কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ০৭:২২ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সোমালিয়ান জলদস্যুরা কতটা শক্তিশালী?

দস্যুদের কবলে পড়া জাহাজ। ছবি : সংগৃহীত
দস্যুদের কবলে পড়া জাহাজ। ছবি : সংগৃহীত

লোহিত সাগর ও আরব সাগর ঘেঁষে অবস্থিত পৃথিবীর অন্যতম দস্যুরাষ্ট্র সোমালিয়া। দেশটির নাম শোনামাত্রই ভেসে আসবে সমুদ্রগামী জাহাজ লুটপাট, নাবিকদের অপহরণ, মুক্তিপণ আদায়ের মতো দুর্ধর্ষ কর্মকাণ্ডের চিত্রপট। বিশ্বজুড়ে জলদস্যুতার জন্য কুখ্যাত সোমালিয়ার জনগণ কিছুকাল পূর্বেও জীবিকা নির্বাহ করত শস্য উৎপাদন ও মাছ ধরে। তবে কালের পরিক্রমায় তারাই পরিণত হয়েছে ভয়ংকর দুর্ধর্ষ জাতি হিসেবে।

কী এমন ঘটল যার কারণে হতদরিদ্র এ দেশটি বদলে গেল জলদস্যুতার বীভৎস থাবায়? অতিসাধারণ জেলে পরিবার থেকে উঠে আসা এ মানুষগুলোই বা দস্যুপণায় মেতে উঠল কীভাবে? চলুন জেনে আসা যাক এর পেছনের ইতিহাস।

১৮৮৫ থেক ১৯৬৯ সাল নাগাদ সোমালি জনপদকে শাসন করে ব্রিটেন, ফ্রান্স ও ইতালির মতো সম্রাজ্যবাদী শক্তিগুলো। ১৯৬৯ সালের শেষাংশে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সোমালিয়ার রাষ্ট্র ক্ষমতা দখল করে সিয়াদ বারে নামে এক সেনা কর্মকর্তা। দানাবাধা ওগাদেন যুদ্ধ, সামরিক বিবাদ, অতর্কিত হামলা, গোত্র সংঘাত, নির্বিচারে গণহত্যা ইত্যাদি কারণে ১৯৯২ সালে ক্ষমতার মসনদ ছেড়ে পালাতে বাধ্য হন সিয়াদ বারে।

তারপর দেশটিতে বিরাজ করে স্থবির পরিস্থিতি। এমন পরিস্থিতিতে ইউরোপীয় দেশগুলো নিজেদের শিল্প বর্জ্য খালাস করে সোমালিয়া উপকূলে। ফলে কমতে শুরু করে সমুদ্র উপকূলের মৎস্য সম্পদ। এদিকে রাতের আঁধারে যে জাহাজগুলো বর্জ্য খালাস করছিল, ফিরে যাওয়ার পূর্বে তারাই ধরে নিয়ে যাচ্ছিল মিলিয়ন ডলার মূল্যের ঝাঁকে ঝাঁকে মাছ। এতে করে উপকূলে মাছের অভাব ক্রমশই প্রকট হতে শুরু করল। এতে ক্ষোভ সৃষ্টি হয় সমগ্র জেলেপাড়ায়।

পরিস্থিতি মোকাবিলায় সোমালিয়ার জেলেরা সিদ্ধান্ত নেয় উপকূলে ঘুরে বেড়ানো জাহাজগুলোকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেওয়ার। ১৯৯৫ সালের কোনো একদিন আচমকা একটি জাহাজের দখল নিল জেলেরা। তাদের ছাড়ার বিনিময়ে ক্ষতিপূরণ নেওয়ার ঘটনাই বদলে দিল তাদের।

তাড়িয়ে দেওয়ার চেয়ে জব্দ করে ক্ষতিপূরণ কিংবা মুক্তিপণ আদায় করা যে বেশ সহজ, সেটি বেশ পছন্দ হয় জেলেদের কাছে। একে একে জেলেরা হাতে তুলে নেয় আধুনিক অস্ত্র, গোলাবারুদ, সাজ-সরঞ্জাম। ছোট ছোট নৌকাগুলোর সঙ্গে শক্তিশালী ইঞ্জিন জুড়ে রূপ দেওয়া হয় আক্রমণকারী রণতরীতে। অর্থের লোভে তাদের সঙ্গে যোগ দেয় সাবেক সেনাসদস্য ও প্রযুক্তিবিদরা। যুদ্ধের কলাকৌশল সম্পর্কে জ্ঞান থাকায় সেনাসদস্যদের জায়গা হয় আক্রমণের অগ্রভাগে। আর, অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ ও বাণিজ্যিক জাহাজের রাডার ফাঁকি দিতে সাহায্য করে প্রযুক্তি বিশেষজ্ঞের দল।

