কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের ওপর জার্মানির নিষেধাজ্ঞা আসছে!

জার্মানির ফেডারেল পার্লামেন্ট ও চ্যান্সেলর ফ্রেডরিখ মেরৎজ। ছবি : সংগৃহীত
জার্মানির ফেডারেল পার্লামেন্ট ও চ্যান্সেলর ফ্রেডরিখ মেরৎজ। ছবি : সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলা ও সামরিক অভিযানের কারণে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। এরই প্রেক্ষিতে জার্মানি ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছে। অক্টোবর মাসে ডেনমার্কের কোপেনহেগেনে ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই সম্মেলনের আগে বার্লিন তাদের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মেরৎজ, যিনি বর্তমানে স্পেন সফরে রয়েছেন, স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে জার্মান সরকার ইতোমধ্যেই বিষয়টি উচ্চপর্যায়ে আলোচনা শুরু করেছে। তিনি বলেন, ‘খুব শিগগিরই আমরা জার্মান সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো। বর্তমানে বিষয়টি ইউরোপীয় পর্যায়ে আলোচনার টেবিলে রয়েছে।’

চ্যান্সেলর আরও জানান, আগামী সপ্তাহে জার্মান মন্ত্রিসভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। মেরৎজ আশাবাদ ব্যক্ত করেন, ১ অক্টোবর কোপেনহেগেনে অনুষ্ঠিতব্য ইউরোপীয় ইউনিয়নের অনানুষ্ঠানিক বৈঠকে জার্মানি তাদের অবস্থান প্রকাশ করতে সক্ষম হবে।

ইউরোপীয় কমিশন ইতোমধ্যেই কঠোর অবস্থান নিয়েছে। গাজা যুদ্ধ ও ফিলিস্তিনে চলমান মানবিক সংকটকে কেন্দ্র করে তারা ইসরায়েলের সঙ্গে বিদ্যমান বাণিজ্যচুক্তি স্থগিত করার প্রস্তাব দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এই প্রস্তাব কার্যকর হলে ইসরায়েলের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নের বাজারেই তাদের প্রায় ৬.৮৭ বিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের ভেতরে এ বিষয়ে ভিন্নমত রয়েছে। স্পেন, আয়ারল্যান্ড ও বেলজিয়াম গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের সমালোচনায় সরব, তারা কঠোর পদক্ষেপের পক্ষে। অন্যদিকে হাঙ্গেরি ও চেক প্রজাতন্ত্র ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে নিষেধাজ্ঞার বিরোধিতা করছে।

বিশ্লেষকেরা মনে করেন, জার্মানির অবস্থান পরিবর্তন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের কারণে বার্লিন সবসময় ইসরায়েলের প্রতি এক ধরনের রাজনৈতিক ও নৈতিক দায়বদ্ধতা অনুভব করেছে। এই কারণেই এতদিন তারা তুলনামূলক নরম অবস্থান বজায় রেখেছে। কিন্তু গাজায় সাধারণ মানুষের মৃত্যুর সংখ্যা বাড়ায় এবং মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার নেয়ায় জার্মানির অভ্যন্তরে রাজনৈতিক চাপ বেড়েছে। বিরোধী দলসহ নাগরিক সমাজ সরকারকে কঠোর অবস্থান নেওয়ার জন্য চাপ দিচ্ছে।

বিশ্লেষকদের মতে, জার্মানি যদি নিষেধাজ্ঞার পথে যায়, তাহলে এটি ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত প্রক্রিয়ায় বড় ধরনের প্রভাব ফেলবে। কারণ জার্মানি ইইউর সবচেয়ে শক্তিশালী অর্থনীতি এবং রাজনৈতিকভাবে অন্যতম প্রভাবশালী দেশ। এর ফলে অন্য সদস্য রাষ্ট্রগুলোও নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিতে উৎসাহিত হতে পারে।

অন্যদিকে, ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের কূটনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক জার্মানির জন্য এই সিদ্ধান্তকে সহজ করছে না। বিশেষজ্ঞরা মনে করেন, এটি ইউরোপ ও ইসরায়েলের মধ্যে নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারে, যা অর্থনৈতিক ও কৌশলগত উভয় ক্ষেত্রেই গভীর প্রভাব ফেলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দুর্গাপূজা আমাদের সংস্কৃতি, সম্প্রীতি ও মিলনমেলার এক অনন্য উদাহরণ’

সিলেটের মাটিতে কোনো ধরনের অপরাধ হতে দেওয়া যাবে না : ডিসি সারওয়ার

ভারত-পাকিস্তান যুদ্ধ লাগলে পাল্টা হামলায় অংশ নেবে সৌদি আরব

শানাকার ঝড়ে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য

অভিযানের পর অ্যাম্বুলেন্স চালকদের ধর্মঘট, রোগীদের দুর্ভোগ

বজ্রপাতের বিশেষ সতর্কতা, সবচেয়ে বেশি ঝুঁকিতে যেসব জেলা

বিএনপির ৩১ দফা নিয়ে যুবদল নেতা মাহবুবের ভিন্নধর্মী প্রচারণা

দুর্গাপূজায় ড. অরূপরতন চৌধুরীর ‘দেবী দুর্গাবন্দনা’

বাংলাদেশিদের জন্য সহজেই খুলছে না দুবাইয়ের ভিসা

পাকিস্তানের সামনে আবারও সেই পাইক্রফট

১০

খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি

১১

কেশবপুরে কোনো চাঁদাবাজি, দখলদারি চলবে না : শ্রাবণ

১২

জেন-জি বিক্ষোভে গুলি ছুড়ল কারা, ষড়যন্ত্রের অভিযোগ কে পি শর্মা অলির

১৩

ভারত ম্যাচের আগে আবারও সংবাদ সম্মেলন বয়কট পাকিস্তানের

১৪

সহজেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনবে যে ৫ খাবার

১৫

লঙ্কানদের ঝড়ো শুরুর পর বাংলাদেশের তিন আঘাত

১৬

সুন্দরবনে ভ্রমণে এসে বিদেশি নারী পর্যটকের মৃত্যু

১৭

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে কাজের সুযোগ, আবেদন যেভাবে

১৮

বিএনপির কাছে সব ধর্মই নিরাপদ : অ্যাডভোকেট সালাম

১৯

যেভাবে জাপানিদের মতো শত বছর বাঁচতে পারেন আপনিও

২০
X