স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০৮:১৫ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ফিরেই শীর্ষে জোকোভিচ

নোভাক জোকোভিচ। ছবি : সংগৃহীত
নোভাক জোকোভিচ। ছবি : সংগৃহীত

ক্যারিয়ারে সবচেয়ে বেশি ক্ষতি করেছে কে- নোভাক জোকোভিচকে এ প্রশ্ন করা হলে সম্ভবত তিনি বলবেন করোনাভাইরাসের কথা। কারণ করোনার টিকা না নেওয়ায় টেনিসের এই কিংবদন্তিকে ২০২২ সালের ইউএস ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেনের স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে। এই একটি কারণে গত বছর ইউএস ওপেনে নামতে পারেননি জোকোভিচ। তবে সেই নিয়ম এখন শিথিল করেছে যুক্তরাষ্ট্র।

এবারের আসরে তাই খেলতে কোনো বাধা ছিল না সার্বিয়ান টেনিস তারকার। আর যুক্তরাষ্ট্রে ফেরাটাও হয়েছে তার রাজকীয়ভাবে। প্রথম রাউন্ডে ফ্রান্সের আলেক্সান্দার মুলারকে উড়িয়ে দিয়েছেন ৬-০, ৬-২, ৬-৩ গেমে।

জোকোভিচের ম্যাচটি মাঠে থেকে দেখেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামার সামনে প্রথম সেটটি জিততে মাত্র ২৩ মিনিট সময় নেন ২৩ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন জোকোভিচ। প্রথম দুই সেটে মোটেও পাত্তা না পাওয়া মুলার যা একটু প্রতিরোধ গড়েন তৃতীয় সেটে। একপর্যায়ে ৩-৩ গেমে সমতা ছিল তাতে।

এই জয়ে আবারও র‍্যাংকিংয়ের সিংহাসন দখলে নিলেন জোকোভিচ। কিছুদিন আগেই কার্লোস আলকারাজকে হারিয়ে জেতেন সিনসিনাটি ওপেনের শিরোপা। র‍্যাংকিংয়ে শীর্ষস্থান থেকেও এবার হটালেন আলকারাজকে। এ নিয়ে এটিপি র‍্যাংকিংয়ে রেকর্ড ৩৯০ সপ্তাহ শীর্ষে থাকছেন জোকোভিচ।

ফেভারিট হিসেবেই ইউএস ওপেনের এবারের আসরে পা রেখেছেন ৩৬ বছর বয়সী জকোভিচ। এবার ফেরাটা শিরোপায় রাঙাতে পারলে ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ে মার্গারেট কোর্টকে ছোঁবেন তিনি।

তবে এই পথে জোকোভিচের বড় বাধা মানা হচ্ছে দুটি গ্র্যান্ড জয়ী আলকারাজকেই। ২০ বছর বয়সী স্প্যানিশ তারকা গত মাসে উইম্বলডনে মহাকাব্যিক এক ফাইনালে জকোভিচকে হারিয়ে দেন। এরপর অবশ্য সিনসিনাটি মাস্টার্সে জোকোভিচের কাছে শিরোপা হারান আলকারাজ।

এবারের ইউএস ওপেনেও জোকোভিচ-আলকারাজ ফাইনাল হবে- এমনটাই ভাবা হচ্ছে। তবে যেটাই হোক আলকারাজকে সরিয়ে জোকোভিচের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফেরাটা নিশ্চিত হয়ে গেছে প্রথম রাউন্ডের জয়েই। দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ স্পেনের বার্নাবে মিরালেস।

জোকোভিচ-মুলার ম্যাচটি শুরু হতে হতে প্রায় মাঝরাত হয়ে যায় নিউইয়র্কে। কিন্তু তা নিয়ে একটুও অভিযোগ তোলেননি দুই বছর পর ইউএস ওপেনে ফেরা জোকোভিচ। তার ভাষ্য, ‘আমি জানতাম লেটনাইট ম্যাচ হতে যাচ্ছে।যাই হোক, ‘আমি কোর্টে ফিরতে পেরেই রোমাঞ্চিত। ম্যাচ মাঝরাতের পর শুরু হলো কিনা, তা নিয়ে আমার কোনো মাথাব্যথা ছিল না। আমাদের খেলার অন্যতম বড় স্টেডিয়ামে, অন্যতম প্রাণবন্ত স্টেডিয়ামে নাইট সেশনে খেলার জন্য অনেক দিন মুখিয়ে ছিলাম।’

নাইট সেশনের খেলা দেখতে প্রথম দিনে ৩০ হাজারের বেশি দর্শক এসেছিলেন, যেটি টুর্নামেন্টের নতুন রেকর্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সাদিক কায়েমকে নিয়ে জুলকারনাইন সায়েরের পোস্ট

১০ দিনের মধ্যে বরাদ্দপ্রাপ্ত সরকারি বাসার দখল গ্রহণ করতে হবে

৫৪ বছরের ঘাট প্রথা অবসানের অপেক্ষায় রাজশাহীর চরবাসীর

‘অপারেশন সিদুঁর’ নিয়ে ক্ষুব্ধ জয়া বচ্চন, রাজ্যসভায় তোলপাড়

যে দলগুলোর জামানত থাকবে না, তারাই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে : খোকন

দুই পুলিশ কর্মকর্তার ঘুষ দাবির ভিডিও ভাইরাল

চার জেলায় ডিলার নিয়োগ দেবে টিসিবি, আবেদনপত্র আহ্বান

নির্বাচিত সরকার না হলে দেশি-বিদেশি বিনিয়োগ আসবে না : আমীর খসরু

পুতিনকে পছন্দ করেন মেলানিয়া, জানালেন ট্রাম্প

কালবেলায় সংবাদ প্রকাশের পর / তলাবিহীন ডাস্টবিন সংস্কার করলেন জবি ছাত্রদল নেতা শাহরিয়ার 

১০

চীনে রয়েছে মাটির তৈরি হাজার হাজার সৈন্য

১১

বগুড়ায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

১২

ইয়েমেনের হামলা ঠেকাতে আবারও ব্যর্থ ইসরায়েল

১৩

নির্বাচনের তারিখ ঘোষণা কবে, জানালেন আইন উপদেষ্টা

১৪

এপিআই ও এক্সিপিয়েন্ট উৎপাদনে বাংলাদেশের আত্মনির্ভরশীলতা : স্বাস্থ্য ও অর্থনীতির নবদিগন্ত উন্মোচন

১৫

চীন থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান

১৬

এবার টিকটকে ইসরায়েলের ছায়া

১৭

ডালাস ফেস্টিভ্যালে মোশাররফ-জুঁইর ‘আবর্ত’

১৮

ময়লা ছিটিয়ে ছিনতাই, আড়াই বছর পর আসামি গ্রেপ্তার

১৯

বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণ, নিহত ১

২০
X