ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ থেকে এক ম্যাচ দূরে বাংলাদেশ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হকির যুব বিশ্বকাপ সম্ভাবনা জিইয়ে রাখতে চীনের বিপক্ষে ন্যূনতম ড্র প্রয়োজন ছিল। জুনিয়র এশিয়া কাপের নাটকীয় ম্যাচে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপের সম্ভাবনা উজ্জ্বল করেছে লাল-সবুজরা। প্লে-অফ ম্যাচে থাইল্যান্ডকে হারালেই মিলবে বিশ্বকাপের টিকিট।

ওমানের মাসকাটে অনুষ্ঠিত ম্যাচের প্রথম দুই কোয়ার্টার ছিল গোলশূন্য। তৃতীয় কোয়ার্টারে গিয়ে দুই দল গোল করেছে। ৪১ মিনিটে ফিল্ড গোলে বাংলাদেশকে এগিয়ে দেন মোহাম্মদ আলী। লিড ধরে রাখা গেছে ৩ মিনিট। পরের মিনিটে ইউবো ওয়াংয়ের পেনাল্টি কর্নার গোলে সমতায় আসে চীন। পরবর্তী সময়ে দারুণ সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। কিন্তু আমিরুল ইসলাম পেনাল্টি স্ট্রোক থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় সে সুযোগ কাজে লাগানো যায়নি। শেষদিকে পেনাল্টি কর্নার থেকে গোল করে উৎসবে মেতেছিল চায়নিজরা। ভিডিও আম্পায়ার গোল বাতিল করলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। গত জুনে ওমানেই অনুষ্ঠিত জুনিয়র এএইচএফ কাপের ফাইনালে চীনকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

গোটা ম্যাচে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছেন বাংলাদেশের গোলরক্ষক মোহাম্মদ নয়ন। চীন একের পর এক আক্রমণ করলেও আস্থার সঙ্গে অধিকাংশ প্রচেষ্টা রুখে দিয়েছেন তিনি। তারপরও ম্যাচসেরার পুরস্কার উঠেছে অধিনায়ক মেহরাব হোসেনের হাতে। ‘বি’ গ্রুপে চার ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। স্থান নির্ধারণী ম্যাচে ‘এ’ গ্রুপের চতুর্থ স্থান পাওয়া থাইল্যান্ডের মোকাবিলা করবে মওদুদুর রহমান শুভর দল। জুনিয়র এএইচএফ কাপের শিরোপা জয়ের পথে থাইল্যান্ডকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ।

জুনিয়র এশিয়া কাপ হকি থেকে ৬ দল যুব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। থাইল্যান্ডকে হারাতে পারলে পঞ্চম থেকে ষষ্ঠ স্থান নির্ধারণী প্লে-অফ ম্যাচের যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ। সে ম্যাচ হারলেও বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে লাল-সবুজরা। ২০২৫ সালের ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ২৪ দলের যুব বিশ্বকাপ।

বিশ্বকাপ খেলার সম্ভাবনা উজ্জ্বল হলেও এখনই উৎসব করছে না বাংলাদেশ দলের সদস্যরা। এ সম্পর্কে দলের ম্যানেজার কাওসার আলী ওমানের মাসকাট থেকে মোবাইল ফোনে কালবেলাকে বলেন, ‘একের পর এক সুযোগ তৈরি করলেও আমরা সেগুলো কাজে লাগাতে পারিনি। পেনাল্টি স্ট্রোক থেকেও গোল করতে পারিনি আমরা। ম্যাচের এ বিষয়গুলো নিয়ে দল-সংশ্লিষ্ট সবার মাঝে হতাশা কাজ করছে। এ কারণে আমরা এখনই উদযাপন করছি না।’ তিনি আরও বলেন, ‘বিশ্বকাপ খেলার কাছাকাছি আছি আমরা। সেটা নিশ্চিত করতে দেশবাসীর কাছে দোয়া চাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ট্রাম্প!

নির্বাচনে কেন ‘বিলম্ব’, জানালেন অধ্যাপক ইউনূস

আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের ঘন ঘন বাংলাদেশে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

নেপালের কাছে সিরিজ হারের লজ্জায় ডুবলো ওয়েস্ট ইন্ডিজ

গাজা যুদ্ধ বন্ধে রাজি ইসরায়েল

অসুরকে বিকৃতভাবে উপস্থাপনে পূজা পরিষদ ও পূজা কমিটির উদ্বেগ

কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

জিআই স্বীকৃতি পেল নেত্রকোনার বালিশ মিষ্টি

মর্গে পড়ে আছে অজ্ঞাত দুই নারীর লাশ

জেন-জি বিক্ষোভে উত্তাল মাদাগাস্কার

১০

মারাত্মক আর্থিক সংকটে বিচারপতি মানিক, বিক্রি করে দেন বই : আইনজীবী

১১

হিরো আলমের ওপর হামলা

১২

বেসরকারি বিশ্ববিদ্যালয় সংস্কার নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে পুসাবের বৈঠক

১৩

বিদেশে পাঠানোর ফাঁদে মানুষকে ‘পথে বসানো’ সেলিম গ্রেপ্তার

১৪

ধর্মীয় সম্প্রীতির দেশ গড়তে এনসিপি কাজ করছে : সারজিস

১৫

সারা দেশে বৃষ্টি নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

১৬

ভারতের ভিসা নিয়ে যে তথ্য দিলেন হাইকমিশনার

১৭

হাজত থেকে পালানো সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

১৮

‘ইউনিভার্সেল মেডিকেলে ফ্রি হার্ট ক্যাম্প’ সম্পন্ন

১৯

ক্যাম্পাসে চাকসু নির্বাচনের উন্মাদনা, ১ মাস ধরে হাসপাতালে ইমতিয়াজ-মামুন

২০
X