ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার পর এবার গাজার ইন্দোনেশিয়ান হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি সেনারা। যুদ্ধট্যাংক ও অন্যানা সাঁজোয়া যান নিয়ে হাসপাতালের চারপাশে অবস্থান নিয়েছে তারা। সোমবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।
সোমবার সকাল থেকেই গাজার ইন্দোনেশিয়ান হাসপাতাল লক্ষ্য করে হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা। এরই মধ্যে ইসরায়েলি গোলার আঘাতে আট ফিলিস্তিনি নিহত এবং দুজন চিকিৎসক আহত হয়েছেন।
হাসপাতালের ভেতরে অবস্থানরত একটি সূত্রের বরাতে আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলি হামলায় হাসপাতালের মূল অপারেশন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অস্ত্রোপচার করার মতো আর কোনো উপায় নেই।
গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পাশেই কুয়েতের একটি স্কুল রয়েছে। শত শত ফিলিস্তিনি পরিবার আশ্রয় গ্রহণ করলেও সেখানে ট্যাংক থেকে গোলা হামলা করেছে ইসরায়েলি সেনারা।
অন্যদিকে আল-শিফা হাসপাতালে হামাস যোদ্ধাদের গোপন সুড়ঙ্গ রয়েছে, এমন দাবি করে বেশ কয়েক দিন ধরে হাসপাতালটি ঘিরে রেখেছে ইসরায়েলের সেনারা। যদিও হামাসের পক্ষ থেকে ইসরায়েলের এমন দাবি নাকচ করে দেওয়া হয়েছে।
ইসরায়েলি সেনাদের অবরোধের মধ্যে আল-শিফায় এখনো গুরুতর আহত ২৫০ জন রোগী অবস্থান করছেন। ইসরায়েল হাসপাতাল খালি করার নির্দেশ দিলেও তারা সেখান থেকে সরতে পারেননি। এ অবস্থায় তাদের জন্য কী পরিণতি অপেক্ষা করছে তা এখনো অজানা।
গত শনিবার ইসরায়েলি অবরোধের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে একটি পর্যবেক্ষক দল আল-শিফা হাসপাতাল পরিদর্শনে যায়। পরিদর্শন শেষে হাসপাতালকে ‘মৃত্যুপুরী’ বলে মন্তব্য করেছেন তারা।
মন্তব্য করুন