২০২৪ সালের জুনে জার্মানিতে বসবে ইউরো চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। ইউরোপের ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অনিশ্চিত বেলজিয়াম গোলকিপার থিবো কোর্তোয়া। চলমান ফুটবল মৌসুম শুরুর আগে রিয়াল মাদ্রিদের অনুশীলনে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় অন্যতম সেরা গোলকিপারের। আসন্ন ইউরোতে বেলজিয়ামের গোল পোস্টের দায়িত্বে কোর্তোয়ার পরিবতে দেখা যেতে পারে জার্মান ক্লাব ভিএফএল ওল্ফসবার্গের কোয়েন কাস্টিলসকে।
লিগামেন্ট ছিঁড়লে দ্রুতই পায়ে অস্ত্রোপচার করিয়েছিলেন কোর্তোয়া। ২০২৪ সালের এপ্রিলে মাঠে ফিরতে পারবেন বলে জানিয়েছিল চিকিৎসকরা। তখন থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন রিয়াল কিপার। তবে জুনে অনুষ্ঠেয় ইউরোতে নিজেকে শতভাগ ফিট করতে পারছেন না কোর্তোয়া। তাই তো নিজেকে প্রতিযোগিতা থেকে সরিয়ে নেন বেলজিয়ান তারকা।
বুধবার (২০ ডিসেম্বর) বেলজিয়ান সংবাদপত্র স্পোরজাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউরোতে না থাকার খবর নিশ্চিত করেছেন কোর্তোয়া। এমন একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে না পারায় হতাশ বলেও জানান রিয়াল গোলকিপার।
স্পোরজাকে দেওয়া সাক্ষাৎকারে কোর্তোয়া বলেন, ‘লিগামেন্ট চোট থেকে শতভাগ সেরে উঠতে না পারলে ইউরোতে আমার খেলা হবে না। কাজেই নির্দিষ্ট করে ফেরার দিনক্ষণ ঠিক না করায় ভালো। যদি আমি ভাগ্যবান হই তবে মে মাসে ম্যাচ খেলতে পারব। কিন্তু আমি কখনোই ইউরোর মতো বড় টুর্নামেন্টের জন্য শতভাগ ফিট হতে পারব না।’
বেলজিয়ান তারকা আরও বলেন, ‘যতক্ষণ পর্যন্ত দলের ভালো গোলকিপার আছে আমি ৮০ শতাংশ ফিট হয়ে গোলবারের নিচে দাঁড়াব না। আমি জাতীয় দলের খেলার সম্মানকে এক পাশে সরিয়ে রেখে জুনে দলকে সমর্থন দিয়ে যাব। আশা করি আমরা ইউরোপিয়ান শিরোপা জিততে পারব।’
গত আগস্টে চোটে পড়ে পুরো মৌসুমের জন্য ছিটকে যান কোর্তোয়া। সে কারণে বিকল্প হিসেবে চেলসির স্প্যানিশ গোলকিপার কেপা আরিসাবালাগাকে দলে ভেড়ায় রিয়াল।
২০২৪ সালের ১৭ জুন স্লোভাকিয়া ম্যাচ দিয়ে ইউরো মিশিও শুরু করবে বেলজিয়াম। গ্রুপ ‘ই’ তে তাদের বাকি দুই প্রতিপক্ষ রোমানিয়া এবং প্লে–অফ থেকে জিতে আসা দল।
মন্তব্য করুন