কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১০:৫০ এএম
আপডেট : ২৯ জুন ২০২৫, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

ভবিষ্যৎ রাজার ছেলের বিরুদ্ধে ৩ ধর্ষণসহ ২৩ অভিযোগ

রাজপুত্রের ছেলে বোর্গ হোইবি। ছবি : সংগৃহীত
রাজপুত্রের ছেলে বোর্গ হোইবি। ছবি : সংগৃহীত

নরওয়ের ভবিষ্যৎ রাজার ছেলের বিরুদ্ধে তিনটি ধর্ষণ এবং অন্যান্য ২৩টি অপরাধের অভিযোগ উঠেছে। এ ছাড়া তিনি আরও কয়েকটি নারী নির্যাতনের সঙ্গে জড়িত।

ক্রাউন প্রিন্সেস মেটে-মেরিটের ছেলে এবং ক্রাউন প্রিন্স হাকনের সৎপুত্র মারিয়াস বোর্গ হোইবির অপরাধ এখন নরওয়েজুড়ে আলোচনায়। শুক্রবার (২৭ জুন) পুলিশ জানিয়েছে, ঘটনাগুলো বেশ স্পর্শকাতর এবং খুবই গর্হিত। হোইবির দ্বারা নারী নির্যাতিত হওয়ার প্রাথমিক প্রমাণ মিলেছে।

নরওয়ের ভবিষ্যৎ রাজার সৎপুত্র মারিয়াস বোর্গ হোইবিকে গত বছর আগস্ট, সেপ্টেম্বর এবং নভেম্বর মাসে তিনবার গ্রেপ্তার করা হয়েছিল। ১০ মাস ধরে তদন্তের পর নরওয়েজিয়ান পুলিশ এখন মামলাটি প্রসিকিউটরদের কাছে হস্তান্তর করেছে। এবার তারা অভিযোগ দায়ের করবেন কি না তা সিদ্ধান্ত নেবেন। পুলিশ অ্যাটর্নি আন্দ্রেয়াস ক্রুসজেউস্কি বিবিসিকে এসব তথ্য নিশ্চিত করেন।

হোইবির আইনজীবী পেটার সেকুলিক বলেন, তার মক্কেল অভিযোগগুলোকে খুব গুরুত্ব সহকারে নিচ্ছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো অন্যায় স্বীকার করেননি। বিশেষ করে যৌন নির্যাতন এবং সহিংসতার ক্ষেত্রে তিনি চুপ আছেন।

২৮ বছর বয়সী এই যুবক কোনো রাজকীয় পদবি বা সরকারি দায়িত্বে নেই। তাকে গত বছরের ৪ আগস্ট একটি হামলা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারের পর থেকে একের পর এক নারী নির্যাতনের তথ্য সামনে আসতে থাকে।

এক বিবৃতিতে অসলো পুলিশ জানায়, তারা বিপুলসংখ্যক সাক্ষীর সাক্ষাৎকার, বেশ কয়েকটি তল্লাশি এবং বিস্তৃত ডিজিটাল উপাদান পর্যালোচনাসহ একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত সম্পন্ন করেছে। ২০২৪ সালের শরৎ এবং ২০২৫ সালের বসন্তে হোইবিকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি পুলিশকে সহযোগিতা করেছেন বলে বিবৃতিতে বলা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, হোইবিকে যে অপরাধের জন্য সন্দেহ করা হয়েছিল তার মধ্যে রয়েছে চারটি যৌন আপত্তিকর আচরণ, একটি ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে নির্যাতনের (ধর্ষণ) অভিযোগ এবং দুটি শারীরিক ক্ষতির অভিযোগ।

তবে তদন্তে পুলিশের পক্ষপাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে নিশ্চিত করে, যৌন অপরাধের সঙ্গে জড়িত কিছু মামলা খারিজ করা হয়েছে। এটি পুলিশের গাফিলতি নয়; বরং সীমাবদ্ধতার আইন এবং প্রমাণ না থাকার কারণে করা হয়েছে।

ক্রুসজেভস্কি বলেন, মামলায় ক্ষতিগ্রস্তদের সংখ্যা সম্পর্কে আমি আরও বিস্তারিত বলতে পারছি না । তবে সংখ্যাটি দ্বি-অঙ্কের।

নরওয়ের রয়েল হাউস একটি বিবৃতিতে বলেছে, মামলাটি আইনি ব্যবস্থার মধ্য দিয়ে চলছে। এ নিয়ে তাদের কিছু বলার নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

আগামী সংসদ প্রথম তিন মাস ‘সংবিধান সংস্কার সভা’ হিসেবে কাজ করার প্রস্তাব

১০

ধরলার তীব্র ভাঙন, টেকসই বাঁধ নির্মাণের দাবি

১১

নেতা ও ভোটারের জবাবদিহিই হবে শ্রেষ্ঠ সংস্কার : মঈন খান

১২

পাপের ফল ওদের ভোগ করতেই হবে : রাশেদ খান

১৩

ক্ষমা চাইলেন স্বাধীন খসরু 

১৪

স্বাধীনতাবিরোধীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত : আমিনুল হক

১৫

ঢাকায় উদযাপিত হলো রাশিয়ান পতাকা দিবস

১৬

একাদশে ভর্তিতে কোনো শিক্ষার্থী পায়নি ৩৭৮ কলেজ

১৭

৫০ হাজারে শ্লীলতাহানির রফাদফা করলেন সভাপতি-প্রধান শিক্ষক

১৮

কে বেশি টাকা দেয়, ফেসবুক নাকি ইউটিউব

১৯

অর্ধ বিলিয়ন জরিমানা থেকে রেহাই পেলেন ট্রাম্প

২০
X