স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০৮:১৫ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ফিরেই শীর্ষে জোকোভিচ

নোভাক জোকোভিচ। ছবি : সংগৃহীত
নোভাক জোকোভিচ। ছবি : সংগৃহীত

ক্যারিয়ারে সবচেয়ে বেশি ক্ষতি করেছে কে- নোভাক জোকোভিচকে এ প্রশ্ন করা হলে সম্ভবত তিনি বলবেন করোনাভাইরাসের কথা। কারণ করোনার টিকা না নেওয়ায় টেনিসের এই কিংবদন্তিকে ২০২২ সালের ইউএস ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেনের স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে। এই একটি কারণে গত বছর ইউএস ওপেনে নামতে পারেননি জোকোভিচ। তবে সেই নিয়ম এখন শিথিল করেছে যুক্তরাষ্ট্র।

এবারের আসরে তাই খেলতে কোনো বাধা ছিল না সার্বিয়ান টেনিস তারকার। আর যুক্তরাষ্ট্রে ফেরাটাও হয়েছে তার রাজকীয়ভাবে। প্রথম রাউন্ডে ফ্রান্সের আলেক্সান্দার মুলারকে উড়িয়ে দিয়েছেন ৬-০, ৬-২, ৬-৩ গেমে।

জোকোভিচের ম্যাচটি মাঠে থেকে দেখেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামার সামনে প্রথম সেটটি জিততে মাত্র ২৩ মিনিট সময় নেন ২৩ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন জোকোভিচ। প্রথম দুই সেটে মোটেও পাত্তা না পাওয়া মুলার যা একটু প্রতিরোধ গড়েন তৃতীয় সেটে। একপর্যায়ে ৩-৩ গেমে সমতা ছিল তাতে।

এই জয়ে আবারও র‍্যাংকিংয়ের সিংহাসন দখলে নিলেন জোকোভিচ। কিছুদিন আগেই কার্লোস আলকারাজকে হারিয়ে জেতেন সিনসিনাটি ওপেনের শিরোপা। র‍্যাংকিংয়ে শীর্ষস্থান থেকেও এবার হটালেন আলকারাজকে। এ নিয়ে এটিপি র‍্যাংকিংয়ে রেকর্ড ৩৯০ সপ্তাহ শীর্ষে থাকছেন জোকোভিচ।

ফেভারিট হিসেবেই ইউএস ওপেনের এবারের আসরে পা রেখেছেন ৩৬ বছর বয়সী জকোভিচ। এবার ফেরাটা শিরোপায় রাঙাতে পারলে ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ে মার্গারেট কোর্টকে ছোঁবেন তিনি।

তবে এই পথে জোকোভিচের বড় বাধা মানা হচ্ছে দুটি গ্র্যান্ড জয়ী আলকারাজকেই। ২০ বছর বয়সী স্প্যানিশ তারকা গত মাসে উইম্বলডনে মহাকাব্যিক এক ফাইনালে জকোভিচকে হারিয়ে দেন। এরপর অবশ্য সিনসিনাটি মাস্টার্সে জোকোভিচের কাছে শিরোপা হারান আলকারাজ।

এবারের ইউএস ওপেনেও জোকোভিচ-আলকারাজ ফাইনাল হবে- এমনটাই ভাবা হচ্ছে। তবে যেটাই হোক আলকারাজকে সরিয়ে জোকোভিচের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফেরাটা নিশ্চিত হয়ে গেছে প্রথম রাউন্ডের জয়েই। দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ স্পেনের বার্নাবে মিরালেস।

জোকোভিচ-মুলার ম্যাচটি শুরু হতে হতে প্রায় মাঝরাত হয়ে যায় নিউইয়র্কে। কিন্তু তা নিয়ে একটুও অভিযোগ তোলেননি দুই বছর পর ইউএস ওপেনে ফেরা জোকোভিচ। তার ভাষ্য, ‘আমি জানতাম লেটনাইট ম্যাচ হতে যাচ্ছে।যাই হোক, ‘আমি কোর্টে ফিরতে পেরেই রোমাঞ্চিত। ম্যাচ মাঝরাতের পর শুরু হলো কিনা, তা নিয়ে আমার কোনো মাথাব্যথা ছিল না। আমাদের খেলার অন্যতম বড় স্টেডিয়ামে, অন্যতম প্রাণবন্ত স্টেডিয়ামে নাইট সেশনে খেলার জন্য অনেক দিন মুখিয়ে ছিলাম।’

নাইট সেশনের খেলা দেখতে প্রথম দিনে ৩০ হাজারের বেশি দর্শক এসেছিলেন, যেটি টুর্নামেন্টের নতুন রেকর্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ ঘণ্টায় লিখা হয় ‘তোমার ব্যথায় আমি’ 

এখন থেকে এক ঠিকানায় মিলবে সব নাগরিক সেবা 

পদ্মা সেতুর ইলেট্রনিক টোল সংগ্রহ প্রক্রিয়ায় যুক্ত হলো নগদ

আইইউবিএটি-তে চীনা ভাষা কোর্সের উদ্বোধন

সাকিবের বিরল রেকর্ডে ভাগ বসিয়ে মিরাজের ইতিহাস

প্লাস্টিকের গৃহসামগ্রী ব্যবহার, বছরে প্রাণহানি সাড়ে ৩ লাখ

মে দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী 

আধুনিক বিমানবাহিনী গড়ে তোলার লক্ষ্য সরকারের : প্রধান উপদেষ্টা

মিরাজ ঝড়ে চট্টগ্রামে জিম্বাবুয়ে বধ টাইগারদের  

বিএনপি নেতাকর্মীদের আরও ধৈর্য ধরতে হবে : এ্যানি

১০

প্রাইজবন্ড ড্র, এবার পুরস্কার বিজয়ী যারা

১১

পরবর্তী পোপ হিসেবে নিজেকেই দেখতে চান ট্রাম্প!

১২

‘বাংলাদেশ-মিয়ানমার একমত হলে করিডোর চালু করতে পারে জাতিসংঘ’

১৩

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন ডে উদযাপন

১৪

ব্র্যাক ইউনিভার্সিটি ও বিএসআরএম যৌথভাবে উদ্বোধন করল বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিং

১৫

নোয়াখালীতে হত্যা মামলায় বিএডিসির গুদামরক্ষক গ্রেপ্তার

১৬

যুদ্ধজাহাজে পারমাণবিক অস্ত্র স্থাপনের নির্দেশ কিমের

১৭

চিন্ময় দাসের জামিন স্থগিত

১৮

সর্বোচ্চ সতর্কতা পাকিস্তানের সব বিমানবন্দরে, কী হতে চলেছে

১৯

সৌদিতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

২০
X