কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১২:৫৫ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

টেকনোর পোভা স্লিম ফাইভজি বদলে দিচ্ছে চিত্র!

টেকনো পোভা স্লিম ফাইভজি। ছবি : সংগৃহীত
টেকনো পোভা স্লিম ফাইভজি। ছবি : সংগৃহীত

এই বছরের শুরুতে স্মার্টফোন খাতে বেশ কিছু আকর্ষণীয় ঘটনা ঘটে। গ্যালাক্সি এস২৫ এজ ও আইফোন ১৭ এয়ারের মতো জায়ান্ট ব্র্যান্ডের পণ্যের বিপরীতে এমডব্লিউসি ২০২৫-এ স্লিম স্মার্টফোনের নতুন ধারণা ‘স্পার্ক স্লিম’ নিয়ে আসে টেকনো। এরপরই অ্যাপল নিয়ে আসে আইফোন এয়ার, আর স্যামসাং তাদের নিজস্ব আলট্রা-থিনের ধারণা। যেন হুট করেই ২০১০-এর মাঝামাঝির মতো আবার বিশ্বের বৃহৎ টেকজায়ান্টদের মাঝে থিকনেস ওয়ার ফিরে এসেছে। তবে, এবার কিছুটা ব্যতিক্রম রয়েছে; মানুষের মনে নতুন প্রশ্ন জেগে উঠেছে। ২০২৫-এর স্লিম ফোন ট্রেন্ড কী কেবল কোনো মার্কেটিং গিমিক, নাকি স্মার্টফোন ইঞ্জিনিয়ারিং সত্যিই এমন জায়গায় পৌঁছেছে যেখানে আলট্রা-থিন ডিভাইস বাস্তব ও ব্যবহারোপযোগী!

ব্যবহার উপযোগিতার প্রশ্ন, গিমিক নাকি গেম-চেঞ্জার!

অনেক সমালোচকের মতে, আলট্রা-থিন ফোন দেখতে ভালো হলেও এর ব্যবহারিক উপযোগিতা কম। এতে দুর্বল ব্যাটারি, ভঙ্গুর প্রকৃতি ও ওভারহিটিংয়ের সমস্যা থাকে। কিন্তু, এই ধারণা বদলে দিয়েছে টেকনো পোভা স্লিম ফাইভজি। মাত্র ৫.৯৫ মিলিমিটার পুরুত্বে এটি বিশ্বের সবচেয়ে স্লিম থ্রিডি-কার্ভড ফাইভজি ফোনগুলোর একটি; এতে রয়েছে ৫১৬০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪৫ ওয়াট সুপার চার্জিং, দুর্দান্ত অ্যামোলেড ডিসপ্লে ও ফাইভজি কানেক্টিভিটি। সাধারণত স্লিম ফোনে যা অত্যন্ত বিরল।

ডিভাইসটির অ্যারোস্পেস-গ্রেড ম্যাটেরিয়াল ও ফ্ল্যাগশিপ-লেভেলের ফাইবারগ্লাস ব্যাক, এটিকে একই সঙ্গে ডিউরেবল ও হালকা করেছে। ডিউরেবিলিটির ক্ষেত্রে এটি মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স টেস্টে (এমআইএল-এসটিডি-৮১০এইচ) উত্তীর্ণ হয়েছে। পাশাপাশি, এতে রয়েছে ২৪,৫৩২ বর্গ মিলিমিটারের সুবিশাল হিট ডিসিপেশন সিস্টেম, যা পাতলা ফোনের অন্যতম বড় সমস্যা ওভারহিটিং সমাধান করে, ফোনকে ঠান্ডা রাখতে সহায়তা করে।

