২০০৯ সালে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলে বাংলাদেশ। ১৪ বছর পর দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ চারের খেলার সুবর্ণ সুযোগ জামালদের। আজ বুধবার ভুটানের বিপক্ষে পয়েন্ট পেলেই সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে নামার আগে দেখে নেওয়া যাক দুই দলের অতীত পরিসংখ্যান—
ভুটানের বিপক্ষে বাংলাদেশ এ পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে। বাংলাদেশের ১০ জয়ের বিপরীতে ভুটানের জয় ১টি। অন্য দুটি ম্যাচ ড্র হয়েছে।
ভুটানের বিপক্ষে একটি হারের জন্য চরম মূল্য দিতে হয় বাংলাদেশকে। ২০১৬ সালের ১০ অক্টোবর এশিয়ান কাপ বাছাই পর্বের প্লে-অফে ৩-১ গোলে হেরেছিল লাল-সবুজেরা। এতে প্রায় দুই বছরের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসিত হয়েছিল বাংলাদেশ।
সেই হারের পর আরও তিনবার মুখোমুখি হয় বাংলাদেশ-ভুটান। সবটিতে জয় পেয়েছে বাংলাদেশ। ২০১৮ সালে সাফ চ্যাম্পিয়নশিপেই ২-০ গোলে জয়ের পর ২০১৯ সালে দুটি প্রীতি ম্যাচে ভুটানকে হারায় লাল-সবুজেরা।
সাফ চ্যাম্পিয়নশিপের এ পর্যন্ত ৬ বার মুখোমুখি হয়েছে দুদল। এর মধ্যে পাঁচটিতেই জয় পায় বাংলাদেশ। অন্য ম্যাচটি ড্র হয়।
মন্তব্য করুন