সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট, ইমেইল ও কম্পিউটারের জন্য সবাই একাধিক পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। কিন্তু দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করলে সাইবার অপরাধীরা সহজেই অ্যাকাউন্ট হ্যাক করে ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য চুরি করার আশঙ্কা থাকে। তথ্য চুরির পর সেগুলো ফিরিয়ে দিতে অর্থও দাবি করে তারা।
এবার এসব সমস্যার সমাধানে ক্রোম ব্রাউজারে নতুন নিরাপত্তাসুবিধা যুক্ত করছে গুগল।
নতুন এ নিরাপত্তাসুবিধা গুগলের পাসওয়ার্ড ম্যানেজারের সহায়তায় চালু করা হবে। বর্তমানে গুগলের পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহারকারীদের শুধু দুর্বল পাসওয়ার্ড সম্পর্কে সতর্ক করে থাকে। তবে নতুন সুবিধাটি চালু হলে সতর্ক করার পাশাপাশি প্রয়োজনে জটিল ও নিরাপদ পাসওয়ার্ড তৈরি করে দেবে।
শুধু তা-ই নয়, ব্যবহারকারীর সম্মতি নিয়ে নতুন পাসওয়ার্ড ক্রোম ব্রাউজারে সংরক্ষণ করা হবে। ফলে ব্যবহারকারীরা সহজেই বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।
এক ব্লগ বার্তায় গুগল জানিয়েছে, কোনো ওয়েবসাইটে লগইনের সময় দুর্বল বা হ্যাকড হওয়া পাসওয়ার্ড শনাক্ত হলে গুগলের পাসওয়ার্ড ম্যানেজারের মাধ্যমে সেই পাসওয়ার্ডের বিকল্প দেখাবে ক্রোম ব্রাউজার। ফলে ব্যবহারকারী সহজেই দুর্বল পাসওয়ার্ড বদলে ফেলতে পারবেন। এ বছরের মধ্যেই নির্দিষ্ট কিছু ওয়েবসাইটের ক্ষেত্রে সুবিধাটি চালু করা হবে।
গুগলের ক্রোম বিভাগের ভাইস প্রেসিডেন্ট পারিসা তাবরিজ বলেন, অনেকের কাছে পাসওয়ার্ড বদলানো বেশ বিরক্তিকর বিষয়। তাই এটি এড়িয়ে যান কেউ কেউ। ক্রোম ব্রাউজারের স্বয়ংক্রিয় পাসওয়ার্ড বদলে দেওয়ার সুবিধাটি নিরাপত্তা ও ব্যবহার যোগ্যতা, এই দুই দিক থেকেই কার্যকর হবে।
সূত্র: ইন্ডিয়া টুডে
মন্তব্য করুন