বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির আয়োজনে বাংলাদেশ -ভারত প্রফেশনাল বক্সিং ইভেন্ট ‘এক্স-৩৬০ ফাইট নাইট-ব্যাক টু প্যাভিলিয়ন’ আগামী ২৩ সেপ্টেম্বর, শনিবার বেলা ৩টায় যমুনা ফিউচার পার্কের ইস্ট কোর্টে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য প্রবীণ ক্রীড়া সংগঠক মোজাফফর হোসের পল্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বক্সিং কাউন্সিলের ওয়ার্ল্ড জেনারেল সেক্রেটারি (সাউথ আমেরিকা) মো. আসাদুজ্জামান। ১০ রাউন্ডের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইতোমধ্যে ভারতীয় বক্সাররা ঢাকায় এসে পৌঁছেছেন।
প্রতিযোগিতা উপলক্ষে আজ বৃহম্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘দেশপ্রেমে ক্রীড়াঙ্গনে বক্সিং প্রমোশন’ সংবাদ সম্মেলন ও অভিমত প্রকাশের আয়োজন করা হয়। বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বক্সিং কাউন্সিলের ওয়ার্ল্ড জেনারেল সেক্রেটারি (সাউথ আমেরিকা) মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, বাংলাদেশ বুত্থান এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ম্যাক ইউরি, বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফেরামের সভাপতি কবীর চৌধুরী তন্ময় এবং অস্ট্রেলিয়া বক্সিং কাউন্সিলের প্রমোটার মাইক আল্টামুরা।
মো. আসাদুজ্জামান বলেন, দেশে বর্তমানে প্রায় ছয় শতাধিক প্রফেশনাল বক্সার আছেন, যাদের মেধা ও যোগ্যতা আছে। সরকারি সহযোগিতা পেলে তাদের মধ্য থেকে ২০২৫ সালেই বিশ্বমানের প্রফেশানল বক্সার পাওয়া যবে। বিশ্বখ্যাত প্রফেশনাল বক্সার মাইক টাইসনকে বাংলাদেশে আনার ব্যাপারে সব ধরনের কার্যক্রম নেওয়া হয়েছে। মাইক আল্টামুরা জানান, বাংলাদেশ-অস্ট্রেলিয়া বক্সিং কমিউনিটির অধীনে বাংলাদেশের বক্সিংয়ের উন্নয়নে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।
মন্তব্য করুন