কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০৮:৫০ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মুক্ত তিন ইসরায়েলি পণবন্দির হাতে ‘গিফট ব্যাগ’, কী উপহার ছিল তাতে?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৫ মাস ধরে চলা সংঘাতের পর অবশেষে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী প্রথম ধাপে হামাসের হাতে জিম্মি থাকা ৩ ইসরায়েলি বেসামরিক নারী মুক্তি পেয়েছেন। তবে শুধু মুক্তি নয়, ঘরে ফেরা বন্দিদের হাতে একটি করে ‘উপহারের’ ব্যাগও তুলে দিয়েছেন হামাস যোদ্ধারা।

উপহারের ব্যাগ হাতে বন্দিদের সেই ছবি সংবাদমাধ্যমে প্রকাশ্যে আসতেই তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কী আছে ওই উপহারের ব্যাগে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

৪৭১ দিন হামাসের হাতে বন্দি থাকার পর অবশেষে ঘরে ফিরেছেন রোমি গনেন, এমিলি ডামারি ও ডোরন স্টেইনব্রিচার। গতকাল (রোববার) তাদের মুক্তি দিয়েছে হামাস। নির্ধারিত সময় থেকে তিন ঘণ্টা দেরিতে হামাসের পক্ষ থেকে বন্দিদের তুলে দেওয়া হয় রেডক্রসের হাতে।

সংবাদমাধ্যমে প্রচারিত লাইভ ভিডিওতে দেখা যায়, আনুষ্ঠানিক পরিবেশের মধ্যে হাসিমুখে তিন নারী একটি গাড়িতে উঠে বসছেন। চারপাশে বেশ কয়েকজন কমলা রঙের ভেস্ট পরিহিত রেডক্রসের কর্মী, নেকাবে মুখ ঢাকা হামাস যোদ্ধারা এবং বহু সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করছেন।

ভিডিওতে দেখা যায়, ওই তিন নারী গাড়িতে উঠে বসার পর গাড়ির জানালার পাশেই হামাসের সদস্যরা তিনটি স্মারক সনদে স্বাক্ষর করছেন। রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির (আইসিআরসি) সদস্যদেরও এই সনদে স্বাক্ষর করতে দেখা যায়। এরপর সনদগুলো মুক্তি পাওয়া তিন নারীর হাতে তুলে দেওয়া হয়।

সনদে আরবিতে বড় করে ‘মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে’ শব্দগুলো লেখা ছিল। ওই সনদ হাতে নিয়ে জিম্মিদের হাসিমুখে ছবি তুলতেও দেখা যায়। এরপর তাদের প্রত্যেকের হাতে একটি করে উপহারের ব্যাগও তুলে দেন হামাস সদস্যরা। হাস্যোজ্জ্বল চেহারায় তারা উপহারের ব্যাগ গ্রহণ করেন।

সম্পূর্ণ ঘটনার লাইভ সম্প্রচার করা হয়েছে তেল আভিভ প্রতিরক্ষা দপ্তরের বাইরে। সে সময় সবার নজরে পড়ে বন্দিদের হাতে হামাসের দেওয়া এই উপহারের ব্যাগ। কী আছে এই ব্যাগে তা নিয়ে তৈরি হয় চাঞ্চল্য। পরে ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো ওই ব্যাগে কী রয়েছে তা জানিয়েছে।

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বন্দি অবস্থায় থাকাকালীন পণবন্দিদের বিভিন্ন মুহূর্তের ছবি রয়েছে ওই উপহারের ব্যাগে। জানা যাচ্ছে, গাজার মাটিতে যে দীর্ঘ সময় তারা কাটিয়েছিলেন, তার মধ্যে ভালো মুহূর্তগুলো যাতে স্মরণীয় হয়ে থাকে তার জন্যই এ উদ্যোগ হামাসের। এছাড়াও গাজা উপত্যকার একটি মানচিত্রও ছিল ওই উপহারের ব্যাগে।

ভিডিওতে দেখা যায়, হামাসের দেওয়া উপহারের ব্যাগ এবং স্মারক সনদ হাতে নিয়ে হাসিমুখে ছবি তুলছেন মুক্তি পাওয়া জিম্মিরা। এ সময় ব্যাগ খুলে সংবাদিকদের দেখান তারা।

উপহার দেওয়া ও ছবি তোলার ঘটনা নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে হামাসের সশস্ত্র অঙ্গ সংগঠন এজেদ্দিন আল-কাসাম ব্রিগেড। ভিডিওটি দেখে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রশংসা করছেন অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মানবতাবিরোধী আসামি বিরত থাকলে এমন ঘটনা এড়ানো সম্ভব’

পাবিপ্রবি ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালিত

দিল্লির পদক্ষেপে নজর রাখছে ঢাকা

শেখ মুজিবকে নিয়ে পাকিস্তান সেনাবাহিনী এক্সে পোস্ট করেছে কি?

একুশে পদক পাচ্ছেন ১৪ ব্যক্তি ও নারী ফুটবল দল

দ্বিতীয় দিনেও জ্বলছে তোফায়েল আহমদের বাড়ি, চলছে লুটপাট 

ভারতে আবারও যুদ্ধবিমান বিধ্বস্ত

বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মচারীদের কী সুখবর দিলেন সিনিয়র সচিব

প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদদের স্মরণে জবি শিবিরের দোয়া মাহফিল

আন্তর্জাতিক গণমাধ্যমে ‘ধানমন্ডি ৩২’

১০

ইয়ামাহা শোরুম রুবেল এক্সপ্রেস পরিদর্শন করেছেন খুলনা টাইগার্সের খেলোয়াড়রা

১১

রাতে একসঙ্গে মদপান, সকালে ৩ জনের মৃত্যু

১২

শেখ হাসিনা ভারতে বসে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন : মেজর হাফিজ

১৩

ন্যাশনাল পিপলস যুব পার্টির ক্রীড়া সামগ্রী বিতরণ

১৪

ট্রাম্পের গাজা দখলের ঘোষণায় জামায়াতের নিন্দা

১৫

এই সময় শিশুদের স্বাস্থ্য সমস্যা ও করণীয়

১৬

হাসিনার মিথ্যা ও বানোয়াট বক্তব্যের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিবাদ

১৭

৩২ নম্বরে ভাঙচুরের কারণ জানাল সরকার

১৮

গাজায় দুর্ঘটনায় ইসরায়েলের দুই সেনা নিহত, আহত ৮

১৯

ভারতীয় হাইকমিশনারকে তলব

২০
X