কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি বর্বরতা সব জায়গায় লাশের গন্ধ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলের বর্বরতা হামলায় মানবিক দৃষ্টিকোণ থেকে একটি নৈতিক সংকট তৈরি হয়েছে, যেখানে সাধারণ মানুষের জীবন ও মৃত্যুর মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়েছে। আন্তর্জাতিক সমাজের কাছে এটি একটি চ্যালেঞ্জ, যা মানবাধিকার ও মানবিক সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরছে।

এ বিষয়ে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থার (ইউএনআরডব্লিউএ) প্রধান ফিলিপ লাজারিনি গাজার মানবিক পরিস্থিতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি বলেন, গাজায় চলমান সহিংসতার মধ্যে আটকে পড়া ফিলিস্তিনিদের সহায়তার জন্য জরুরিভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানান।

লাজারিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ইউএনআরডব্লিউএ’র কর্মীরা যুদ্ধবিধ্বস্ত এলাকায় খাদ্য, পানি ও ওষুধ সরবরাহ করতে পারছেন না।

তিনি বলেন, ‘সব জায়গায় লাশের গন্ধ। রাস্তায় এবং ধ্বংসস্তূপের মধ্যে মরদেহ পড়ে আছে। এগুলো সরাতে কিংবা মানবিক সহায়তার কার্যক্রম চালাতে দেওয়া হচ্ছে না।’ এ অবস্থার মধ্যে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে।

‘যুদ্ধবিরতি কার্যকর না হলে আমরা এ সংকটের বিপর্যয় ঠেকাতে পারব না।’ উল্লেখ করে লাজারিনি বিশেষ করে আশ্রয়প্রার্থীদের নিরাপদে সরে যাওয়ার জন্য অন্তত কয়েক ঘণ্টার জন্য যুদ্ধবিরতির আহ্বান করেন।

এদিকে গাজার পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে। সেখানে ইসরায়েলি বাহিনীর হামলা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এ অঞ্চলে এমন কোনো স্থান নেই যেখানে দখলদার বাহিনী হামলা চালায়নি। গাজার স্কুল, হাসপাতাল, আবাসিক ভবন ও মসজিদ সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ১১৫ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ৪৮৭ জন আহত হয়েছে। এ সংখ্যা অত্যন্ত উদ্বেগজনক এবং প্রতিদিনই বেড়ে চলেছে।

বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠন ও রাজনৈতিক বিশ্লেষকরা এ সংঘাতের তীব্রতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সতর্ক করেছেন, গাজার মানুষের মৌলিক মানবাধিকার মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে।

কিছু মানবিক সংস্থা ইতোমধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা গাজার পরিস্থিতির দিকে নজর রাখে এবং ফিলিস্তিনিদের জন্য সহায়তা প্রদানের পথ খুঁজে বের করে।

লাজারিনি আরও বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি কীভাবে এ সংকট মানবিক বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে। আমাদের জরুরি ভিত্তিতে সহায়তা দিতে হবে এবং যুদ্ধবিরতি কার্যকর করতে হবে।’ এ বিপর্যয়ের মোকাবিলায় মানবতার জন্য এক ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।

গাজার এ করুণ পরিস্থিতি বিশ্ববাসীকে একটি মানবিক সংকটের মুখোমুখি দাঁড় করেন তিনি বলেন, ‘এখনই সময়, আমাদের মানবতার জন্য একত্রিত হতে হবে এবং ফিলিস্তিনিদের দুর্ভোগের দিকে নজর দিতে হবে।’

সূত্র : আল জাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অহিংস ও সাম্প্রদায়িক সম্প্রীতির শরীয়তপুর গড়ে তুলব : নুরুদ্দিন আহাম্মেদ অপু

বাবা হওয়ার পর মেহরাবের নতুন গানের ঘোষণা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

নির্বাচনের তপশিল নিয়ে সভা রোববার

পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হলেন ১২০ চিকিৎসক

ছেলেকে দেখার আকাঙ্ক্ষা নিয়েই চলে গেলেন গুম হওয়া ছাত্রদল নেতার বাবা

পূজা পরিষদ ও পূজা কমিটির মতবিনিময় / সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে এক মাস সেনা মোতায়েনসহ ৯ দাবি

‘এনসিপি সরকারে গেলে প্রাইভেট সেক্টরেও শুক্র-শনিবার ছুটি ঘোষণা করব’

নিজ ফ্ল্যাটেই মিলল নিখোঁজ স্কুল শিক্ষিকার লাশ

শিক্ষক সমাজই হচ্ছে একটি জাতির ভিত্তি : মান্নান

১০

কোন দেশের হাতে বিশ্বকাপ দেখতে চান গার্দিওলা?

১১

মহানবীকে নিয়ে কটূক্তি, জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার

১২

কড়াইলের দুর্গতদের পাশে আনসার-ভিডিপির ৯ দিনের মানবিক সেবা কার্যক্রম সমাপ্ত

১৩

স্টার্কের দাপটে ব্রিসবেনে হারের পথে ইংল্যান্ড

১৪

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ‘রোকেয়া রান’ অনুষ্ঠিত

১৫

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৬

ঢাবির ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি

১৭

বাংলাদেশে নির্বাচন নিয়ে যা বললেন জয়শঙ্কর

১৮

বাংলাদেশে আর কারও দাদাগিরি চলবে না : ডা. শফিকুর রহমান

১৯

যেভাবে এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রায় পরিণত হলো ভারতীয় রুপি

২০
X