বৃষ্টিতে শতবর্ষের রেকর্ড ভেঙেছে ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাই। রাজ্যে চলতি বছরের মে মাসে ১০৭ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিকস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) তথ্য অনুযায়ী, কোলাবা আবহাওয়া কেন্দ্র সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩৫.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি ‘খুব ভারি বৃষ্টি’ (১১৫.৬ মিমি-২০৪.৪ মিমি) হিসেবে শ্রেণিবদ্ধ। অন্যদিকে, শহরতলির সান্তাক্রুজ আবহাওয়া কেন্দ্রে ৩৩.৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কোলাবা মে মাসের সর্বকালের বৃষ্টিপাতের রেকর্ডও ভেঙেছে। এ পর্যন্ত রাজ্যে ২৯৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা ১৯১৮ সালের মে মাসে রেকর্ড করা ২৭৯.৪ মিলিমিটারকে ছাড়িয়ে গেছে। এর আগে ২০২১ সালের মে মাসে তৌক্তে ঘূর্ণিঝড়ের সময়ও কোলাবায় ২৫৭.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।
মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ সোমবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত নরিমান পয়েন্ট ফায়ার স্টেশনে সর্বোচ্চ ১০৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এরপরে রয়েছে এ ওয়ার্ড অফিস (৮৬ মিমি), কোলাবা পাম্পিং স্টেশন (৮৩ মিমি), মিউনিসিপাল হেড অফিস (৮০ মিমি), কোলাবা ফায়ার স্টেশন (৭৭ মিমি), গ্রান্ট রোড আই হসপিটাল (৬৭ মিমি), মেমনওয়াড়া ফায়ার স্টেশন (৬৫ মিমি), মালাবার হিল (৬৩ মিমি), এবং ডি ওয়ার্ড (৬১ মিমি)।
পূর্ব শহরতলিতে, মানখুর্দ ফায়ার স্টেশন এবং এমপিএস স্কুলে ১৬ মিলিমিটার, নূতন বিদ্যা মন্দিরে ১৪ মিলিমিটার এবং কালেক্টর কলোনিতে ১৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। পশ্চিম শহরতলিতে, সুপারি ট্যাংক, গজদরবাঁধ স্টর্ম ওয়াটার পাম্প স্টেশন এবং খার দান্দায় ২৯ মিলিমিটার; এসডব্লিউএম ওয়ার্কশপ, এইচই ওয়ার্ড অফিস এবং ভিলে পার্লে ফায়ার স্টেশনে ২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন