রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১৬ এএম
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টায় গাজায় আরও ৪৮ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় বিধ্বস্ত জনপদ। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় বিধ্বস্ত জনপদ। ছবি : সংগৃহীত

গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এ হামলায় উপত্যকায় আরও ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় উপত্যকায় ৪৮ জন নিহত হয়েছেন। এ সময় ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও অন্তত ২০১ জন।

খান ইউনিসের আল নাসের হাসপাতালের পরিচালক আতিফ আল হাউত বলেন, গাজার সেফ জোন আল মাওয়াশিতেও আবারও বোমা হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অনেকে।

আলজাজিরার সংবাদিক জানান, এ হামলায় ইসরায়েল নারী ও শিশুদের পুড়িয়ে হত্যা করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৪৪ হাজার ৫৮০ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত এক লাখ ৫ হাজার ৭৩৯ জন। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার ১৩৯ জন নিহত হয়েছেন।

উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এক বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির অব্যাহত এ হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত ১৫ বছর সময় লাগবে। এজন্য প্রতিদিন ১০০টি লরি ব্যবহার করতে হবে।

জাতিসংঘের হিসাবমতে, গাজায় ভবন ধসে এ পর্যন্ত ৪২ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। এ ধ্বংসস্তূপগুলো যদি একসঙ্গে এক জায়গায় রাখা যায়, তাহলে তা মিসরের ১১টি গ্রেট পিরামিডের সমান হবে। এ ধ্বংসস্তূপ সরাতে ব্যয় হবে ৫০০ থেকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার কোটি টাকার বেশি)।

ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রামের হিসাব অনুসারে, গাজায় ১ লাখ ৩৭ হাজার ২৯৭টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা অঞ্চলটির মোট ভবনের অর্ধেকের বেশি। ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে এক-চতুর্থাংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এ ছাড়া এক-দশমাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক-তৃতীয়াংশ বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার জন্য ২৫০ থেকে ৫০০ হেক্টর জমির প্রয়োজন পড়বে

গাজাভিত্তিক জাতিসংঘের একজন কর্মকর্তা গার্ডিয়ানকে বলেন, ‘অবকাঠামোর যে পরিমাণ ক্ষতি করা হয়েছে, তা পাগলামির পর্যায়ে পড়ে... দক্ষিণ গাজার খান ইউনিসে একটি ভবনও নেই যেখানে ইসরায়েল হামলা চালায়নি।’

তিনি আরও বলেন, ‘প্রকৃত অর্থেই এ অঞ্চলের ভৌগোলিক চিত্র পরিবর্তিত হয়ে গেছে। যেখানে আগে পাহাড় ছিল না, এখন সেখানে পাহাড় হয়ে গেছে। দুই হাজার পাউন্ডের বোমাগুলো আক্ষরিক অর্থেই এ অঞ্চলের মানচিত্র বদলে দিয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকসু নির্বাচন : কত ভোট পেলো ছাত্রদলের ভিপি-জিএস?

বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন

লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ

জাতীয় প্রেসক্লাবে ফ্রি মেডিকেল ক্যাম্প ও হেলথ কার্ড বিতরণ

মাছধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৩ জেলে অগ্নিদগ্ধ

তেঁতুলিয়ায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের আহ্বান কফিল উদ্দিনের

চার দফা দাবিতে সড়কে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা

নেইমারের ফিটনেস নিয়ে আনচেলত্তির দাবি নাকচ করল সান্তোস

মাত্র ৩ টাকায় সুস্বাদু রসগোল্লা

১০

বিএনপি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অঙ্গীকারবদ্ধ : নীরব

১১

ইয়ামালের চোট নিয়ে ক্ষুব্ধ ফ্লিক, দায় চাপালেন স্পেনকে

১২

পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি ক্লোজড

১৩

নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমানের প্রার্থীকে জয়ী করতে হবে : সেলিমুজ্জামান

১৪

দেশেই ভ্যাকসিন উৎপাদনের প্লান্ট স্থাপনের পরিকল্পনা হয়েছে : ফরিদা আখতার

১৫

আনজুমান ট্রাস্ট এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের যাত্রা শুরু

১৬

বিএনপি কাজে বিশ্বাসী : ডা. জাহিদ

১৭

চট্টগ্রামের আরও ৩ ভেন্যুতে মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতা

১৮

এমবাপ্পের ম্যাজিকে দশজন নিয়েও জয়ের হাসি রিয়ালের

১৯

জাকসুর নবনির্বাচিত ভিপি জিতুর প্রতিক্রিয়া

২০
X