ইংলিশ প্রিমিয়ার লিগে এর আগের মৌসুমটি জঘন্য গেছে আসরের অন্যতম সফল দল লিভারপুলের। অবশ্য চলতি লিগ মৌসুমে দুর্দান্ত খেলে আবার পুরোনো রূপে ফেরত আসার ইঙ্গিত দেয় অলরেডরা। তবে আবারও লিভারপুল হঠাৎই যেন কিছুটা ছন্দ হারিয়ে ফেলে। টানা তিন জয়ের পর ক্লপের শিষ্যরা পয়েন্ট হারায় ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের বিপক্ষে। যার ফলে লিগের শীর্ষস্থানটাও হাতছাড়া হয়। তবে বেশিদিন শীর্ষস্থানটা দূরে থাকেনি সালাহ-নুনেজদের কাছ থেকে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে প্রিমিয়ার লিগের বক্সিং ডের ম্যাচে একচেটিয়া আধিপত্য দেখিয়ে জয়ে ফিরেছে লিভারপুল। প্রতিপক্ষ বার্নলির মাঠ টার্ফ মুরে আক্রমণের ফুলঝুরি ছুটিয়ে ২-০ ব্যবধানে স্বস্তির জয় তুলে নেয় অল রেডসরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক শুরু করে লিভারপুল। গোলের জন্যও তাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ষষ্ঠ মিনিটেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় লিভারপুল। কডি গাকপোর বাড়ানো বলে নিখুঁত ফিনিশে দলকে এগিয়ে দেন লিভারপুলের উরুগুইয়ান স্ট্রাইকার ডারউইন নুনেজ। লিভারপুলের হয়ে ১২ ম্যাচ গোলের দেখা পেলে তিনি। ৭০ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখা লিভারপুল হাতেই ছিল পুরো ম্যাচের নিয়ন্ত্রণ। ঘরের মাঠে পুরো ম্যাচে চাপে থাকা বার্নলি লিভারপুলের গোলমুখে নিতে পারেনি একটি শটও।
একাধিক আক্রমণের পরও অবশ্য গোলের দেখা পাচ্ছিল না অলরেডসরা। প্রতিপক্ষ গোলরক্ষক জেমস ট্রাফোডের দৃঢ়তায় প্রতিহত হওয়া লিভারপুলের দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করতে ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত। লুইস দিয়াজের অসাধারণ পাস দারুণ শটে ইনজুরি থেকে ফিরেই বল জালে পাঠান দিয়েগো জোটা।
১৯ ম্যাচে ১২ জয় ও ছয় ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে অল রেডসরা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা আর্সেনাল নেমে গেছে দ্বিতীয় স্থানে। অবশ্য কাল আর্সেনালের সামনে সুযোগ থাকবে আবার শীর্ষে ওঠার।
মন্তব্য করুন