রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১১:০৩ এএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

পদত্যাগ করতে যাচ্ছেন জাস্টিন ট্রুডো!

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছবি : সংগৃহীত
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছবি : সংগৃহীত

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দীর্ঘদিন ধরেই রাজনৈতিক চাপের মুখে ছিলেন এবং দেশের রাজনীতিতে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছেন। বিরোধীরা তো বটেই, তার নিজ দলের মধ্য থেকেও তার পদত্যাগের দাবি উঠেছে।

এমন পরিস্থিতিতে শোনা যাচ্ছে, তিনি সোমবার (৬ জানুয়ারি) পদত্যাগের ঘোষণা দিতে চলেছেন।

কানাডার প্রধান সংবাদমাধ্যম গ্লোব অ্যান্ড মেইল এর প্রতিবেদনে বলা হয়েছে, বেশকিছু সূত্রের বরাতে ট্রুডো সোমবারের মধ্যে তার পদত্যাগের কথা ঘোষণা করতে পারেন। বার্তাসংস্থা রয়টার্সও এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্রগুলো জানিয়েছে, তারা পুরোপুরি নিশ্চিত না হলেও আশা করা হচ্ছে যে, ট্রুডো এই সপ্তাহের বুধবারের আগে তার পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করবেন, যখন প্রধান একটি জাতীয় ককাস বৈঠক অনুষ্ঠিত হবে।

কানাডার প্রধানমন্ত্রী অফিস এই বিষয়ে মন্তব্যের জন্য কোনো উত্তর দেয়নি, তবে সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রুডো এখনই তার পদত্যাগ করবেন নাকি নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন, তা এখনও স্পষ্ট নয়।

ট্রুডো ২০১৩ সালে কানাডার লিবারেল পার্টির নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তখন কানাডার লিবারেল দল ছিল গভীর সংকটে এবং প্রথমবারের মতো হাউস অব কমন্সে তৃতীয় স্থানে নেমে গিয়েছিল। তার নেতৃত্বে দলটি পুনরুজ্জীবিত হলেও, বর্তমান সময়ে ট্রুডোর জনপ্রিয়তা হ্রাস পেয়েছে এবং দলের মধ্যে তার প্রতি সমর্থনও কমেছে।

তবে ট্রুডোর সম্ভাব্য পদত্যাগের পর লিবারেল পার্টি রাজনৈতিক মঞ্চে স্থায়ী নেতৃত্ববিহীন অবস্থায় চলে যেতে পারে, বিশেষত যখন নির্বাচনের আগে জরিপগুলোও বলছে যে, আগামী অক্টোবরের নির্বাচনে লিবারেলরা রক্ষণশীলদের কাছে ব্যাপকভাবে পরাজিত হতে পারে। এর ফলে নতুন নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে।

এদিকে প্রধানমন্ত্রী ট্রুডো অর্থমন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্কের সঙ্গে আলোচনা করেছেন, যাতে তিনি অন্তর্বর্তীকালীন নেতা এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে ইচ্ছুক কিনা। এক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এভাবে, ট্রুডোর পদত্যাগের সিদ্ধান্ত কানাডার রাজনৈতিক পরিস্থিতিতে একটি বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে, যা লিবারেল পার্টির ভবিষ্যতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চতুর্মুখী আন্দোলনে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

হঠাৎ আলোচনায় জাপানের এক যুবরাজ, হতে যাচ্ছেন পরবর্তী সম্রাট!

রিজার্ভ কমে ৩০ বিলিয়ন ডলারে

গরুর মাংস রপ্তানিতে ভারতের রেকর্ড

চ্যাটজিপিটির মাধ্যমে যেভাবে ইংরেজিতে দক্ষ হবেন

চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী নারীর ক্ষতি হয়? যা বলছে হাদিস

ডাকসু নিয়ে বিপিএর জরিপ, কার জনপ্রিয়তা কত?

উমর ভাইয়ের পদকের প্রয়োজন নাই, পদকের ওনাকে প্রয়োজন : ফারুকী

বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ বিপুল গুলি উদ্ধার

১০

মাওলানা নোমানীর জানাজা থেকে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

১১

কিয়ামতের আগে ফোরাত নদীতে যে আলামত প্রকাশ পাবে

১২

কার হাতে ব্যালন ডি’অর দেখতে চান এমবাপ্পে, জানালেন নিজেই

১৩

জাপানের পরবর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে কে এগিয়ে?

১৪

এবার এশিয়া কাপের ট্রফি নিয়েই ফিরতে চান লিটন

১৫

পাসপোর্ট অধিদপ্তরে চাকরি, এসএসসি পাসেও আবেদন

১৬

ছাত্রদলের প্যানেলকে সমর্থন জানিয়ে সরে গেলেন ভিপি প্রার্থী

১৭

ওসমান হাদি দাবিতে ভিন্ন যুগলের ব্যক্তিগত মুহূর্তের ফুটেজ প্রচার

১৮

জ্বালানির ভুয়া বিলে কোটি টাকা আত্মসাত, ডিএসসিসিতে দুদকের অভিযান

১৯

৮ বছর পর ঠাকুরগাঁওয়ে বিএনপির সম্মেলন, পরিদর্শনে মির্জা ফখরুল

২০
X