ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ থেকে এক ম্যাচ দূরে বাংলাদেশ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হকির যুব বিশ্বকাপ সম্ভাবনা জিইয়ে রাখতে চীনের বিপক্ষে ন্যূনতম ড্র প্রয়োজন ছিল। জুনিয়র এশিয়া কাপের নাটকীয় ম্যাচে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপের সম্ভাবনা উজ্জ্বল করেছে লাল-সবুজরা। প্লে-অফ ম্যাচে থাইল্যান্ডকে হারালেই মিলবে বিশ্বকাপের টিকিট।

ওমানের মাসকাটে অনুষ্ঠিত ম্যাচের প্রথম দুই কোয়ার্টার ছিল গোলশূন্য। তৃতীয় কোয়ার্টারে গিয়ে দুই দল গোল করেছে। ৪১ মিনিটে ফিল্ড গোলে বাংলাদেশকে এগিয়ে দেন মোহাম্মদ আলী। লিড ধরে রাখা গেছে ৩ মিনিট। পরের মিনিটে ইউবো ওয়াংয়ের পেনাল্টি কর্নার গোলে সমতায় আসে চীন। পরবর্তী সময়ে দারুণ সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। কিন্তু আমিরুল ইসলাম পেনাল্টি স্ট্রোক থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় সে সুযোগ কাজে লাগানো যায়নি। শেষদিকে পেনাল্টি কর্নার থেকে গোল করে উৎসবে মেতেছিল চায়নিজরা। ভিডিও আম্পায়ার গোল বাতিল করলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। গত জুনে ওমানেই অনুষ্ঠিত জুনিয়র এএইচএফ কাপের ফাইনালে চীনকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

গোটা ম্যাচে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছেন বাংলাদেশের গোলরক্ষক মোহাম্মদ নয়ন। চীন একের পর এক আক্রমণ করলেও আস্থার সঙ্গে অধিকাংশ প্রচেষ্টা রুখে দিয়েছেন তিনি। তারপরও ম্যাচসেরার পুরস্কার উঠেছে অধিনায়ক মেহরাব হোসেনের হাতে। ‘বি’ গ্রুপে চার ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। স্থান নির্ধারণী ম্যাচে ‘এ’ গ্রুপের চতুর্থ স্থান পাওয়া থাইল্যান্ডের মোকাবিলা করবে মওদুদুর রহমান শুভর দল। জুনিয়র এএইচএফ কাপের শিরোপা জয়ের পথে থাইল্যান্ডকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ।

জুনিয়র এশিয়া কাপ হকি থেকে ৬ দল যুব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। থাইল্যান্ডকে হারাতে পারলে পঞ্চম থেকে ষষ্ঠ স্থান নির্ধারণী প্লে-অফ ম্যাচের যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ। সে ম্যাচ হারলেও বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে লাল-সবুজরা। ২০২৫ সালের ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ২৪ দলের যুব বিশ্বকাপ।

বিশ্বকাপ খেলার সম্ভাবনা উজ্জ্বল হলেও এখনই উৎসব করছে না বাংলাদেশ দলের সদস্যরা। এ সম্পর্কে দলের ম্যানেজার কাওসার আলী ওমানের মাসকাট থেকে মোবাইল ফোনে কালবেলাকে বলেন, ‘একের পর এক সুযোগ তৈরি করলেও আমরা সেগুলো কাজে লাগাতে পারিনি। পেনাল্টি স্ট্রোক থেকেও গোল করতে পারিনি আমরা। ম্যাচের এ বিষয়গুলো নিয়ে দল-সংশ্লিষ্ট সবার মাঝে হতাশা কাজ করছে। এ কারণে আমরা এখনই উদযাপন করছি না।’ তিনি আরও বলেন, ‘বিশ্বকাপ খেলার কাছাকাছি আছি আমরা। সেটা নিশ্চিত করতে দেশবাসীর কাছে দোয়া চাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ির মালিককে থাপ্পড় দিয়ে ডাকাত — ‘ঘরে সিসি ক্যামেরা কেন লাগিয়েছিস’

হাঁসের মাংস থেকে দূরে থাকবেন যারা

ধানমন্ডি ৩২ নম্বরে এসে যুবকের ভিডিও কল, আ.লীগ সন্দেহে গণপিটুনি

আগস্টের প্রতিদিন গড়ে রেমিট্যান্স আসছে ৮ কোটি ৮০ লাখ ডলার 

জন্মাষ্টমীর শোভাযাত্রা : চট্টগ্রামে যেসব সড়কে চলতে মানা

টেকসই শান্তি প্রতিষ্ঠায় কূটনীতি ও সংহতির সমন্বয়ের আহ্বান কফিলউদ্দিনের

অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

জাহাঙ্গীরনগরে নতুন মোড়কে ফিরছে ‘পোষ্য কোটা’

‘যারা স্বাধীন দেশ চায়নি, তাদের এখন বড় গলা’

পাথর লুটের পর ঘুম ভাঙল সবার, এখন পর্যন্ত উদ্ধার কত

১০

রূপায়ণ সিটি উত্তরা-বায়োজিন কসমেসিউটিক্যালের মধ্যে সমঝোতা স্বাক্ষর

১১

অঝোরে কাঁদলেন শহীদ সাগরের বাবা

১২

ভয়ংকর আসামিদের পুলিশ আটক করে, বিচারকরা জামিন দিয়ে দেন : আবু হানিফ 

১৩

শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষকের শাস্তির দাবি

১৪

শিক্ষকের সঙ্গে গোসলে নেমে ২ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

১৫

জন্মাষ্টমীর মহাশোভাযাত্রা শনিবার, সনাতনীদের ১০ দফা দাবি

১৬

সিলেটে চার লেন মহাসড়ক প্রকল্প বন্ধে সেলিম উদ্দিনের উদ্বেগ

১৭

গোপন বৈঠক / প্রধান আসামির দায় স্বীকার, রিমান্ডে আরও দুই ছাত্রলীগ নেতা

১৮

সাঈদীর স্মরণে লেখা আজহারীর ফেসবুক পোস্ট ‘ভাইরাল’

১৯

গোলাম আবু জাকারিয়ার ‘হ্যারল্ড জনস মেডেল’ অর্জন

২০
X