বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

নারীর প্রতি সহিংসতা বন্ধে বিদ্যমান আইনের কার্যকর বাস্তবায়নের দাবি

বিএনপিএসের কেন্দ্রীয় কার্যালয়ে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
বিএনপিএসের কেন্দ্রীয় কার্যালয়ে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

বিএনপিএসের নির্বাহী পরিচালক রোকেয়া কবির বলেছেন, নির্বাচন সামনে এলেই রাজনৈতিক দলগুলোকে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলতে শোনা যায়। নারী, সংখ্যালঘু ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড কোথায়? জনগোষ্ঠীর ৫০ শতাংশ নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্য টিকিয়ে রাখতে ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

শনিবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ নারী প্রগতি সংঘের উদ্যোগে ‘গণতন্ত্র, ইহজাগতিকতা ও নারী এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। গোলটেবিল বৈঠকে বিএনপিএস‘র কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জ্যেষ্ঠ বিশেষজ্ঞ সৈয়দ মাহফুজ আলী বলেন, শিক্ষার দর্শন ও আদর্শ শিক্ষার্থীদের কাছে স্পষ্ট করা জরুরি। এর মাধ্যমেই সমাজের চিন্তাভাবনার বদল ঘটানো সম্ভব। আমরা নতুন শিক্ষাক্রম প্রণয়নের কাজ করছি। এতে জেন্ডার সংবেদনশীলতা ও সব নাগরিকের অধিকারের বিষয়টির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

শ্রমিক নেতা আবুল হোসেন বলেন, শ্রমিকদের মধ্যে নারীদের সংখ্যা বেশি হলেও কর্মস্থলে নারী-পুরুষের মধ্যে অসমতা রয়েছে। এই অসমতা দূর করতে চাইলে রাজপথের লড়াইয়ের পাশাপাশি ঐক্যবদ্ধ জোট থাকা জরুরি। শ্রমজীবী নারী এই জোটের একটা বড় অংশ হতে পারে। শক্তিশালী নারী অধিকারবিষয়ক নেটওয়ার্ক গড়ে তুলতে হবে।

নারী অধিকার কর্মী মাহফুজা মালা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে গুজব রটিয়ে গত কয়েক বছরে বেশ কয়েকটি ভয়াবহ সাম্প্রদায়িক হামলা ঘটানো হয়েছে। ওয়াজ মাহফিল ও ধর্মীয় আলোচনায় নারী ও সংখ্যালঘু জনগোষ্ঠী বিদ্বেষী প্রচার বন্ধে উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি।

প্রাগ্রসরের নির্বাহী পরিচালক ফওজিয়া খন্দকার বলেন, শ্রেণি বৈষম্য পরিবর্তন না করলে সমাজের সার্বিক পরিবর্তন সম্ভব নয়। সমনাগরিকের অধিকার নিশ্চিত করতে চাইলে এর আদর্শ পরিবারে-সমাজে-রাষ্ট্রে প্রতিষ্ঠা করা দরকার। কেবল রাষ্ট্রের নয়, আমাদের নিজেদেরও যার যার নিজস্ব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

কৃষক আন্দোলনের নেতা মানবেন্দ্র দেব বলেন, বিচারহীনতার সংস্কৃতি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির পথে বড় ধরনের বাধা। গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে চাইলে রাজনৈতিক আন্দোলনের বিকল্প নেই। এজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী নেটওয়ার্কের সদস্য সচিব চঞ্চনা চাকমা, আদিবাসী যুব ফোরামের নেত্রী মুনিরা ত্রিপুরা, পরিবেশ বার্তার সম্পাদক ফেরদৌস আহম্মেদ, কৃষক সমিতি নেতা মানবেন্দ্র দেব, আইইডির সমন্বয়কারী তারিক হোসেন, স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্টের সমন্বয়কারী চন্দন লাহেড়ী, নারীনেত্রী মাসুদা রওশন ও ফ্রিল্যান্স কনসাল্টটেন্ট মাহফুজা মালা প্রমুখ। সঞ্চালনা করেন বিএনপিএসের উপপরিচালক শাহনাজ সুমী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

১০

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

১১

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

১২

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

১৩

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

১৪

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

১৫

পিয়াইন নদীতে অবাধে বালু লুট, হুমকিতে বসতবাড়ি 

১৬

সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ

১৭

নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

১৮

হোয়াটসঅ্যাপে নতুন কৌশলে অর্থ চুরি, যেভাবে নিরাপদ থাকবেন

১৯

টিটিইসহ ৫ জন আসামি / তিন মাসেও শেষ হয়নি ট্রেন থেকে ফেলে হত্যার তদন্ত

২০
X