কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৫, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

‘অপারেশন সিঁদুরের’ পর সামরিক বাজেট বিপুল বাড়াচ্ছে ভারত

ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা। ছবি : সংগৃহীত
ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা। ছবি : সংগৃহীত

‘অপারেশন সিঁদুরের’ পর সামরিক বাজেট বাড়াচ্ছে ভারত। দেশটির সরকারি সূত্র জানিয়েছে, ভারতের প্রতিরক্ষা বাজেট আরও ৫০ হাজার কোটি বাড়ানো হচ্ছে।

শুক্রবার (১৬ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রতিরক্ষা বাজেটে ৫০ হাজার কোটি টাকা বৃদ্ধি পেতে চলেছে। এই অতিরিক্ত বরাদ্দ সম্পূরক বাজেটের মাধ্যমে দেওয়া হবে। এর মাধ্যমে মোট প্রতিরক্ষা বাজেট ৭ লাখ কোটি টাকার বেশি হবে।

এনডিটিভি জানিয়েছে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১ ফেব্রুয়ারি ২০২৫-২৬ সালের বাজেটে সশস্ত্র বাহিনীর জন্য রেকর্ড ৬.৮১ লাখ কোটি টাকা বরাদ্দ করেছিলেন। এই বছরের বাজেট গত ২০২৪-২৫ সালের ৬.২২ লাখ কোটি টাকার তুলনায় ৯.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সূত্র জানিয়েছে, বর্ধিত বাজেটের অনুমোদন সংসদের শীতকালীন অধিবেশনে চাওয়া হবে। এটি গবেষণা ও উন্নয়ন, অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের জন্য ব্যবহৃত হবে।

নরেন্দ্র মোদি প্রশাসন ২০১৪ সাল থেকে প্রতিরক্ষার ওপর বিশেষ জোর দিয়ে আসছে। ২০১৪-১৫ সালে বিজেপি সরকারের প্রথম বছরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য ২.২৯ লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। বর্তমান বরাদ্দ সকল মন্ত্রণালয়ের মধ্যে সর্বোচ্চ এবং মোট বাজেটের ১৩ শতাংশ।

ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি এবং (সম্ভাব্য) বর্ধিত বাজেট বরাদ্দ পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে আসছে। বিশেষ করে ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলা এবং ভারতের সামরিক প্রতিক্রিয়া ‘অপারেশন সিঁদুর’ পরিচালনার পর।

‘অপারেশন সিঁদুর’ ভারতীয় সামরিক বাহিনীর শক্তিশালী সমন্বয়কে তুলে ধরেছে। ভারতের কৌশলগত তীক্ষ্ণতার সঙ্গে ইসরায়েলের বিখ্যাত 'আয়রন ডোম'-এর সমতুল্য উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও এর মাধ্যমে প্রতীয়মান হয়েছে। এই নেটওয়ার্কের দেশীয় উপাদানগুলোর উপরও আলোকপাত করা হয়েছে, যার মধ্যে আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে।

এরপর থেকে সশস্ত্র বাহিনী ভার্গবাস্ত্র নামে একটি নতুন, কম খরচের, কাউন্টার-ড্রোন সিস্টেমের ‘হার্ড কিল’ মোডে পরীক্ষা করেছে। এই সিস্টেমে ব্যবহৃত মাইক্রো-রকেটগুলো চলতি সপ্তাহে ওড়িশার গোপালপুরে সিওয়ার্ড ফায়ারিং রেঞ্জে কঠোর পরীক্ষার মধ্য দিয়ে গেছে এবং পরীক্ষাটি সমস্ত উদ্দেশ্য পূরণ করেছে।

এনডিটিভি ভারতের সাবেক প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার বিজ্ঞানী এবং আকাশ ব্যবস্থার উন্নয়নকারী ড. প্রহ্লাদা রামারাওয়ের সঙ্গে কথা বলেছে। তিনি বলেন, আকাশের জন্য ভারতের ট্যাগলাইন হল ‘সারা আকাশ হামারা’, বা ‘পুরো আকাশ আমাদের’।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেন, দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এবং নিরাপত্তা বজায় রাখতে দেশীয় সামরিক সরঞ্জাম উৎপাদন দীর্ঘমেয়াদে একমাত্র টেকসই সমাধান। তিনি বলেন, যদি আমরা বিদেশ থেকে সামরিক সরঞ্জাম কিনি, তবে এর অর্থ হলো আমরা আমাদের নিরাপত্তা অন্য কারো হাতে ছেড়ে দিচ্ছি। এটি কখনও দীর্ঘমেয়াদি সমাধান হতে পারে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার মতো নেত্রী এ দেশে আর আসবেন না : শামা ওবায়েদ

যুবদল নেতাকে বহিষ্কার

সংকটকালে রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ শক্তির প্রয়োজন : রবিউল

আমি খালেদা জিয়ার একজন ভক্ত : উপদেষ্টা আসিফ নজরুল

চায়ের দোকানের জন্য বিএনপি নেতাকে হত্যা করে ‘শুটার মিশুক’!

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির সংঘর্ষ

পাবনা-১ ও ২ আসনের ভোট স্থগিতের সংবাদ সঠিক নয় : ইসি

কিশোরগঞ্জে আবাসিক হোটেলের লিফটে বরসহ আটকা ১০, ফায়ার সার্ভিসের উদ্ধার

বিএনপি ও জামায়াত সমর্থিত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ!

শরীয়তপুরে বিভিন্ন দল থেকে তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১০

নুরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল

১১

পরীক্ষার্থীর কান থেকে বের করা হলো ইলেকট্রনিক ডিভাইস, আটক ৫১

১২

যে কারণে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

১৩

১২০ বছর বয়সি বৃদ্ধার সঙ্গে নুরুদ্দিন আহাম্মেদ অপুর কুশল বিনিময়

১৪

অবশেষে জয়ের স্বাদ পেল নোয়াখালী

১৫

আধুনিক শরীয়তপুর গড়তে সবার দোয়া চাই : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৬

বিএনপির বিদ্রোহী প্রার্থীদের প্রতি নজরুল ইসলামের সতর্কতা

১৭

বগুড়ার জিয়াবাড়ি সাজছে নতুন রূপে

১৮

‘মুস্তাফিজের জায়গায় লিটন বা সৌম্য হলে কি একই সিদ্ধান্ত নিত বিসিসিআই?’

১৯

তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত : মির্জা ফখরুল

২০
X