কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৫, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ইতিহাস গড়লেন ভারতীয় লেখিকা বানু মুশতাক, জিতলেন বুকার পুরস্কার

ভারতীয় লেখিকা বানু মুশতাক। ছবি : সংগৃহীত
ভারতীয় লেখিকা বানু মুশতাক। ছবি : সংগৃহীত

ভারতীয় লেখিকা, আইনজীবী এবং সামাজিক কর্মী বানু মুশতাক ইতিহাস গড়েছেন। তিনি কানাড়া ভাষায় লেখা ছোটগল্প সংকলন হার্ট ল্যাম্পের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন। এ ভাষায় প্রথম বুকার পুরস্কার জিতেছেন তিনি।

বুধবার (২১ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ছোটগল্প সংকলন হার্ট ল্যাম্প নিয়ে কানাড়া ভাষায় লেখা প্রথম লেখক হিসেবে আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন বানু মুশতাক। এটি এই মর্যাদাপূর্ণ পুরস্কার জয়ী প্রথম ছোটগল্প সংকলন। বিচারকরা তার চরিত্রগুলোকে ‘বেঁচে থাকার এবং প্রতিরোধের আশ্চর্যজনক প্রতিকৃতি’ হিসেবে প্রশংসা করেছেন।

১৯৯০ থেকে ২০২৩ সালের মধ্যে মুশতাকের লেখা ১২টি ছোটগল্প নিয়ে গঠিত হার্ট ল্যাম্প দক্ষিণ ভারতের মুসলিম নারীদের জীবনের কষ্ট ও সংগ্রামকে গভীরভাবে তুলে ধরে। গল্পগুলো কনাড়া ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন দীপা ভাসথি। তিনিও মুশতাকের সঙ্গে ৫০,০০০ পাউন্ডের এ পুরস্কার ভাগ করে নেবেন।

প্রথম ভারতীয় অনুবাদক হিসেবে আন্তর্জাতিক বুকার জয়ী ভাসথি বলেন, তিনি আশা করেন এই জয় কানাড়া এবং অন্যান্য দক্ষিণ এশীয় ভাষায় আরও অনুবাদকে উৎসাহিত করবে।

বানু মুশতাক কে? মুশতাক কর্ণাটকের একটি ছোট শহরে একটি মুসলিম পাড়ায় বেড়ে ওঠেন এবং তার চারপাশের অধিকাংশ মেয়েদের মতো স্কুলে উর্দু ভাষায় কোরআন অধ্যয়ন করেন। তার বাবা একজন সরকারি কর্মচারী ছিলেন। মাত্র আট বছর বয়সে তাকে একটি কনভেন্ট স্কুলে ভর্তি করেন তার বাবা। এ স্কুলে পড়াশোনার মাধ্যম ছিল রাজ্যের সরকারি ভাষা—কনাড়া।

মুশতাক কানাড়া ভাষায় সাবলীল হতে কঠোর পরিশ্রম করেন। এই অপরিচিত ভাষা পরে তার সাহিত্যিক অভিব্যক্তির মাধ্যম হয়ে ওঠে। তিনি স্কুলে থাকতেই লেখালেখি শুরু করেন এবং তার সমবয়সীরা যখন বিয়ে করে সংসার শুরু করছিলেন, তখন তিনি কলেজে পড়তে যান।

তার প্রথম ছোটগল্প প্রকাশিত হয় তার জীবনের একটি বিশেষ চ্যালেঞ্জিং সময়ে। ২৬ বছর বয়সে নিজের পছন্দের একজনকে বিয়ে করার পর, তার প্রথম গল্প একটি স্থানীয় ম্যাগাজিনে প্রকাশিত হয়। কিন্তু তার প্রাথমিক বিবাহিত জীবনে অনেক কঠিন সময় পার করতে হয়েছে।

ভোগ ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি সবসময় লিখতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে প্রেমের বিয়ের পর আমাকে বোরকা পরতে এবং গৃহস্থালির কাজে নিজেকে নিয়োজিত করতে বলা হয়।

দ্য উইক ম্যাগাজিনের আরেক সাক্ষাৎকারে তিনি বলেন, তাকে কীভাবে ঘরের চার দেয়ালের মধ্যে জীবনযাপন করতে বাধ্য করা হয়েছিল। তারপর, একটি চাঞ্চল্যকর প্রতিরোধের কাজ তাকে মুক্ত করে।

তিনি বলেন, একবার হতাশার মধ্যে আমি নিজের ওপর পেট্রল ঢেলে আগুন ধরানোর ইচ্ছা করেছিলাম। সৌভাগ্যবশত, আমার স্বামী সময়মতো বুঝতে পেরে আমাকে জড়িয়ে ধরেন এবং ম্যাচবাক্সটি কেড়ে নেন। তিনি আমার পায়ের কাছে আমাদের শিশুকে রেখে অনুরোধ করেন, ‘আমাদের ছেড়ে যেও না।

তার ক্যারিয়ারে তিনি কর্ণাটক সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার এবং দানা চিন্তামণি আত্তিমাব্বে পুরস্কারসহ অসংখ্য স্থানীয় ও জাতীয় পুরস্কার জিতেছেন। ২০২৪ সালে, ১৯৯০ থেকে ২০১২ সালের মধ্যে প্রকাশিত তার ৫টি ছোটগল্প সংকলনের ইংরেজি অনুবাদ হাসিনা অ্যান্ড আদার স্টোরিজ পেন ট্রান্সলেশন পুরস্কার জিতেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের গলফ ক্লাবের আকাশে অনধিকার প্রবেশ, তারপর...

যশোরে বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

‘জামায়াত ক্ষমতায় এলে জুলাই শহীদদের জাতীয় মর্যাদা দেওয়া হবে’

শুধু মানুষ নয়, পশুপাখিও চিন্তা করে যুক্তি দিয়ে

শাহবাগে দেশের ইতিহাসে সবচেয়ে বড় ‘রাজনৈতিক মব’ হয়েছিল

আবারও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলি বিমানবন্দর বন্ধ

‘বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে’

দায়িত্ব পালন করতে গিয়ে দগ্ধ রোমের দুই পুলিশ

এক দেয়াল ও ১৪ দরজা-জানালা রং করতে ৬৫৮ মিস্ত্রি!

এনসিসি জাতীয় কোনো ধারণার সঙ্গে একমত হইনি : সালাহউদ্দিন

১০

সাদিয়ার স্বপ্ন পূরণে পাশে পারভেজ মল্লিক

১১

‘জনগণই সিদ্ধান্ত নেবে আগামীতে কাদের সেবা করার সুযোগ দেবে’

১২

শহীদ শিশু রিয়া গোপ হত্যার বিচারের আশ্বাস সমাজকল্যাণ উপদেষ্টার

১৩

পাঠ্যপুস্তকে ভুল সংশোধনে শিক্ষকদের পরামর্শ চাইল শিক্ষা মন্ত্রণালয়

১৪

ঢাবির হল থেকে ছাত্রলীগ নেতা আটক 

১৫

বিএনপি নেতা প্রকৌশলী সেলিমের নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ

১৬

মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

১৭

শেষ ওয়ানডের আগে শঙ্কায় শান্ত

১৮

তারা কেমন পিআর পদ্ধতি চায়, প্রশ্ন নজরুল ইসলামের

১৯

হাসিনার স্বজনরা গ্রেপ্তার না হওয়ার কারণ জানালেন আলাল

২০
X