যারা বাজেটের মধ্যে প্রিমিয়াম লুক-অ্যান্ড-ফিল চান তাদের জন্য প্রতিযোগিতামূলক দামের ক্ষেত্রেও টেকনো পোভা স্লিম ফাইভজি দারুণ বিকল্প। ইউজার রিভিউ থেকে জানা যায়, ফোনটি স্টাইল ও প্রতিদিনের ব্যবহার এই দুই ক্ষেত্রেই বেশ উপযোগী। পোভা স্লিম ফাইভজি ফোনটির ডিজাইনও প্রিমিয়াম এবং এটি স্লিম হলেও হাতে প্রিমিয়াম ফিল দেয়। ৬.৭৮ ইঞ্চির ১৪৪ হার্জ ১.৫কে থ্রিডি অ্যামোলেড ডিসপ্লের এই ফোনটির সুরক্ষায় কর্নিং গরিলা গ্লাস ৭আই ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে, এর কার্ভ খুব ভালোভাবে হাতের তালুতে মিশে যায়। পাশাপাশি, এর মুড লাইট ফিচার ডায়নামিক লাইটিং ইফেক্টের মাধ্যমে ফোনটিকে আপনার ফ্যাশনের অনুষঙ্গ করে তোলে। কেবল দেখার ক্ষেত্রে নয়, এর ডায়মেনসিটি ৬৪০০ ফাইভজি+ প্রসেসর বছরের পর বছর স্মুথ ও ল্যাগ-ফ্রি পারফরম্যান্স নিশ্চিত করে। আর ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‍্যাম (৮ জিবি + ৮ জিবি এক্সটেন্ডেট) ও ৫০ জিবি ক্লাউড স্পেস ফোনটির সৌন্দর্য্য ও সক্ষমতার পাশাপাশি ব্যবহার উপযোগিতাও বাড়িয়ে তোলে।

পোভা ফাইভজির ইকোসিস্টেম

পোভা স্লিম ফাইভজি বাংলাদেশে টেকনোর ভবিষ্যতকেন্দ্রিক ফাইভজি ইকোসিস্টেমের একটি অংশ মাত্র। সিরিজটিতে বিভিন্ন ব্যবহারকারীর প্রয়োজন মেটাতে আরও দুটি মডেল নিয়ে আসা হয়েছে।

পোভা ৭ প্রো ফাইভজি

এই সিরিজের ফ্ল্যাগশিপ মডেল পোভা ৭ প্রো ফাইভজি। ইন্টারস্টেলার স্পেসশিপ ডিজাইন ও স্ট্যাটাস লাইটসহ এ ফোনটির ডিজাইন বেশ ফিউচারিস্টিক। স্মুথ ও অনবদ্য পারফরম্যান্স নিশ্চিতে এতে হাইপার গেমিং ইঞ্জিনসহ ডায়মেনসিটি ৭৩০০ আল্টিমেট ফাইভজি প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৬.৭৮ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড ১৪৪ হার্জ ডিসপ্লে’র এই ফোনটির সুরক্ষায় রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই।

ফোনটির অন্যতম বিশেষত্বের মধ্যে রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪৫ ওয়াট ফ্ল্যাশ চার্জিং, ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং ও ফ্রি ওয়্যারলেস ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক। একইসাথে, প্রতিদিনের ব্যবহারকে আরও সহজ ও স্মার্ট করতে এতে এআই রাইটিং, প্রবলেম সলভিং, কল অ্যাসিস্ট্যান্ট, সার্কেল-টু-সার্চ ও এআই স্টুডিওর মতো টেকনোর সর্বাধুনিক এআই স্যুইট ব্যবহার করা হয়েছে। বাংলাদেশে পোভা ৭ প্রো ফাইভজির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪,৯৯৯ টাকা মাত্র।

পোভা কার্ভ ফাইভজি

পোভা কার্ভ ফাইভজিতে স্টাইল ও পাওয়ারের অনন্য সমন্বয় করা হয়েছে, যেন এটি গেমার ও প্রতিদিনের ব্যবহারের জন্য একদম উপযুক্ত হতে পারে। এতে এমনকি পাবজি খেলার ক্ষেত্রে ৯০ এফপিএস (ফ্রেম পার সেকেন্ড) সাপোর্ট করতে সক্ষম এমন স্মুথ ও অনবদ্য পারফরম্যান্স নিশ্চিত করতে হাইপার গেমিং ইঞ্জিন সহ ডায়মেনসিটি ৭৩০০ ফাইভজি প্রসেসর ব্যবহার করা হয়েছে। কর্নিং গরিলা গ্লাস ৭আই দিয়ে সুরক্ষিত এই ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ১৪৪ হার্জ এফএইচডি+ ডিসপ্লেটি ফোন দেখার অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত ও সমৃদ্ধ করবে। লম্বা গেমিং সেশন ও ব্যস্ততার মধ্যেও সারাদিন সচল রাখতে এতে ৫৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও ৪৫ ওয়াট ফ্ল্যাশ চার্জিং ব্যবহার করা হয়েছে।

