আবারও মাঝারি পাল্লার পারমাণবিক অস্ত্র উৎপাদনের হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র যদি জার্মানি বা ইউরোপের অন্য কোথাও ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা বাস্তবায়ন করে, তাহলে মস্কো এ ধরনের পারমাণবিক অস্ত্র উৎপাদনের পথে হাঁটবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি।
রোববার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে নৌবাহিনীর কুচকাওয়াজে রুশ প্রেসিডেন্ট এমন হুঁশিয়ারি দেন। পুতিন বলেন, যুক্তরাষ্ট্র এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করলে মাঝারি ও স্বল্পপাল্লার অস্ত্র মোতায়েন স্থগিত নিয়ে এর আগে গৃহীত চুক্তি থেকে সরে আসার কথা ভাববে মস্কো।
পুতিন যে অস্ত্র উৎপাদনের কথা বলেছেন, সেগুলো ৫০০ থেকে ৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এসব অস্ত্রের উৎপাদন ও মোতায়েন নিয়ন্ত্রণ করতে ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ‘ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি’ নামে একটি চুক্তি করেছিল।
তবে ২০১৯ সালে পরস্পরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এরপর ওই চুক্তি থেকে বেরিয়ে যায় দেশ দুটি। যদিও পরে রাশিয়া জানিয়েছিল, যুক্তরাষ্ট্র বিদেশে ক্ষেপণাস্ত্র মোতায়েন না করলে, মস্কোও একই ধরনের ক্ষেপণাস্ত্র উৎপাদন করবে না।
কিন্তু কয়েক সপ্তাহ আগে ওয়াশিংটন ও বার্লিন ঘোষণা দেয়, ২০২৬ সাল থেকে জার্মানিতে পর্যায়ক্রমে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে। এরপর থেকেই মাঝারি পাল্লা পারমাণবিক অস্ত্র উৎপাদনের ব্যাপারে ক্রমাগত হুমকি দিয়ে আসছেন পুতিন।