কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলের আরও তিন সার্জেন্ট নিহত

নিহত তিন ইসরায়েলি সার্জেন্ট। ছবি : সংগৃহীত।
নিহত তিন ইসরায়েলি সার্জেন্ট। ছবি : সংগৃহীত।

গাজায় আবারও হামলা শুরু করেছে ইসরায়েল। দুপক্ষের মধ্যকার এক সপ্তাহের যুদ্ধবিরতির পর চলতি সপ্তাহের শুরু থেকে আবার হামলা শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে গাজায় ইসরায়েলের আরও তিন সার্জেন্ট নিহত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গাজায় আরও তিনজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বোরবার হামাসের সঙ্গে যুদ্ধকালে তারা নিহত হন। তারা সবাই সার্জেন্ট পদমর্যাদার।

নিহত তিন সার্জেন্টের একজন হলেন মাজ নেরিয়া। ৩৬ বছর বয়সী এ সার্জেন্ট ইয়াভনের বাসিন্দা। তিনি ৫৫ ব্রিগেডের ৬৬৫৫ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। সেন্ট্রাল গাজায় হামাসের হামলায় তিনি নিহত হন।

এ হামলায় নিহত অপর ব্যক্তি হলেন প্রথম শ্রেণির সার্জেন্ট বেন জুসামান। ২২ বছর বয়সী এ সার্জেন্ট জেরুজালেমের রিজার্ভ ফোর্সের সেনা। তিনি কমব্যাট ইঞ্জিনিয়ারিং ক্রমসের ৪০১ ব্রিগেডের ৬০১ ব্যাটালিয়নে ছিলেন। গাজার উত্তরাঞ্চলে তিনি নিহত হয়েছেন।

হামাসের হামলায় নিহত অপর সেনা হলেন সার্জেন্ট বেনিয়ামিন ইয়োশা। তিনিও কমব্যাট ইঞ্জিনিয়ারিং ক্রমসের ৪০১ ব্রিগেডের ৬০১ ব্যাটালিয়নে ছিলেন।

এদিকে গাজার দক্ষিণাঞ্চলে স্থলঅভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা। রোববার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ঘোষণা করে- ইসরায়েল গাজা উপত্যকায় তাদের স্থল অভিযান প্রসারিত করছে।

আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাগারি রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, আইডিএফ পুনরায় পুরো গাজা উপত্যকাজুড়ে হামাসের ঘাঁটির বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে এবং এটি ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে। এ সময় হাগারি স্থল বাহিনী ও বিমানবাহিনীর পারস্পরিক সহায়তার গুরুত্বের ওপরও আলোকপাত করেন।

তিনি হামাসের সদর দপ্তর, অস্ত্র তৈরির জায়গা, টানেল এবং রকেট উৎক্ষেপণ এলাকার বিরুদ্ধে বিমান হামলা ও স্থল অভিযানের কথাও জানান।

আইডিএফের প্রধান দাবি করেন, ইসরায়েলের সেনারা গাজায় হামাসের একজন কমান্ডারকে হত্যা করেছে।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। রোববার গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক সংবাদমাধ্যম আলজাজিরাকে এ তথ্য জানান। তিনি আরও জানান, গাজা উপত্যকায় এখন ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন।

সাত দিনের অস্থায়ী যুদ্ধবিরতি শেষে গত শুক্রবার থেকে আবারও গাজায় নির্বিচার বোমা হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। এখন তারা গাজার দক্ষিণাঞ্চলে বিমান থেকে অনবরত বোমা ফেলছে। যুদ্ধের শুরুতে উত্তরাঞ্চলে হামলা চালিয়েছিল ইসরায়েলিরা। ওই সময় সাধারণ মানুষকে দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

তারা বলেছিল, গাজার দক্ষিণাঞ্চলে চলে গেলে নিরাপদ থাকা যাবে। তবে এখন এই দক্ষিণাঞ্চলেই হামলা চালানো শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এতে সাধারণ মানুষের ব্যাপক প্রাণহানি হচ্ছে। গাজায় সাধারণ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল যেসব বোমা ব্যবহার করছে সেগুলো তাদের সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন মাসে মোবাইল উদ্ধার ১০৮, টাকা ফেরত সাড়ে ৩ লাখ

এইচএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার, জানা যাবে যেভাবে

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের হানা, ৭ দালালের দণ্ড

রাফা ক্রসিং খোলা হবে কি না, সিদ্ধান্ত জানাল ইসরায়েল

সন্তান ধারণে সমস্যার সমাধান খাবারেই

বিপিএল নিলামের তারিখ চূড়ান্ত, দলগুলোর জন্য আছে সুখবর

চাকসু নির্বাচন : নারী ভোটারদের উপস্থিতি নজরকাড়া

অভিযোগ আসছে ভোটারদের আঙুলের কালি মুছে যাচ্ছে : ছাত্রদলের ভিপি প্রার্থী

‘কীভাবে পরের সিরিজে ভালো করা যায় এটা নিয়ে ভাবছি’

১০

ছাত্রীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে চাই : সাইদ বিন হাবিব

১১

৩০ মিনিট দেরিতে শুরু হলো চাকসুর ভোট

১২

‘নির্বাচনে কারচুপি করলে কে গ্রহণ করবে’

১৩

ভোট দিয়ে শিক্ষার্থী বললেন, ‘ঈদের আনন্দ লাগছে’

১৪

বাংলাদেশে অভিবাসন ব্যবস্থাপনা শক্তিশালী করতে ‘অভিবাসন ম্যানুয়াল’ প্রকাশ করল আইওএম 

১৫

নিখোঁজের ১৫ দিন পর মরুভূমিতে মিলল সবুজের মরদেহ

১৬

মাইলস্টোনে নিহত পরিবারের পাশে থাকবেন তারেক রহমান : আমিনুল হক 

১৭

গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করতে চাই : ব্যারিস্টার অসীম

১৮

ইলিশ রক্ষা অভিযানে গিয়ে অস্ত্র খোয়ালেন আনসার সদস্য

১৯

ওয়ানডে র‌্যাংকিংয়ে সোবহানা-ফাহিমার উন্নতি

২০
X