স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ১১:২৩ এএম
আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

ডি মারিয়াকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার

প্রীতি ম্যাচে গোলদাতা ডি মারিয়ার উল্লাস। ছবি : সংগৃহীত
প্রীতি ম্যাচে গোলদাতা ডি মারিয়ার উল্লাস। ছবি : সংগৃহীত

গত বছর মার্চে নিজ জন্মশহর রোজারিওতে হত্যার হুমকি পান লিওনেল মেসি। এর ঠিক এক বছর পর, হত্যার হুমকি দেওয়া হয় আর্জেন্টিনার আরেক তারকা অ্যাঞ্জেল ডি মারিয়াকে। আর্জেন্টাইন গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দুদিনের মধ্যে হুমকিদাতাদের গ্রেপ্তার করেছে আর্জেন্টিনার ফেডারেল পুলিশ এবং তদন্ত ও অপরাধীদের তথ্য সংগ্রহে পুলিশের বিশেষায়িত ইউনিট পিডিআই। এর আগে গত সপ্তাহে শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফুটবল ক্যারিয়ারের ইতিটানার কথা জানিয়েছিলেন এই উইঙ্গার। এরপরই হুমকি দেওয়া ডি মারিয়াকে।

সোমবার ভোরে এই এলাকাতেই কিছু অচেনা লোককে হুমকিসংবলিত কাগজ ছুড়ে ফেলতে দেখা যায়। ধূসর রঙের একটি গাড়ি থেকে ছুড়ে ফেলা সেই কাগজের লেখাগুলো ডি মারিয়ার পরিবারকে উদ্দেশ করে। সেই কাগজে লেখা, ‘আর্জেন্টাইন তারকা যদি শহরে ফেরেন, তাহলে প্রাদেশিক গভর্নরও ডি মারিয়াদের নিরাপদে রাখার নিশ্চয়তা দিতে পারবে না।’

আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তামন্ত্রী জানিয়েছেন, ডি মারিয়াকে হুমকিদাতাদের পাবলো আকোত্তো। তার বিরুদ্ধে মাদক চোরাচালানের তদন্ত চলছে। হুমকি দেওয়ার কথা স্বাকীর করেন তিনি। এতে তাকে সহযোগিতা করেন সারা বেলেন গুতিরেজ ও গ্যাব্রিয়েল ইসমায়েল পাস্তোরে।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নিজ নিজ বাসা থেকে পালানোর সময় এ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গণমাধ্যমটি আরও জানিয়েছে গত ২৫ মার্চ সোমবার রাত আড়াইটায় ডি মারিয়ার বাড়ির সামনে হুমকিবার্তা ফেলে রেখে যান তারা।

তখন ওই অঞ্চলে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা জানান ধূসর রঙের গাড়িটি দ্রুতগতিতে বের হয়ে যাওয়ার সময় চারবার গুলির শব্ধ শোনা যায়। পরে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে পুলিশ। আর্জেন্টাইন গণমাধ্যম লা কাপিতালকে জাতীয় নিরাপত্তামন্ত্রী জানান, ‘আমার ধারণা ক্লাব সমর্থকদের মধ্যে ঝামেলার কারণে এই হুমকি দেওয়া হয়েছে। কারণ ডি মারিয়া রোজারিও সেন্ট্রালের হয়ে আবারও খেলার আগ্রহ প্রকাশ করেছেন।’ আর রোজারিওতে রোজারিও সেন্ট্রালের চিরপ্রতিন্দ্বন্দ্বী হচ্ছে মেসির শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজ।

চলতি বছর ৩০ জুন ডি মারিয়ার সঙ্গে পর্তুগিজ ক্লাব বেনফিকার চুক্তি মেয়াদ শেষ হবে। আর ২০ জুন মার্কিন যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে কোপা আমেরিকার। মহাদেশীয় এই টুর্নামেন্ট শেষ দি মারিয়া দেশে ফিরবেন কি না, এটি এখনো নিশ্চিত নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১০

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১১

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১২

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৩

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৪

বিজয় থালাপতি এখন বিপাকে

১৫

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১৬

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

১৭

সাংবাদিকদের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার 

১৮

সুর নরম আইসিসির

১৯

অরিজিতের বড় ঘোষণা, হতবাক সংগীতপ্রেমীরা

২০
X