কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

কিউআর কোড স্ক্যান করলেই উধাও টাকা

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

প্রযুক্তির কল্যাণে সহজ হয়ে গেছে মানুষের জীবনযাপন। অনলাইনে কেনাবেচা থেকে শুরু করে হোম ডেলিভারির মতো নতুন সুবিধা এনেছে প্রযুক্তি। এরমাধ্যমে দূর হয়েছে কাউন্টারে সিরিয়াল দিয়ে টাকা পরিশোধের মতো বাড়তি ঝামেলাও। যুক্ত হয়েছে স্ক্যান কোডসহ মোবাইল ব্যাংকিংয়ের নানা সুবিধা। তবে এ প্রযুক্তিও অনেকের জন্য কখনও কখনও কাল হয়ে দাঁড়িয়েছে। কিউআর কোড স্ক্যান করলেই উধাও হয়ে যাচ্ছে টাকা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে এক প্রতিবেদনে বলা হয়েছে, নামিদামী গহনার মডেলের পাশেই দেওয়া হয়েছে কিউআর কোড। আর তাতেই নাকি রয়েছে মূল্যের ছাড়ের বিস্তারিত। আবার কোথাও দেওয়া হয়েছে নামিদামী গায়কের গানের খবর। আর সাথে দেওয়া হয়েছে কিউআর কোড। তা থেকেই মিলবে অনুষ্ঠানের টিকিট। এভাবে করে অফারের কথা বলা হলেও এর আড়ালে অন্য খবর বেরিয়ে এসেছে। স্ক্যানের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। আবার কখনো হাতিয়ে নেওয়া হচ্ছে ব্যক্তিগত তথ্য। ঢুকে পড়ছেন সাইবার প্রতারকেরা।

পুলিশ জানিয়েছে, বিজ্ঞাপনের এমন ধরন নিয়ে চিন্তিত তারা। বিষয়টি নিয়ে তারা অভিযোগও পেয়েছেন। বিভিন্ন এলাকায় এমন ঘটনা ঘটছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে এ ধরনের অভিযোগ সবচেয়ে বেশি পড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বিধাননগর।

অভিযোগকারীদের দাবি, রাস্তার পাশে লাগানো বিজ্ঞাপনী হোর্ডিং দেখে মোবাইলে কিউআর স্ক্যান করেছিলেন তারা। এরপর তাদের ব্যাংক অ্যাকাউন্ট কারো আড়াই লাখ আবার কারো খোয়া গেছে পাঁচ লাখ টাকার বেশি। এখানেই শেষ নয়, এভাবে স্ক্যান করে অনেকে পড়েছেন ঋণের খপ্পরে। নিজের অজান্তেই চালু হয়ে গিয়েছে ঋণ। কিস্তির জন্য ব্যাংক থেকে চিঠি পেয়ে বিষয়টি আচ করতে পেরেছেন তারা।

তদন্তে জানা যায়, বাড়ির বিজ্ঞাপর দেখে কিউআর কোড স্ক্যান করেছিলেন এক ব্যক্তি। আর তাতেই তার নামে বাড়ি কেনার জন্য ঋণের আবেদন জমা পড়েছে।

এক কলেজছাত্রী জানান, প্রসাধনী সামগ্রীর বিজ্ঞাপন দেখে তিনি কিউআর কোড স্ক্যান করছিলেন তিনি। এরপর তার ফোন অকেজো হয়ে যায়। তরুণী বলেন, ফোনে কোনো কাজ করা যাচ্ছিল না। মনে হচ্ছিল যে আমার ফোন অন্যকেউ পরিচালনা করছে। এরপর আমার সোশ্যাল মিডিয়ার দুটি অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়।

ডায়মন্ড হারবার রোডের এক বাসিন্দার অভিযোগ, হঠাৎ করে আমার অ্যকাউন্ট থেকে পাঁচ দফায় আড়াই লাখ টাকা কেটে নেওয়া হয়েছে। বিষয়টি আমি পুলিশে জানায়। পরে পুলিশের পক্ষ থেকে কোনো কিউআর কোড স্ক্যান করেছি কিনা জানতে চাওয়া হয়। কিউআর কোড থেকেই এমনটা ঘটেছে বলেও জানিয়েছে তারা।

কলকাতা পুলিশ জানিয়েছে, প্রতারণা থেকে জনগণকে সতর্ক করতে প্রচারের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পুলিশের সাইবার শাখার এক কর্মকর্তা জানান, বিজ্ঞাপন সংস্থাগুলোকে ডেকে কথা বলা হচ্ছে। বড় বড় বিজ্ঞাপন এজেন্সিগুলোর তালিকা করা হচ্ছে। তাদের সঙ্গে বিজ্ঞাপনের জন্য গত কয়েক মাসে কারা যোগাযোগ করেছে তা খতিয়ে দেখা হবে। প্রতারণার এ ধরন একেবারে অভিনব।

সাইবার গবেষক বিতনু দত্ত বলেন, কিউআর কোড স্ক্যান মানেই সব বেহাত বা প্রতারিত হলাম এমন নয়। তবে এক্ষেত্রে কিউআর কোডের মাধ্যমে একটি লিংক দেওয়া হয়। সেখানে সন্দেহজনক কিছু মনে হলে আর আগানো উচিত নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানক্ষেতে মিলল গলাকাটা বিবস্ত্র মরদেহ, পুড়িয়ে দেওয়া হয়েছে মুখ

বিশ্বকাপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে যে দলকে চায় ভারত

সাগরে লঘুচাপ, নৌকা ও ট্রলারকে গভীর সাগরে যেতে মানা

ভিটামিনের ঘাটতি মেটাতে শীতে কয়টা ডিম খাবেন

পাগলা শিয়ালের তাণ্ডব : শিশুসহ আহত ২০

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন

এবার তিশার বিরুদ্ধে মামলা হচ্ছে

আইটেম গানে শাকিবের নায়িকা, সমালোচনার কড়া জবাব

বিপিএল: বিদেশি লেগস্পিনারকে দলে ভেড়াল চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের ৩ প্রবেশপথ অবরোধ

১০

এক লাফে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে উঠে এলো ঢাকা

১১

পেছাতে পারে জকসু নির্বাচন, প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

১২

রশির সূত্র ধরে যেভাবে বেরিয়ে এলো শিশু জায়ান হত্যার রহস্য

১৩

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের তুমুল সংঘর্ষে আহত ২৭

১৪

ভূমিকম্পপ্রবণ ঢাকা হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় শহর

১৫

তপশিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে : সিইসি

১৬

জামায়াতের মনোনয়ন পেলেন আলোচিত ড. ফয়জুল হক

১৭

তৌসিফের নায়িকা মিস ওয়ার্ল্ড নীলা, পর্দায় আসছে নতুন জুটি

১৮

এবার নিজেকে ‘গার্ডিয়ান অব চিটাগাং’ ঘোষণা শাহজাহান চৌধুরীর

১৯

বার্সাকে উড়িয়ে দিল চেলসি, লেভারকুসেনে ‘স্তব্ধ’ সিটি

২০
X