স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০৩:৪০ এএম
আপডেট : ২৫ জুন ২০২৪, ০৫:৫১ এএম
অনলাইন সংস্করণ
ইউরো ২০২৪

জাকাগ্নির শেষ মুহূর্তের গোলে ক্রোয়েশিয়ার বিদায়

সেই গোলের পর জাকাগ্নির উল্লাস । ছবি : সংগৃহীত
সেই গোলের পর জাকাগ্নির উল্লাস । ছবি : সংগৃহীত

জার্মানিতে চলমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গ্রুপ বি-এর ক্রোয়েশিয়া ও ইতালির মধ্যকার ম্যাচের শেষ মিনিটের নাটকীয় এক গোল করেন ইতালির মাত্তিয়া জাকাগ্নি, যা ক্রোয়েশিয়ার হৃদয় ভেঙে দিয়ে ইতালির শেষ ১৬ নিশ্চিত করেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি ক্রোয়েশিয়ার সাথে ১-১ ড্র করে দ্বিতীয় রাউন্ডে পৌঁছাতে সক্ষম হলো।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১টায় ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মড্রিচ তার দলের নকআউট পর্যায়ে পৌঁছানোর আশা জাগিয়ে তোলেন যখন দ্বিতীয়ার্ধের শুরুতে একটি শট জালে পাঠান। এই গোলটি আসে তার পেনাল্টি মিসের পরপরই, যা তার দৃঢ়তা ও সংকল্প নতুন করে প্রকাশ করে। মড্রিচের এই গোলে ক্রোয়েশিয়ান সমর্থকরা পরের রাউন্ডের স্বপ্ন দেখতে শুরু করে। এই গোলের পর গ্রুপে ক্রোয়েশিয়া বেশ সুবিধাজনক অবস্থানে ছিল।

তবে, খেলার একেবারে শেষ মুহূর্তে ইতালি ফিরে আসে। ৯৮তম মিনিটে, জাকাগ্নি একটি চমৎকার শট ক্রোয়েশিয়ান গোলরক্ষকের পাশ দিয়ে পাঠিয়ে ইতালির সমর্থকদের উল্লাসে মেতে তোলেন এবং ক্রোয়েশিয়ান খেলোয়াড়দের হতাশায় মাটিতে নামান। এই ড্রয়ের ফলে ইতালি গ্রুপ বিজয়ী স্পেনের সাথে নকআউট পর্বে পৌঁছায়, আর ক্রোয়েশিয়ার ভাগ্য এখন ঝুলে আছে মাত্র দুই পয়েন্টে, যা তাদের সেরা তৃতীয় স্থান অর্জনকারী দলের মধ্যে থেকে অগ্রসর হওয়ার সম্ভাবনা কমিয়ে দিয়েছে।

শেষ বাঁশি বাজার সাথে সাথেই ক্রোয়েশিয়ান খেলোয়াড়রা হতাশায় মাটিতে লুটিয়ে পড়েন। তাদের সমর্থকরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে, শেষ মুহূর্তের এই নাটকীয় পরিবর্তনকে মেনে নেওয়ার চেষ্টা করেন। ২০১৮ সালের বিশ্বকাপের ফাইনালিস্টরা তাদের আগের ম্যাচগুলোতে ভালো খেলেনি। স্পেনের বিপক্ষে বড় পরাজয় এবং আলবেনিয়ার মতো দলের সাথে ড্র তাদের ইতালির বিরুদ্ধে একটি ইতিবাচক ফলাফলের প্রয়োজনীয়তায় ফেলে দেয়।

যদিও তারা আন্ডারডগ ছিল তবুও ক্রোয়েশিয়া ম্যাচের শুরুতে তীব্রতা ও উদ্যম নিয়ে খেলে ইতালিকে পিছনে ঠেলে দেয়। মড্রিচের গোলটি বিজয়ের মুহূর্ত বলে মনে হয়েছিল, বিশেষ করে পেনাল্টি মিসের পরে যেভাবে তারা গোলটি করে। কিন্তু ক্রোয়েশিয়ার শেষ মুহূর্তের মনোযোগের অভাব তাদের জন্য ব্যয়বহুল প্রমাণিত হলো।

এই ফলাফল ক্রোয়েশিয়ার সোনালী প্রজন্মের বয়স্ক তারকাদের ভবিষ্যৎ সম্পর্কে সন্দেহ সৃষ্টি করলো। মড্রিচ, যিনি এখন ৩৮ বছরের এবং অন্য প্রধান খেলোয়াড়রা যারা ক্রোয়েশিয়ার বিশ্বকাপের স্মরণীয় যাত্রায় অবদান রেখেছেন, তারা এখন তাদের ক্যারিয়ারের শেষ পর্যায়ে পৌঁছেছেন।

অন্যদিকে ইতালি, তাদের শেষ মুহূর্তের বীরত্বে উজ্জীবিত হয়ে, আত্মবিশ্বাসের সাথে নকআউট পর্যায়ে প্রবেশ করলো। ক্রোয়েশিয়ার জন্য, এখন তাদের ফুটবল যাত্রার পরবর্তী পর্যায়ে মনোনিবেশ করতে হবে, তারা কী হতে পারত তার ওপর চিন্তা করে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘খতমে নবুওয়ত রক্ষায় আন্দোলনের বিকল্প নেই’

ফেসবুক প্রোফাইল লাল করার আইডিয়া দিয়েছিলেন যিনি

প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক পাচ্ছেন ‘সুখবর’

ট্রেনের ধাক্কায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

আশুরায় যেভাবে পতন ঘটেছিল ফেরাউনের

থামেনি অধ্যক্ষের সেই চেয়ার টানাটানি, জীবননাশের হুমকি

ইসলাম প্রচারে কেউ বাধা দিলে প্রতিরোধ করা হবে : মাসুদ সাঈদী

কার্তিকের কপালেও কি সুশান্তের পরিণতি, অমলের আশঙ্কায় তোলপাড় বি-টাউন

কঠোর নিরাপত্তায় রাজধানীতে তাজিয়া মিছিল অনুষ্ঠিত

সাতক্ষীরায় মহিলা জামায়াতের সমাবেশ

১০

‘ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে ৪০ হাজার যোদ্ধা’

১১

নরসিংদীতে কারখানায় হামলা, যুবদল নেতা গ্রেপ্তার

১২

ইরানে নতুন করে বিপ্লবী গার্ড বাহিনীর ২ সদস্য নিহত

১৩

ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্রকে বরখাস্ত, নেপথ্যে নেতানিয়াহুর স্ত্রী

১৪

স্ত্রী চাকরি ছাড়তে না চাওয়ায় স্বামীর আত্মহত্যার চেষ্টা

১৫

হাসিনা রেহানা জয়সহ ১০০ জনকে নিয়ে গেজেট প্রকাশ

১৬

সীমান্তে দাদাবাবুদের বাহাদুরির দিন শেষ হয়েছে : নাহিদ ইসলাম

১৭

মামলা দেওয়ায় মোটরসাইকেলে আগুন দিলেন চালক

১৮

মেয়ের সঙ্গে মাস্টার্স পর্যন্ত পড়তে চান বাবা

১৯

কুমিল্লায় ট্রিপল মার্ডার / দোষ স্বীকার করে জবানবন্দি দেবেন বাচ্চু মেম্বার

২০
X