ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নে এবার সরাসরি সমর্থনের কথা জানাল রাশিয়া। মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদি সংকটের সমাধানে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে ক্রেমলিন বলছে, এই স্বীকৃতি ইসরায়েল-ফিলিস্তিন সংকট নিরসনের পথে একটি কার্যকর ধাপ হতে পারে।
রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘রাশিয়া শুরু থেকেই দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পক্ষপাতি। আমরা ১৯৮৮ সালেই ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণাকে স্বীকৃতি দিয়েছিলাম।’
তিনি আরও বলেন, এই সংকটের শান্তিপূর্ণ সমাধান তখনই সম্ভব, যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো পূর্ণভাবে বাস্তবায়িত হবে।
রাশিয়ার এই অবস্থান এমন এক সময়ে এলো যখন ইউরোপজুড়ে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার দাবি জোরালো হচ্ছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।
একইসঙ্গে ব্রিটেনেও রাজনৈতিক চাপ ক্রমেই বাড়ছে। দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন ৯টি রাজনৈতিক দলের ২২০ এমপি। এ চিঠির স্বাক্ষরকারীদের অধিকাংশই লেবার পার্টির সদস্য এবং সংখ্যার দিক থেকে এটি ব্রিটিশ পার্লামেন্টের এক-তৃতীয়াংশের বেশি।
এমপিরা তাদের চিঠিতে যুক্তি দিয়েছেন- যুক্তরাজ্যের স্বীকৃতি বিশ্বকে ‘একটি শক্তিশালী বার্তা’ দেবে এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পথকে এগিয়ে নেবে।
ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে এই নতুন তরঙ্গ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন উত্তাপ যোগ করেছে। সময়ই বলে দেবে, এই স্বীকৃতিগুলোর মাধ্যমে দীর্ঘদিনের এই রক্তক্ষয়ী সংঘাতের বাস্তব সমাধান কতটা সম্ভব।
মন্তব্য করুন