রিদ ও পিএসজি তারকা লাসানা দিয়ারার নামও। তিনি তার এক পুরোনো ট্রান্সফার নিয়ে যে আর্থিক ক্ষতির মুখে পড়েন—সেই উদাহরণও উঠে এসেছে মামলার নথিতে।

এই মামলা যদি খেলোয়াড়রা জিতে যায়, তবে তা ফিফার গঠনমূলক নীতিতেই বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে—বিশেষ করে খেলোয়াড়দের অধিকার ও ট্রান্সফার ব্যবস্থাকে ঘিরে। এখন দেখার বিষয়, ফুটবলের সর্বোচ্চ সংস্থা এই বিশাল চ্যালেঞ্জের মুখে কীভাবে সাড়া দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্টমার্টিনে ভ্রমণ কখনোই বন্ধ করা হয়নি : পরিবেশ উপদেষ্টা 

যেভাবে মিলবে টানা ১৬ দিনের ছুটি

পকেটে দীর্ঘক্ষণ মোবাইল রাখলে কি পুরুষের শুক্রাণু কমে যায়? 

ফ্যাসিবাদের দালালি করা গণমাধ্যম টিকে থাকার অধিকার রাখে না : রিজভী

ইসরায়েলের সঙ্গে তৃতীয় অস্ত্রচুক্তি বাতিল করল স্পেন

হাসিনার ষড়যন্ত্র রুখতে পূজামণ্ডপ পাহারা দেবে বিএনপি : সরওয়ার 

পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে কেওক্রাডং

এনসিএলে সিলেট চট্টগ্রামের জয়

ডাকসু নির্বাচনে দায়িত্বে থেকেও অনিয়মের অভিযোগ সাদা দলের দ্বিচারিতা : ইউটিএল

নেতানিয়াহুর ভাষণে জাতিসংঘে প্রতিক্রিয়া দেখালেন ইসরায়েলি সেনার বাবা

১০

নবীজির (সা.) প্রিয় ফল কী ছিল, জেনে নিন

১১

মরদেহ সৎকারে গিয়ে নৌকাডুবিতে একজনের মৃত্যু, নিখোঁজ ২

১২

১২ দলীয় জোট / নির্বাচন ও জুলাই সনদ নিয়ে কয়েকটি দলের সঙ্গে বৈঠক

১৩

কবজিবিহীন হাত দিয়ে ঘুষি মেরে ইট-পাথর ভাঙেন শামীম

১৪

গ্রিন ডট লিমিটেডের স্নাকি নাইট অনুষ্ঠিত

১৫

এবার খাগড়াছড়িতে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন

১৬

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষ, নিহত বেড়ে চার

১৭

দুর্গাপূজা উপলক্ষে মুন্সীগঞ্জে বাংলাদেশ সনাতন পার্টির বস্ত্র বিতরণ

১৮

৩০তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের এডহক কমিটি গঠন

১৯

নাইজেরিয়ায় স্বর্ণখনিতে ভয়াবহ ধস, বহু প্রাণহানির শঙ্কা

২০
X