বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১০:১৩ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ভক্তদের সুখবর দিলেন মেসি

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

চলতি মৌসুমেই ফুটবলকে বিদায় বলেছেন অনেক তারকা। বিশেষ করে সার্জিও বুসকেটস ও জর্দি আলবার অবসরের পর অনেকেই ধরে নিয়েছিলেন যে ফুটবল মহাতারকা লিওনেল মেসিও হয়তো বিদায় বলবেন। তবে ভক্তদের জন্য সুখবর ফুটবল জাদুকর লিওনেল মেসি সহসাই থামছেন না। ৩৮ বছর বয়সেও ফুটবলের প্রতি তার ক্ষুধা এখনও আগের মতোই যে অটুট এবার নতুন করে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি নবায়ন করে সেই ঘোষণাই দিলেন আর্জেন্টাইন এই মহাতারকা।

এমএলএস ক্লাবটির সঙ্গে তার আগের চুক্তির মেয়াদ শেষ হচ্ছিল ২০২৫ সালের শেষে। নতুন চুক্তির মাধ্যমে মেসি নিশ্চিত করলেন—তিনি এখনই অবসর ভাবনায় যাচ্ছেন না; বরং চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন আরও সাফল্য জয়ের এবং ২০২৬ বিশ্বকাপে খেলার।

এখন পর্যন্ত আটজন ফুটবলার পাঁচটি করে বিশ্বকাপ খেলেছেন, যার মধ্যে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদোও। কিন্তু মেসির সামনে সুযোগ তৈরি হয়েছে রেকর্ড গড়ে ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়ার—যা ফুটবল ইতিহাসে একেবারেই নজিরবিহীন।

নতুন চুক্তি সম্পর্কে ক্লাব এবং খেলোয়াড় উভয় পক্ষের বার্তা একটাই—“আমরা একে অপরকে চাই।”

ইন্টার মায়ামির পক্ষ থেকে জানানো হয়েছে, মেসির নতুন চুক্তি ‘বছর বছর নবায়নযোগ্য’। অর্থাৎ, যতদিন তিনি শারীরিকভাবে প্রস্তুত এবং খেলতে আগ্রহী থাকবেন, ততদিন মাঠে দেখা যাবে তাকে। চুক্তির মেয়াদ কবে শেষ হবে, সেটি নির্ভর করবে কেবল মেসির নিজের ইচ্ছার ওপর।

মেসির সঙ্গে সম্পর্কটিও কেবল খেলোয়াড় হিসেবে নয়, মালিকানাতেও যুক্ত। কারণ তার প্রথম চুক্তিতেই ছিল—তিনি ক্লাবের অংশীদার, অর্থাৎ ইন্টার মায়ামির শেয়ারহোল্ডারও। তাই ক্লাব ছাড়ার সিদ্ধান্তও তার নিজের হাতে থাকবে। এমনকি মাঠের ফুটবল শেষে প্রশাসনিক দায়িত্বেও মায়ামির সঙ্গে কাজ করার পথ খোলা থাকছে তার জন্য।

এমএলএসে এখনো শিরোপা জেতেননি মেসি, যদিও গত মৌসুমে ক্লাবটি জিতেছিল সাপোর্টার্স শিল্ড। তাই তার পরবর্তী লক্ষ্য স্পষ্ট—লিগ শিরোপা জেতা, কনকাকাফ চ্যাম্পিয়নস লিগে সাফল্য পাওয়া, এবং ২০২৬ বিশ্বকাপে আবারও আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়া।

চুক্তি নবায়নের পর মেসি যেন নতুন উদ্যমে ফিরেছেন। ফুটবলজুড়ে তাঁর উপস্থিতি এখনো এক অনুপ্রেরণার নাম, এবং মায়ামির রঙে রাঙিয়ে তিনি জানিয়ে দিলেন—“শেষটা এখনো আসেনি।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির প্রথম ধাপের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা কাল

যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুনের অনন্য যেসব শক্তিমত্তা

যাত্রীদের সুসংবাদ দিল মেট্রোরেল কর্তৃপক্ষ

ব্যাংক কর্মীদের উৎসাহ বোনাস নিয়ে নতুন নির্দেশনা

গুলিবিদ্ধ বিএনপি নেতার খোঁজ নিলেন জামায়াত নেতারা

শাটল ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

চিকিৎসাধীন অবস্থায় চবি ছাত্রদল নেতার মৃত্যু

‘বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে টাকা ফেরত দিতেই হবে’

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারের সময় দুই কর্মী আটক

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী

১০

শারীরিক প্রতিবন্ধী আলিফের পাশে চট্টগ্রামের ডিসি

১১

‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

১২

মসজিদের ভেতর বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

১৩

বহিষ্কৃতদের প্রত্যাবর্তনে ছন্দে ফিরছে সিলেট বিএনপি

১৪

অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ

১৫

বিসিএস পরীক্ষার নম্বর বণ্টনে পরিবর্তন

১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগুন

১৭

৩ শর্তে জাতীয় সরকার গঠন করতে চান জামায়াত আমির

১৮

খুলনা-২ / বিএনপির প্রার্থী ঘোষণার মাস পেরোলেও ঐক্যবদ্ধ প্রচারকাজ শুরু হয়নি

১৯

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যের ডাক

২০
X