কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ১১:০৩ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

মাছ-মাংস না থাকায় কনেপক্ষকে মারধর, ভেঙে গেল বিয়ে

বিয়েবাড়িতে দুপক্ষের মারামারি। ছবি : সংগৃহীত
বিয়েবাড়িতে দুপক্ষের মারামারি। ছবি : সংগৃহীত

বিয়েবাড়ি মানে খাবারের থাকবে বাড়তি আয়োজন। যেখানে বরপক্ষকে করা হবে বিশেষ বাড়তি যত্ন। স্বাভাবিকভাবে বিয়েবাড়ি বললে হয়তো যে কারো মনে এমন কোনো চিত্র ভাসতে থাকবে। তবে বিয়েতে মাছ মাংস না থাকায় তা নিয়ে মারপিটের মতো ঘটনা হয়তো কেউ কল্পনা করতে পারেন না। অবিশ্বাস্য হলেও এবার ঘটেছে এমন ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমন একটি ঘটনা তুলে আনা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিয়েবাড়িতে বরপক্ষের জন্য পনির, পোলাওসহ অন্যান্য আয়োজনের কোনো কমতি রাখা হয়নি। তবে আয়োজন থেকে বাদ পড়েছে মাছ মাংস। এমনকি বিয়ের জন্য বরকে দেওয়া হয়েছে বড় অংকের যৌতুকও। তবে মাছ মাংস না থাকায় কনেপক্ষের লোকজনকে বেধড়ক পিটিয়েছে বরপক্ষ। কেবল তাই নয়, এসবের পর ভেঙে দেওয়া হয়েছে বিয়েও।

এনডিটিভি জানিয়েছে, বরপক্ষের লোকজন এতটাই ক্ষিপ্ত হয়েছেন যে তারা কনেপক্ষকে কিলঘুষি ও লাথি মারার পাশাপাশি লাঠি দিয়েও বেধড়ক মারধর করেন।এমনকি এরপর তারা বিয়ে ভেঙে বাড়ি ছেড়ে চলে যান।

এতসবের পর ঘটনা গিয়ে গড়ায় থানা পুলিশে। বরপক্ষের বিরুদ্ধে কনেপক্ষ লাঞ্ছনা ও যৌতুকের অভিযোগ দায়ের করেছে। গত বৃহস্পতিবার উত্তপ্রদেশের দেওরিয়া জেলার আনন্দনগর গ্রামে এমন ঘটনা ঘটেছে। ওইদিন অভিষেক শর্মা নামের এক তরুণের সঙ্গে আনন্দনগরের বাসিন্দা দীনেশ শর্মার মেয়ে সুষমার বিয়ের জন্য দিনক্ষণ পাকা করে সব আয়োজন সম্পন্ন করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনা অনুসারে ঠিকঠাক ছিল সবই। এমনকি বর কনের মধ্যে মালাবদলও হয়েছিল। এরপর বরকে জানানো হয় যে খাবারে কোনো আমিষ রাখা হয়।

কনের বাবার অভিযোগ, বিষয়টি জানার পরই বর এবং তার সাথে থাকা অন্যরা আমিষ না থাকায় অকথ্যভাষায় গালাগালি শুরু করেন। শুরুতে বিষয়টি নিয়ে তিনি আপত্তি জানালেও কয়েকজন কনের পরিবারের সদস্যকে লাঠি দিয়ে আঘাত এবং লাথি ও কিলঘুষি মারেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি কিলঘুষি চলছে। এক পর্যায়ে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। এমনকি চেয়ার ছোড়াছুড়ি মতো অবস্থাও দেখা যায়।

অভিযোগে বলা হয়েছে, বরকে যৌতুক হিসেবে ৫ লাখ রুপি যৌতুক হিসেবে দেওয়া হয়েছে। কনের বাবা জানান, বরকে গাড়ি কেনার জন্য সাড়ে চার লাখ রুপি দেওয়া হয়েছে। এছাড়া তিলক সেট ও দুটি সোনার আংটি কিনতে আরও টাকা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি মহাসচিবের যে আশ্বাসে সন্তুষ্ট আন্দোলনরত শিক্ষকরা

স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, অতঃপর...

প্রথম ম্যাচ জয়ের পর বাংলাদেশের স্কোয়াডে এলো পরিবর্তন

মাঝ সমুদ্রে বিস্ফোরণের পর এলএনজি ট্যাংকারে আগুন

হোয়াটসঅ্যাপে নাম-নম্বর গোপন রেখে করা যাবে চ্যাটিং, কবে আসছে এই সুবিধা?

জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি

জুলাই সনদ নিয়ে যা বলছেন শায়খ আহমাদুল্লাহ

১৭৬.৫ কিমিতে বল, শোয়েব আখতারের রেকর্ড কি ভেঙে ফেললেন স্টার্ক!

গোখরার ছোবলে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

‘বিএনপিকে গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না’

১০

মাছঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ড

১১

মানবেতর জীবন-যাপন করছেন ‘লোম মানব’ নামের একটি পরিবার

১২

নির্বাচন কমিশনের চিঠির ব্যাখ্যা দিল এনসিপি

১৩

চবিতে পোস্টার-লিফলেট জমা দিলেই মিলছে কলম

১৪

জুলাই সনদে স্বাক্ষর করল আরও এক দল

১৫

১৪ বছর পর মিরপুরে এমন কীর্তি করে দেখাল টাইগাররা

১৬

বাণিজ্য উপদেষ্টা / আগুন : ৩ দিন অতিরিক্ত ফ্লাইটের চার্জ মওকুফ

১৭

ইউরোপের ইরাসমাস কর্মসূচির জনক সোফিয়া কোরাদির মৃত্যু

১৮

জঙ্গলীয় কায়দায় চলছে ইসি : নাসীরুদ্দীন

১৯

দুই শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠানে যাচ্ছিলেন শিক্ষক, পথে গেল প্রাণ

২০
X