শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৫, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ইনডোর ইস্যুতে টনক নড়েছে এনএসসির

পল্টন স্টেডিয়ামের দৃশ্য। ছবি : সংগৃহীত
পল্টন স্টেডিয়ামের দৃশ্য। ছবি : সংগৃহীত

পল্টন ইনডোর স্টেডিয়াম নিয়ে অবশেষে টনক নড়েছে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি)। এ ক্রীড়া স্থাপনার বর্তমান অবস্থা যাচাই করতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এনএসসি সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত পত্রে দ্রুততম সময়ের মধ্যে পল্টন ইনডোর স্টেডিয়ামের সমস্যা নিরূপণ এবং সমাধানের জন্য প্রতিবেদন দিতে বলা হয়েছে গঠিত কমিটিকে। এনএসসির পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক মো. আজমুল হককে তিন সদস্যবিশিষ্ট কমিটিতে আহ্বায়ক করা হয়েছে। সদস্য সচিব করা হয়েছে এনএসসির প্রকল্প প্রকৌশলী মো. নাছির উদ্দিনকে। সদস্য হিসেবে রাখা হয়েছে এনএসসির উপপরিচালক আওলাদ হোসেনকে।

দীর্ঘদিন ধরে পল্টন ইনডোর স্টেডিয়ামের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বিকল হয়ে আছে। এ ভেন্যুতে আছে আলো স্বল্পতাও। এ ছাড়া পানিসহ নানা সমস্যা নিয়েই এতদিন কার্যক্রম পরিচালনা করে আসছিল ব্যাডমিন্টন এবং টেবিল টেনিস ফেডারেশন। কিন্তু সম্প্রতি শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বিকল হয়ে থাকার কারণে প্রেসিডেন্ট কাপ টেবিল টেনিস প্রতিযোগিতা স্থগিত করা হয়েছে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রতিবেদন প্রকাশিত ও প্রচারিত হয়েছে। তার পরিপ্রেক্ষিতে এ ভেন্যুর সংকট নিরসনে করণীয় সম্পর্কে পরিষ্কার ধারণার জন্য কমিটি গঠন করা হলো।

এ-সংক্রান্ত চিঠিতে জানতে চাওয়া হয়েছে, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন থেকে এ-সংক্রান্ত কোনো চিঠি পাওয়া গেছে কি না? চিঠি পাওয়া গেলে তার পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এ বিষয়ে কাদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারা কি পদক্ষেপ গ্রহণ করেছেন? এসবও খতিয়ে দেখতে বলা হয়েছে চিঠিতে।

২০১০ সালের এসএ গেমসের আগে নির্মাণ করা হয়েছিল পল্টন ইনডোর স্টেডিয়াম। নির্মাণের কয়েক বছরের মধ্যেই ইনডোরের মেঝের কাঠ নষ্ট হয়ে যায়। পরে তা মেরামত করে কার্যক্রম পরিচালনার উপযোগী করা হয়। পরবর্তী সময়ে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার ত্রুটি ধরা পড়ে। ইনডোরের দুই পাশে ৩০টি করে মোট ৬০টি এসি স্থাপন করা হয়েছিল। কয়েকটি বিকল হয়ে যাওয়ার পর তা মেরামত না করে বাকিগুলো চালানো হয়েছে। এ কারণে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার জটিলতাও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ বাংলাদেশের জন্য একটা বিরাট মাইলফলক : খালেদা জিয়া

সম্মতি ছাড়াই ঢাবির দুই অধ্যাপককে কমিটিতে রাখল ইউটিএল

ঢাকায় ১০ কোটি টাকার বাজেটে নারী কাবাডি বিশ্বকাপ

রাকসু নির্বাচন / খালেদা জিয়া হলের ফল ঘোষণা

রাকসুতে ৩ হলের ফল ঘোষণা, এগিয়ে যারা

সেমিফাইনালে থামলেন জারিফ

বরিশালে কালবেলার বর্ষপূর্তি উদযাপন / ‘আগামী দিনেও জনগণের কথা বলবে কালবেলা’

রাকসুতে রোকেয়া হলের ফল ঘোষণা

পুরো ভবনটিই জ্বলছে, থেমে থেমে বিস্ফোরণ

রাকসুর এক হলের ফল ঘোষণা, ভিপি-এজিএসে এগিয়ে শিবির

১০

তিন পেরিয়ে চারে কালবেলা / সত্য-সুন্দর-সাহসের অভিযাত্রায় নতুন স্বপ্ন

১১

সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

১২

কুষ্টিয়ায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৩

চট্টগ্রামে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বক্তারা / পরিশুদ্ধ সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখবে কালবেলা

১৪

ফরিদপুর বিভাগ বাস্তবায়ন দাবিতে পদযাত্রা ও গণসমাবেশ

১৫

সিলেটে প্রতিষ্ঠাবার্ষিকীতে সুধীজনদের মিলনমেলা / ‘কম সময়ে কালবেলা প্রত্যাশার চেয়ে বেশি অবদান রাখছে’

১৬

বিএনপিতে যোগ দিলেন চার শতাধিক সনাতনী ধর্মাবলম্বী

১৭

ইবিতে পুকুরে ডুবে যাচ্ছিলেন দুই শিক্ষার্থী, বাঁচালেন সিনিয়র

১৮

কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে শরীয়তপুর সাংবাদিক সমিতির শুভেচ্ছা

১৯

দীপাবলির আগে ভারতে স্বর্ণ চোরাচালানের হিড়িক, রেকর্ড দাম কালোবাজারে

২০
X