আরব সাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ আজ বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ৮টার মধ্যে ভারত ও পাকিস্তান উপকূলে আঘাত হানতে পারে। আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ।
দুই দেশই ঘূর্ণিঝড়ের জেরে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি রোধে আগাম প্রস্তুতি নিয়েছে। ভারত ইতোমধ্যে গুজরাট উপকূল থেকে ৭৪ হাজার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়েছে। এ ছাড়া রাজ্যের বিভিন্ন স্থানে অরেঞ্জ ও ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে।
ভারতীয় আবহাওয়া বিভাগ বলছে, বর্তমানে ঘূর্ণিঝড় বিপর্যয় গুজরাট উপকূল থেকে ২০০ কিলোমিটার এবং পাকিস্তানের করাচি থেকে ৩১০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি আজ বিকেল ৪টা থেকে রাত ৮টার মধ্যে ভারতের গুজরাটের কুচ, সৌরাষ্ট্র জেলা এবং জাখাউ বন্দরের পার্শ্ববর্তী মান্ডভি ও পাকস্তানের করাচির মধ্যবর্তী উপকূল অতিক্রম করবে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার থাকতে পারে। তবে বিকেলে বাতাসের গতিবেগ বাড়তে পারে।
ঘূর্ণিঝড় বিপর্যয় উপকূলের দিকে এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের মাত্রাও বাড়তে পারে। ভারতীয় আবহাওয়া বিভাগ বলছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে কুচ, দেবভূমি দ্বারকা ও জামনগর জেলায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে।
এ ছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে কুচ, দেবভূমি দ্বারকা, পোরবন্দর, জামনগর ও মোরবি জেলায় জলোচ্ছ্বাস নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানার সময় এসব জেলার নিচু এলাকা প্লাবিত হতে পারে। পাকিস্তানের ঠাট্টা ও সুজাওয়ালেও বেশ কিছু নিচু বসতি প্লাবিত হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
ক্ষয়ক্ষতি রোধে ব্যাপক প্রস্তুতি
ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুতির অংশ হিসেবে গুজরাটের উপকূলীয় ও নিচু এলাকা থেকে ৭৪ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এ ছাড়া রাজ্যের বিভিন্ন স্থানে কমলা ও হলুদ অ্যালার্ট জারি করা হয়েছে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের (এনডিআরএফ) ১৮টি টিম, এসডিআরএফের ১২টি টিম, স্টেট রোড অ্যান্ড বিল্ডিং ডিপার্টমেন্টের ১১৫টি এবং স্টেট ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের ৩৯৭টি টিম উপকূলীয় অঞ্চলে মোতায়েন করা হয়েছে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রেলওয়ের (পশ্চিমাঞ্চল) ৭৬টি ট্রেনযাত্রা বাতিল করা হয়েছে। গুজরাটে দুটি বিখ্যাত মন্দিরে কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া ঘূর্ণিঝড় সম্পর্কিত উদ্ধারকাজ পরিচালনা নিয়ে পৃথক পর্যালোচনা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অন্যদিকে পাকিস্তানের উপকূলীয় এলাকা থেকে কমপক্ষে ৬৭ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন সিন্ধ প্রদেশের মন্ত্রী সার্জিল মেনন। এ ছাড়া দেশটির উপকূলীয় এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সূত্র : এনডিটিভি, হিন্দুস্তান টাইমস ও দ্য ডন।
মন্তব্য করুন