কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
অ্যামনেস্টির মহাসচিব

‘গাজায় বর্বরতার মধ্যেই মুখোশ খুলে গেছে পশ্চিমাদের’

ধ্বংসস্তূপে গাজার শিশুটি চোখ দিয়ে যা দেখছে, বিশ্ব নেতারা তা দেখতে পাচ্ছেন কি? ছবি : সংগৃহীত
ধ্বংসস্তূপে গাজার শিশুটি চোখ দিয়ে যা দেখছে, বিশ্ব নেতারা তা দেখতে পাচ্ছেন কি? ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান নৃশংসতা এবং ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিমা বিশ্বের বিশ্বাসযোগ্যতা অনেক আগেই বিলীন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড।

শনিবার (৩১ মে) এক্সে দেওয়া এক পোস্টে তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সাম্প্রতিক এক মন্তব্যের জবাবে বলেন, সত্যি? বিশ্বাসযোগ্যতা তো ১৯ মাস আগেই হারিয়েছে— ইসরায়েলের গণহত্যায় পশ্চিমা বিশ্বের মদদ ও নিষ্ক্রিয়তার কারণেই। খবর আল জাজিরা।

ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁ সম্প্রতি বলেছিলেন, ইউক্রেন ও গাজার যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্ব তার বিশ্বাসযোগ্যতা হারাতে পারে। ক্যালামার্ডের মতে, এ বক্তব্য অতিমাত্রায় বিলম্বিত ও বাস্তবতা বিচ্যুত।

তিনি আরও বলেন, এখন কেবল কথায় কিছু হবে না— পশ্চিমার বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে দরকার কঠোর ও কার্যকর পদক্ষেপ।

অ্যাগনেস ক্যালামার্ড পশ্চিমা বিশ্বের কাছে ছয়টি সুস্পষ্ট ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন, যা তাদের নৈতিক অবস্থান পুনরুদ্ধারে সহায়ক হতে পারে। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া এবং সেখানে সকল প্রকার অস্ত্র সরবরাহ—পরোক্ষ বা প্রত্যক্ষ—সম্পূর্ণ বন্ধ করা। ইউরোপীয় ইউনিয়ন-ইসরায়েল বাণিজ্য ও সহযোগিতা চুক্তি বাতিল করা।

এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া নির্দেশনা বাস্তবায়ন, যার মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা আরোপ ও বিনিয়োগ প্রত্যাহার। আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাগুলো কার্যকর করা। যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের—তাদের দ্বৈত নাগরিকত্ব থাকলেও—জাতীয় ও আন্তর্জাতিক আদালতে বিচারের আওতায় আনা। হামাসের হাতে আটক ব্যক্তিদের পাশাপাশি ইসরায়েলের বেআইনিভাবে আটক রাখা সকল ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া।

প্রসঙ্গত, গত বছর জাতিসংঘ-সমর্থিত আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক যুদ্ধমন্ত্রী ইয়াওভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ওই বছরের মে মাসে আইসিসি’র প্রধান কৌঁসুলি করিম খান এসব পরোয়ানার আবেদন করেছিলেন।

উল্লেখ্য, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৫৪ হাজার ৩৮১ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২৪ হাজার ৫৪ জন আহত হয়েছেন। পুরো উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। খাবার, পানি ও চিকিৎসা সেবার তীব্র সংকটের কারণে হাজারো মানুষ প্রতিদিনই মানবেতর জীবনযাপন করছে।

এই প্রেক্ষাপটেই অ্যামনেস্টির মহাসচিব বলেছেন, এই নিস্তব্ধতা, পক্ষপাত ও দ্বিমুখী নীতিই প্রমাণ করেছে— গাজায় বর্বরতার মধ্যেই পশ্চিমা মুখোশ খুলে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঢাকার যেসব এলাকায়

আজ বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী

খালেদা জিয়া সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের প্রতীক : কবীর ভূইয়া

দেশের মাটিতেই ক্যারিয়ারের ইতি টানতে চান সাকিব

মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায়

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে : বুলবুল

সময়মতো স্বাস্থ্যসেবা পাওয়া আমাদের মৌলিক অধিকার : মাসুদুজ্জামান

‎জকসু নির্বাচন / প্রার্থীদের ডোপটেস্ট আগামী ৯ ও ১০ ডিসেম্বর

১০

ডিসেম্বরের ৬ দিনে রেমিট্যান্স এলো ৬৩ কোটি ২০ লাখ ডলার 

১১

সালমান এফ রহমানসহ ৬ জনের ‎বিরুদ্ধে পৃথক তিন মামলা

১২

ডা. আসিবুলের বেতন বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না : আদালত

১৩

আইজিপির অপসারণ ও বিচার চাইলেন পিন্টুর স্ত্রী

১৪

নিবন্ধনহীন নারী রাষ্ট্রের চোখে অদৃশ্য : নারীর অধিকার সুরক্ষায় শতভাগ নিবন্ধন জরুরি

১৫

চট্টগ্রামে নিহত স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে ব্যারিস্টার মীর হেলাল

১৬

কালবেলার অনুসন্ধানে ধরা হানিট্র্যাপ চক্র, আটক ২

১৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ

১৮

দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি

১৯

‘দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে’

২০
X