দেশের সব টেকনো স্টোরে এখন পোভা কার্ভ ফাইভজি ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ৩২৯৯৯ টাকায়। পোভা ফাইভজির তিনটি ডিভাইসেই টেকনোর সর্বাধুনিক এআই সক্ষমতাসহ সম্পূর্ণ নতুন হাইওএস ১৫ স্পেশাল ওএস, ২৫৬ জিবি স্টোরেজ, শক্তিশালী ক্যামেরা সিস্টেম, ডলবি অ্যাটমোস ডুয়েল স্পিকার, আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিজট্যান্স, এনএফসি ও আইআর রিমোট কন্ট্রোলসহ পূর্ণ কানেক্টেভিটি নিশ্চিত করা হয়েছে।

তাহলে কী, ২০২৫-এর স্লিম ফোন ট্রেন্ড কেবলই গিমিক! আসলে না, এটি স্মার্ট এক্সিকিউশনের বিষয়। অনেকেই যখন আলট্রা-থিন প্রোটোটাইপ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে, টেকনো তখন পোভা ফাইভজি সিরিজের মাধ্যমে ভাবনাকে বাস্তবে নিয়ে এসেছে। পারফরম্যান্সে কোনো ছাড় না দিয়েও যে থিন ডিভাইস একসঙ্গে স্টাইল ও ব্যবহারোপযোগী হতে পারে, তা প্রমাণ করে দেখিয়েছে পোভা স্লিম ফাইভজি। ব্র্যান্ডটি দেখিয়েছে স্লিম ফোন কেবল ভঙ্গুর ফ্যাশন স্টেটমেন্ট হবে তা নয়, বরং একই সঙ্গে দক্ষ, কার্যকর ও সাশ্রয়ীও হতে পারে। বলা চলে, টেকনো কেবল স্লিম ফোনই বানায়নি, স্লিমকে অর্থবহ করে তুলেছে।

লেখক: তাহসিন রেজা, কমিউনিকেশন কনসালট্যান্ট

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইফ-সৌম্যর দুর্দান্ত ব্যাটিংয়ে পরও ৩০০ পেরোতে পারল না বাংলাদেশ

নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

একটি দল জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজছে : সালাহউদ্দিন আহমদ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩ সহযোগী ১০ দিনের রিমান্ডে

বুয়েট শিক্ষার্থী শ্রীশান্তের মামলায় নতুন ধারা সংযোজন

মিরপুরে এর আগে এমনটি কখনোই করতে পারেনি বাংলাদেশ

খোঁজ চালিয়ে যাও, মালাইকার জন্মদিনে অর্জুন

প্রবীণ সাংবাদিক এ ইউ এম ফখরুদ্দীনের পঞ্চম মৃত্যুবার্ষিকী শুক্রবার

৪ শিক্ষানবিশ এএসপিকে অপসারণ করল সরকার

প্রায় ৩ মাস পর ভেসে উঠল রাঙামাটির ঝুলন্ত সেতু

১০

সেঞ্চুরির আক্ষেপে সাইফ-সৌম্য, তবু রেকর্ড গড়া জুটিতে উজ্জ্বল বাংলাদেশ

১১

স্বামীর দেওয়া আগুনে স্ত্রী-সন্তানসহ দগ্ধ ৫

১২

আমি আবার ঘুরে দাঁড়াতে পেরেছি : ববি দেওল

১৩

২৫ দিনের বন্ধুত্বে মার্কিন নাগরিক ছুটে এলেন নাটোরে

১৪

৯০ দিনে কোরআনে হাফেজ হলেন মাহদী

১৫

সৌম্য-সাইফের দুর্দান্ত ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের

১৬

১৪ দিনের রিটার্ন পলিসি চালু করল দারাজ

১৭

‘‎ধানের শীষের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’

১৮

জাগানো চরে নাব্য হারাচ্ছে মনু নদী

১৯

বিতর্কিত কর্মকর্তারা যেন নির্বাচনে না থাকেন, ইসিকে মঈন খান ‍

২০
X