ইউক্রেন যুদ্ধ শুরু হতে পারে, এমন পূর্বাভাস আজ থেকে প্রায় ৩০ বছর আগেই দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। একই সঙ্গে রাশিয়ায় বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন হতে পারে বলেও সতর্ক করেছিলেন তিনি।
গত সপ্তাহে প্রকাশিত একটি নথির বরাতে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। রাশিয়া ও ইউক্রেন সফর শেষে সোভিয়েত পরবর্তী এ অঞ্চলের রাজনৈতিক অস্থিরতা নিয়ে এ পূর্বাভাস দিয়েছিলেন নিক্সন।
১৯৯৪ সালের ২১ মার্চ লেখা চিঠিতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে এ বিষষে সতর্ক করেছিলেন তিনি। নিক্সন লেখেন, যুক্তরাষ্ট্রের জন্য ইউক্রেন অপরিহার্য। সেখানকার পরিস্থিতি খুবই উত্তপ্ত। এ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বসনিয়ার মতো অবস্থা হতে পারে।
আরও পড়ুন : অর্ধেক ভূখণ্ড পুনরুদ্ধার করেছে ইউক্রেন : ব্লিঙ্কেন
নিক্সন আরও লেখেন, তৎকালীন রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের রাজনৈতিক প্রভাব দ্রুত কমছে। তার প্রশ্নাতীত নেতৃত্ব আর হাতেগোনা কয়েক দিন থাকবে। তিনি পশ্চিমাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণ করতে পারবেন না। একই সঙ্গে রাশিয়া ও দেশটির পার্লামেন্টে আমেরিকাবিরোধী মনোভাব বাড়ছে বলেও সতর্ক করেছিলেন তিনি।
তবে ইয়েলৎসিনের পর রাশিয়ার হাল কে ধরবে সে বিষয়ে অনিশ্চিত ছিলেন তিনি। নিশ্চিত হতে না পারলেও রাশিয়ার পশ্চিমাবিরোধী শক্তি উপযুক্ত প্রেসিডেন্ট প্রার্থী পেয়ে যাবেন বলেও জানিয়েছিলেন তিনি। এরপর ১৯৯৯ সালের শেষের দিকে ইয়েলৎসিন পদত্যাগ করলে ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট হন।
২০১৪ সালে ইউক্রেনে রাশিয়াপন্থি সরকারের পতন হলে কিয়েভের সঙ্গে মস্কোর সম্পর্কের অবনতি হতে থাকে। কিয়েভ মিনস্ক চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে অভিযোগ তুলে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া।
মন্তব্য করুন