বিএনপিএসের নির্বাহী পরিচালক রোকেয়া কবির বলেছেন, নির্বাচন সামনে এলেই রাজনৈতিক দলগুলোকে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলতে শোনা যায়। নারী, সংখ্যালঘু ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড কোথায়? জনগোষ্ঠীর ৫০ শতাংশ নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্য টিকিয়ে রাখতে ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।
শনিবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ নারী প্রগতি সংঘের উদ্যোগে ‘গণতন্ত্র, ইহজাগতিকতা ও নারী এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। গোলটেবিল বৈঠকে বিএনপিএস‘র কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জ্যেষ্ঠ বিশেষজ্ঞ সৈয়দ মাহফুজ আলী বলেন, শিক্ষার দর্শন ও আদর্শ শিক্ষার্থীদের কাছে স্পষ্ট করা জরুরি। এর মাধ্যমেই সমাজের চিন্তাভাবনার বদল ঘটানো সম্ভব। আমরা নতুন শিক্ষাক্রম প্রণয়নের কাজ করছি। এতে জেন্ডার সংবেদনশীলতা ও সব নাগরিকের অধিকারের বিষয়টির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
শ্রমিক নেতা আবুল হোসেন বলেন, শ্রমিকদের মধ্যে নারীদের সংখ্যা বেশি হলেও কর্মস্থলে নারী-পুরুষের মধ্যে অসমতা রয়েছে। এই অসমতা দূর করতে চাইলে রাজপথের লড়াইয়ের পাশাপাশি ঐক্যবদ্ধ জোট থাকা জরুরি। শ্রমজীবী নারী এই জোটের একটা বড় অংশ হতে পারে। শক্তিশালী নারী অধিকারবিষয়ক নেটওয়ার্ক গড়ে তুলতে হবে।
নারী অধিকার কর্মী মাহফুজা মালা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে গুজব রটিয়ে গত কয়েক বছরে বেশ কয়েকটি ভয়াবহ সাম্প্রদায়িক হামলা ঘটানো হয়েছে। ওয়াজ মাহফিল ও ধর্মীয় আলোচনায় নারী ও সংখ্যালঘু জনগোষ্ঠী বিদ্বেষী প্রচার বন্ধে উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি।
প্রাগ্রসরের নির্বাহী পরিচালক ফওজিয়া খন্দকার বলেন, শ্রেণি বৈষম্য পরিবর্তন না করলে সমাজের সার্বিক পরিবর্তন সম্ভব নয়। সমনাগরিকের অধিকার নিশ্চিত করতে চাইলে এর আদর্শ পরিবারে-সমাজে-রাষ্ট্রে প্রতিষ্ঠা করা দরকার। কেবল রাষ্ট্রের নয়, আমাদের নিজেদেরও যার যার নিজস্ব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
কৃষক আন্দোলনের নেতা মানবেন্দ্র দেব বলেন, বিচারহীনতার সংস্কৃতি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির পথে বড় ধরনের বাধা। গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে চাইলে রাজনৈতিক আন্দোলনের বিকল্প নেই। এজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী নেটওয়ার্কের সদস্য সচিব চঞ্চনা চাকমা, আদিবাসী যুব ফোরামের নেত্রী মুনিরা ত্রিপুরা, পরিবেশ বার্তার সম্পাদক ফেরদৌস আহম্মেদ, কৃষক সমিতি নেতা মানবেন্দ্র দেব, আইইডির সমন্বয়কারী তারিক হোসেন, স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্টের সমন্বয়কারী চন্দন লাহেড়ী, নারীনেত্রী মাসুদা রওশন ও ফ্রিল্যান্স কনসাল্টটেন্ট মাহফুজা মালা প্রমুখ। সঞ্চালনা করেন বিএনপিএসের উপপরিচালক শাহনাজ সুমী।
মন্তব্য করুন