স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৪, ০৫:৫৬ পিএম
আপডেট : ০৪ মে ২০২৪, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আজকেই নিশ্চিত হতে পারে রিয়ালের লিগ শিরোপা 

আজকেই ৩৬তম লিগ শিরোপা জিততে পারে রিয়াল । ছবি : সংগৃহীত
আজকেই ৩৬তম লিগ শিরোপা জিততে পারে রিয়াল । ছবি : সংগৃহীত

ইউরোপের বেশিরভাগ ফুটবল লিগগুলোই শেষের পথে। ইতোমধ্যেই ইতালি, জার্মানি এবং ফ্রান্সের ফুটবল লিগের শিরোপা নির্ধারিত হয়ে গিয়েছে। একইপথে হাঁটছে স্পেনের লা লিগাও যেখানে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে লিগ লিডার রিয়াল মাদ্রিদ। এমনকি আজকেই নিশ্চিত হয়ে যেতে পারে লস ব্লাঙ্কোসদের ৩৬তম লিগ শিরোপা অবশ্য সেটির জন্য ভিনিসিয়ুস-বেলিংহ্যামদের নিজেদের ম্যাচ জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে বার্সা-জিরোনার ম্যাচের দিকেও।

শনিবার (৪ মে) লা লিগার ৩৪তম রাউন্ডের ম্যাচে মাঠে নামছে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে রেলিগেশনের শঙ্কায় থাকা কাদিজকে হারাতে পারলেই শিরোপার দ্বারপ্রান্তে চলে যাবে লস ব্লাঙ্কোসরা। তবে শিরোপা নিশ্চিতের জন্য তাদের তাকিয়ে থাকতে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় শুরু হওয়া জিরোনা-বার্সার মধ্যকার লড়াইয়ের দিকে।

চলতি লা লিগায় রীতিমতো উড়ছে রিয়াল মাদ্রিদ। মাত্র এক ম্যাচ হারা দলটির সামনে দাঁড়াতে পারেনি কেউই। কাদিজের বিপক্ষে রাত সোয়া ৮টায় শুরু হওয়া ম্যাচে রিয়াল জিতলে এবং জিরোনার বিপক্ষে বার্সেলোনা হারলে কিংবা ড্র করলে শিরোপা নিশ্চিত হবে রিয়ালের।

দুর্দান্ত ছন্দে থাকা মাদ্রিদ অবশ্য শিরোপা উৎসব আজকেই করবে না। লা লিগায় টানা ছয় ম্যাচ ধরে অপরাজিত দলটির সামনে যে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগও আছে।

অন্যদিকে লা লিগায় এখন পর্যন্ত খেলা ৩৩ ম্যাচের মধ্যে ২৬টিতে জয় পাওয়া আনচেলত্তির শিষ্যরা তাই চ্যাম্পিয়ন্স লিগকেই বেশি গুরুত্ব দেওয়ার কথা।

দারুণ পারফরম্যান্সে ৮৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করা লস ব্ল্যাঙ্কোসরা শিরোপা নির্ধারণী ম্যাচে দ্বিতীয় সারির একাদশ নামিয়ে অপেক্ষাকৃত কম শক্তিশালী কাজিদের বিপক্ষে জয় তুলে নিতে চাইবে।

তাই এই ম্যাচের আগে অনেকটাই নিশ্চিন্ত রিয়াল কোচ আনচেলত্তি। কোনো ইনজুরি না থাকায় নির্ভারও তিনি। তার ওপর রিয়াল ভক্তদের জন্য সুখবন ইনজুরি কাটিয়ে ফিরেছেন গোলপোস্টের অতন্দ্র প্রহরী থিবো কোর্তোয়া। এ ম্যাচে অভিজ্ঞ মদ্রিচ, কামাভিঙ্গা, কারভাহালদের নিয়ে সম্ভাব্য ৪-১-২-১-২ ফর্মেশনে স্কোয়াড সাজাচ্ছেন কার্লো। সঙ্গে আছে বিগত পরিসংখ্যানের সুখস্মৃতিও।

পয়েন্ট টেবিলে ঢের পিছিয়ে থাকা কাদিজের বিপক্ষে ৮ দেখায় পাঁচ জয় নিয়ে এগিয়ে আছে রিয়াল। বিপরীতে কাদিজের ঝুলিতে আছে একটি মাত্র জয়। আর তাই আত্মবিশ্বাসে টইটম্বুর মাদ্রিদিস্তারা। টেবিলের তলানিতে থাকা কাদিজের লক্ষ্য কিছুটা উন্নতি করা। যদিও রিয়ালকে হারানোর সর্বোচ্চ চেষ্টাটাই করবে প্রতিপক্ষ দলটা।

অন্যদিকে একই দিন মাঠে নামা রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার প্রতিপক্ষ এবারে লা লিগার চমক জিরোনা। পয়েন্ট ব্যবধানে মোট দুই পয়েন্টের পার্থক্য দুই দলের। সমান ৩৩ ম্যাচ খেলে ২২ জয়ে দুদলের পয়েন্ট ৭৩ ও ৭১।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোয়ানার টিজারে ক্যাথরিনের চমক

কারাগারে গাঁজাসহ দর্শনার্থীকে আটক, ৩ মাসের কারাদণ্ড

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ নিয়ে এনসিপির বিবৃতি

পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের প্রযুক্তি পাচ্ছে ভারত

এমপি হতে আসিনি, শুধু দোয়া চাই : নুরুদ্দিন আহাম্মেদ অপু

যুক্তরাষ্ট্রের খসড়া শান্তি প্রস্তাব / ইউক্রেনকে ভূমি ও সামরিক শক্তি কমানোর শর্ত

নতুন ক্যারিয়ার পোর্টাল ‘নেক্সটজবজ্’-এর যাত্রা শুরু

দুধ দিয়ে কফি খাচ্ছেন, এই অভ্যাস ভালো নাকি ক্ষতিকর জানাল গবেষণা

গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণ

নিজ আসনে নুরের গণসংযোগ

১০

বিচারকের ছেলে হত্যা : আসামি লিমন ফের ৫ দিনের রিমান্ডে

১১

বিএসটিআই-এর সেবা মিলবে এখন অনলাইনে

১২

টিভি পর্দায় রুক্মিনি মিত্র

১৩

টাইমস হায়ারের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ায় প্রথম ঢাবি

১৪

যশোরে এবার রস-গুড় বিক্রির লক্ষ্যমাত্রা ১০০ কোটি টাকা

১৫

স্কুলে ভর্তির আবেদন শুরু শুক্রবার, কীভাবে করা যাবে জানাল মাউশি

১৬

মানব পাচার মোকাবিলায় বিচারিক প্রক্রিয়ার সহায়তায় বেঞ্চবুক উদ্বোধন

১৭

তারেক রহমানের ৬১তম জন্মদিনে ৬১টি কোরআন বিতরণ

১৮

খুলনায় বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

১৯

সোনমের ঘরে আসছে নতুন অতিথি

২০
X