কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম বাংলাদেশি হিসেবে ইউটিএমবি আল্ট্রা ট্রেইল ম্যারাথনে ইমামুরের রেকর্ড

ইমামুর রহমান। ছবি : সংগৃহীত
ইমামুর রহমান। ছবি : সংগৃহীত

প্রথম বাংলাদেশি হিসেবে ইউটিএমবি আলট্রা ট্রেইল ম্যারাথনের ১০০ কিলোমিটার ক্যাটাগরিতে ফিনিশ লাইন স্পর্শ করেছেন আলট্রা রানার ইমামুর রহমান।

থাইল্যান্ডে গত ৬-৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয় ইউটিএমবি সাইটিফাইড এশিয়া মেজর ইভেন্ট-২০২৪। এ ইভেন্টে বাংলাদেশের হয়ে একমাত্র ইমামুর রহমান ১০০ কিলোমিটার আলট্রা ট্রেইল ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন এবং প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ কিলোমিটার আলট্রা ট্রেইল ম্যারাথন সফলতার সঙ্গে সম্পূর্ণ করেন।

১০০ কিলোমিটার ক্যাটাগরিতে মোট দূরুত্ব ছিল ৯৬ কিলোমিটার এবং উচ্চতা ছিল প্রায় ৫১০০ মিটার। ইমামুর রহমান ২৬ ঘণ্টা ৪৮ মিনিট ১৩ সেকেন্ড সময় নিয়ে এই কঠিন চ্যালেঞ্জ শেষ করেন।

স্থানীয় সময় শুক্রবার (৬ ডিসেম্বর) থেকে রোববার (৮ ডিসেম্বর) থাইল্যান্ডের চিয়াংমাইতে দৌড় নিয়ে এই ইভেন্টটি অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় ৮৫টির মতো দেশ থেকে ইউটিএমবি সার্টিফায়েড দৌড়বিদরা অংশ নেন।

ইমামুর জানান, আল্ট্রা ট্রেইল ম্যারাথনে যে ধাপে তিনি অংশ নেন সেটি অনুষ্ঠিত হয় শনিবার (৭ ডিসেম্বর)। রেসের ভেন্যু ছিল চিয়াংমাই পাও পার্ক। তাকে পাহাড়ি উঁচু-নিচু আর ঝোপঝাড়ের রাস্তা দিয়ে দৌড়াতে হয়েছে ১০০ কিলোমিটার পথ। অতিক্রম করতে হয়েছে চিয়াং মাইয়ের ওয়াট ফ্রা দ্যাট দোইখাম মন্দির, ভুবিং প্যালেস, খুন চ্যাং খিয়ান, হুয়ে তুয়েং থাও জলাধার, মায়ে সা এলিফ্যান্টক্যাম্প, দোই পুই সামিট, দোই ফা ক্লং, হমংগ্রাম, ওয়াটফ্রা দ্যাট দোই সুথেপ মন্দির।

তরুণ এই দৌড়বিদ জানান, ‘গত বছর এই একই ইভেন্ট এ অংশ নিয়ে ৬৮ কিলোমিটার পথ শেষ করার পরে গুরুতর এক্সিডেন্ট করেন এবং রেস শেষ না করেই তাকে ফেরৎ আসতে হয়। কিন্তু কোনো কিছু তাকে থামিয়ে রাখতে পারেনি। এইবার গতবারের থেকে বেশি প্রস্তুত হয়ে ট্র্যাক এ আসেন এবং সফলতার সঙ্গে রেস শেষ করেন। বাংলাদেশের পতাকা তুলে ধরেন।

ইমামুর আরও জানান, প্রথম বাংলাদেশি হিসেবে ইউটিএমবি ইভেন্টের ১০০ কিলোমিটার আলট্রা ট্রেইল ম্যারাথনের ফিনিস লাইনে পৌঁছানো ছিল তার স্বপ্ন এবং সেটি তিনি করে দেখিয়েছেন।

ইউটিএমবি বা আল্ট্রা ট্রেইল ডু মন্ট ব্লাঙ্ক-এ সুপার বোলে বিভিন্ন ধাপে দৌড়াতে হয় ১০ কিলোমিটার, ২০ কিলোমিটার, ৫০ কিলোমিটার, ১০০ কিলোমিটার থেকে ১৭০ কিলোমিটার পর্যন্ত। এই রেস মূলত হয়ে থাকে এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বতমালার চারপাশে।

ইমামুর জানান, লম্বা সময় ধরে ম্যারাথনার হিসেবে দৌড় শুরু করলেও তিনি ইউটিএমবির সঙ্গে জড়িয়েছেন বেশ কয়েক বছর হলো।

ইমামুর রহমান গত বছর ভিয়েতনাম আল্ট্রা ট্রেইল ম্যারাথন এবং পর্তুগাল সুপার হাফ সিরিজের সফলতার পর এ বছর ঢাকা ম্যারাথন, ফুকেট ১০০ কিলোমিটার আল্ট্রা ম্যারাথন, উদনপিট রান ও পাতায়া ম্যারাথন এবং আমাস্টারডাম ম্যারাথন সম্পূর্ণ করেন।

ভবিষ্যতে আরও আন্তর্জাতিক ম্যারাথন, আল্ট্রা ও আল্ট্রা ট্রেইল ম্যারাথনে অংশ নিয়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য প্রস্তুত রয়েছেন তরুণ এই আলট্রা ট্রেইল ম্যারাথন রানার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

আউটলেট ইনচার্জ পদে নিয়োগ দিচ্ছে আগোরা

স্ত্রী তালাক দেওয়ায় স্বামীর কাণ্ড

সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ

‘শেষবারের মতো আমার ছেলের মুখটা দেখতে চাই’

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির আভাস

০৮ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২ দল ও সমমনা জোটের সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক

১৭১ রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠাল বিজিবি

১০

গ্রুপ ক্যাপ্টেন (অব.) খালেদ হোসাইনের নেতৃত্বে নতুন সদস্যদের গণসংহতি আন্দোলনে যোগদান

১১

গাজীপুরে প্রবাসী বিএনপি নেতা পারভেজের প্রার্থিতা ঘোষণা

১২

রোহিঙ্গা ক্যাম্পে ইমাম প্রশিক্ষণ দেবে তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন

১৩

স্বপ্নদ্রষ্টার হাত ধরে ল্যাবএইড এআইয়ের উদ্বোধন

১৪

মতবিনিময় সভায় যুব নেতারা / জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে

১৫

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে উদ্বেগ ঐক্য পরিষদের 

১৬

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বিমান হামলায় নিহত ৪০

১৭

আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন হাদি

১৮

তারেক রহমানের সাক্ষাৎকারে ভুল উদ্ধৃতি সংশোধনের আহ্বান টিআইবির

১৯

‘আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

২০
X