প্যারিসের থিয়েত্র দ্য শাতলে ঝলমলে সন্ধ্যায় ওসমান দেম্বেলে তুলে নিলেন জীবনের প্রথম ব্যালন ডি’অর। পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো এই ফরাসি ফরোয়ার্ড এক মৌসুমে জিতেছেন পাঁচটি শিরোপা, করেছেন ৩৫ গোল ও ১৬ অ্যাসিস্ট। ক্যারিয়ারের সেরা সময়েই এলো স্বপ্নের স্বীকৃতি।
তার এই বিশেষ অর্জনের পর একের পর এক অভিনন্দন বার্তা আসছে যার মধ্যে একটি এসেছে যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে, যা পাঠিয়েছেন স্বয়ং ফুটবল জাদুকর এবং তার একসময়ের সতীর্থ লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তায় আর্জেন্টাইন মহাতারকা লিখেছেন— ‘গ্রেট ওস!!! অভিনন্দন, তোমার জন্য আমি ভীষণ খুশি। এই সম্মান তুমি প্রাপ্য।’
বার্সেলোনায় দেম্বেলের প্রথম দিনগুলোতে মেসির পাশে বসত তার লকার। ইনজুরিতে জর্জরিত ক্যারিয়ার সামাল দিতে গিয়ে মেসির কাছ থেকে পেয়েছিলেন কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার শিক্ষা। সেই সময়টাকে স্মরণ করে দেম্বেলে বলেন, ‘মেসির পরামর্শেই বদলেছি আমি। তিনি বলেছিলেন—স্বপ্ন ছুঁতে চাইলে সিরিয়াস হতে হবে। আমি উনার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করতাম।’
২০১৭ থেকে ২০২১—চার বছর সঙ্গী ছিলেন দুই তারকা। একসঙ্গে খেলেছেন প্রায় ৯৫ ম্যাচ, যোগ করেছেন ১৫টি যৌথ গোলের মুহূর্ত। এখন ব্যালন ডি’অরের মঞ্চে দাঁড়িয়ে দেম্বেলে জানালেন, ‘বার্সেলোনায় যে চোট আর ভুল ছিল, তা থেকে শিক্ষা নিয়েছি। মেসি-ভরসা আমার ক্যারিয়ারকে নতুনভাবে গড়তে সাহায্য করেছে। আজকের ট্রফি সেই অধ্যবসায়ের প্রতিফলন।’
মঞ্চটা একই, যেখানে আটবার ব্যালন ডি’অর জিতেছিলেন লিওনেল মেসি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে দেম্বেলে পেলেন বিশ্বসেরা স্বীকৃতি, আর দূর থেকে মেসি ভাগ করে নিলেন শিষ্যের সাফল্যের আনন্দ।
মন্তব্য করুন