প্রথমে গোল হজম করা, এরপর দারুণ কামব্যাক; বিষয়টা যেন রিয়াল মাদিদ্রের কাছে ছেলেখেলার মতো হয়ে গেছে। উয়েফা চ্যাম্পিয়নস লিগে আরও একবার পিছিয়ে পড়ে দারুণ প্রত্যাবর্তনের নজির গড়েছে স্প্যানিশ জায়ান্টরা। জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিনকে হারিয়ে গ্রুপপর্বে শতভাগ জয়ে নকআউটে পৌঁছে গেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে বার্লিনের মাঠ অলিম্পিয়াস্টাডিয়নে পিছিয়ে পড়েও ৩-২ গোলে জিতেছে রেকর্ড ১৪ শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ।
জার্মান স্ট্রাইকার কেভিন ভোল্যান্ডের গোলে পিছিয়ে পড়ার পর জোসেলুর জোড়া গোল এগিয়ে যায় লসব্লাঙ্কোসরা। ৮৫ মিনিটের ক্রালের গোলে সমতায় ফিরে বার্লিন। কিন্তু ৮৯ মিনিটে দানি সেবায়োসের গোলে দারুণ প্রত্যাবর্তন করে মাদ্রিদ।
জার্মান প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতে চিরচেনা মাদ্রিদকে খুঁজে পাওয়া যায়নি। তবে ধীরে ধীরে খোলস ছেড়ে বের হতে থাকে স্প্যানিশ ক্লাবটি। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে গোলও হজম করে বসে রিয়াল। ইউনিয়ন বার্লিনকে আনন্দে ভাসান কেভিন ভোল্যান্ড। লুকা মদ্রিচের পেনাল্টি মিসে এগিয়ে যাওয়ার সুযোগ হারায় মাদ্রিদ।
বিরতি থেকে ফিরে স্বাগতিক রক্ষণে আক্রমণের ঝড় তোলে রিয়াল। ৭২ মিনিটের ম্যধে ২-১ গোলের লিড নেয় কার্লো আনচেলত্তির শিষ্যরা। জোড়া গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড জোসেলু। ৮৫ মিনিটে বার্লিনকে সমতায় ফেরান অ্যালেক্স ক্রাল। কিন্তু এর পরই চিরচেনা রূপে ফিরে আসে রিয়াল। ম্যাচের ৮৯ মিনিটে গোল করে জয় নিশ্চিত করেন দানি সেবায়োস।
৬ ম্যাচের ৬টিতে শতভাগ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। অপরদিকে ইউনিয়ন বার্লিনের পয়েন্ট মাত্র ২। গ্রুপের অপর ম্যাচে পর্তুগিজ ক্লাব ব্রাগাকে ২-০ গোলে হারিয়ে রানার্সআপ হিসেবে রিয়ালের সঙ্গী হয়েছে নাপোলি।
মন্তব্য করুন