জুনিয়র সার্ভিসেস কাবাডি লিগের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী। বিজিবিকে হারিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে জায়গা করে নেয় সেনাবাহিনী। ফায়ার সার্ভিসকে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে নৌবাহিনী।
কাবাডি স্টেডিয়ামে মঙ্গলবার (২৭ মে) দিনের প্রথম ম্যাচে ফায়ার সার্ভিসের বিপক্ষে দ্রুত পয়েন্ট বাড়িয়ে নিতে থাকে নৌবাহিনী। ১৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে নৌবাহিনী বিরতিতে যায়। শেষ পর্যন্ত দলটি ৪১-৩৪ পয়েন্টে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়। সেরা খেলোয়াড় হয়েছেন নৌবাহিনীর সোলায়মান হোসাইন। ফায়ার সার্ভিসের সামনে সুযোগ আছে সেমিফাইনালে যাওয়ার। আজ অঘোষিত কোয়ার্টার ফাইনালে তারা বিমানবাহিনীর বিপক্ষে লড়বে।
দিনের আরেক ম্যাচে সেনাবাহিনী ৩৩-২৩ পয়েন্টে বিজিবিকে হারিয়ে সেমিফাইনালে যায়। টানা দ্বিতীয় ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন সেনাবাহিনীর ইব্রাহিম মল্লিক।
মন্তব্য করুন