ফুটবলে ১০ নম্বর জার্সির মর্যাদাই আলাদা। এর মাহাত্ম্যও অনেক। সৃষ্টিশীল ফুটবল আর গতিময় আক্রমণে প্রতিপক্ষের রক্ষণে ঝড় তোলার সঙ্গে মিশে রয়েছে এই জার্সি।
বিশ্ব ফুটবলের কিংবদন্তিদের গায়ে উঠেছে এই ১০ নম্বর জার্সি। পেলে, ম্যারাডোনা, জিদান কিংবা হালের মেসির গায়ে উঠেছে এই জার্সি।
পেলে ছাড়াও জিকো, রিভেলিনো, রাই, রিভালদো, রোনালদিনও, কাকার ব্রাজিলের ১০ নম্বর জার্সি গায়ে তুলেছে নেইমার।
কয়েকদিন পর মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকা কাপ। ইনজুরির কারণে এবারের আসর মিস করছেন নেইমার। কাজে বেকার হয়ে পড়ছিল ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার। তবে সেই অভাব দূর করছে রদ্রিগোও। এ তরুণ রিয়াল মাদ্রিদ কোপায় গায়ে তুলতে পারে ব্রাজিল ১০ নম্বর জার্সিটি।
নেইমারের ইনজুরির কারণে মহাদেশীয় আসর আমেরিকায় রদ্রিগো বহন করবেন ১০ নম্বর জার্সির মর্যাদা। যদিও নেইমার না থাকায় প্রীতি ম্যাচ ও ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ১০ নম্বর জার্সিটি উঠেছিল তার গায়ে। এবার কোপার মতো বড় টুর্নামেন্টে প্রথমবারের মতো আইকনিক ১০ নম্বর জার্সির ভার বহন করতে হচ্ছে রদ্রিগোকে।
তিনি এর আগে বলেছিলেন, নেইমার নিজেও চান, তার অবসরের পর ১০ নম্বর জার্সিটি যেন রদ্রিগো পায়।
এ ছাড়া কোপায় ভিনিসিয়ুস জুনিয়র পরবেন ৭ নম্বর জার্সি। রাফিনিয়া, ১১ নম্বর, ৯ নম্বর জার্সি পরবেন তরুণ তারকা এনদ্রিক। এ ছাড়া গোলকিপার আলিসনের পরবেন ১ নম্বর জার্সি।
মন্তব্য করুন