জলদস্যুদের অস্ত্র

বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যানুসারে, জলদস্যুদের রয়েছে আলাদা অস্ত্রশস্ত্র। এর মধ্যে অন্যতম হলো একে৪৭, একেএম, টাইপ৫৬, টিটি৩৩, পিকে, আরপিজি৭ ইত্যাদি। এছাড়া জলদস্যুরা আরজিবি৫ ও এফ১ এর মতো শক্তিশালী হাতবোমারও ব্যবহার করে থাকে তারা।

কীভাবে এত শক্তিশালী সোমালিয়ার দস্যুরা

সোমালিয়ায় দস্যুদের পাশাপাশি সোচ্চার রয়েছে গ্যাং বাহিনী। দেশটির উত্তরাঞ্চলের গ্যালমাদাগ প্রশাসন দক্ষিণাঞ্চলের বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে জলদস্যুদের ব্যবহার করে থাকে। এমনকি সেখানকার সেনাবাহিনী, যৌথ সরকারের মন্ত্রী, নেতা ও বড় বড় ব্যবসায়ীরা এ লুটের টাকার ভাগ পেয়ে থাকেন।

জলদস্যুদের আদায় করা মুক্তিপণের অর্থ দিয়ে উন্নয়নের সঙ্গে সঙ্গে সোমালিয়ায় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে। অর্থনীতিবীদরা বলছেন, জলদস্যুতা এখন সোমালিয়ার অর্থনীতির অন্যতম চালিকাশক্তি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: জাহাজ ছিনতাই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেছনের পকেটে মানিব্যাগ রাখেন? অজান্তেই ডেকে আনছেন যে অসুখ

দিনাজপুরে পরিবেশবান্ধব উদ্ভাবন নিয়ে কর্মশালা

মাকে ক্ষুদে বার্তা পাঠিয়ে ধরা পড়লেন চীনা গুপ্তচর

নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত ও ৬ বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

সাদাপাথর লুট, এবার তদন্তে মন্ত্রীপরিষদ বিভাগ

মালয়েশিয়া যাচ্ছেন নাহিদ ইসলাম

ছাত্র হত্যা মামলার আসামি ইউএনও রাহুল চন্দ ওএসডি 

ইবনে সিনায় চাকরি, বেতন ছাড়া পাবেন আরও বিভিন্ন সুবিধা

চট্টগ্রামের চকবাজারে ট্রান্সকম ডিজিটালের নতুন শোরুম উদ্বোধন

পুরুষদের নয়, পিতৃতন্ত্রকে অপছন্দ করি : বাঁধন

১০

অনুভূতিহীন তথাকথিত কবি-শিল্পীরা ১৫ আগস্ট শোক জানিয়েছে : রিজভী

১১

সুখবর পেলেন নারীঘটিত কেলেঙ্কারিতে ফেঁসে যাওয়া ক্রিকেটার

১২

অডিশনের সময়ে বিদ্যা আমাকে গালাগাল করেছিল : বিধু বিনোদ 

১৩

দ্বিতীয় আন্তর্জাতিক ফাইবার ও পলিমার সম্মেলন ২৬ ও ২৭ আগস্ট

১৪

দুধ দিয়ে কফি খাচ্ছেন, এই অভ্যাস ভালো নাকি ক্ষতিকর জানাল গবেষণা

১৫

পর্যটক বাড়াতে বিনামূল্যে বিমানের টিকিট দেবে থাইল্যান্ড

১৬

দুর্নীতির মামলায় খালাস পেলেন বিএনপি নেতা সেলিম ভূঁইয়া

১৭

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭২৭

১৮

দ্বিতীয় পাকিস্তানি হিসেবে ইতিহাস গড়লেন আমির

১৯

দীর্ঘ বিরতির পর ২৩ আগস্ট আসছে কোক স্টুডিওর ৪র্থ গান

২০
X