বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০৫:১৯ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ
ইমরান খানের কারাদণ্ড

রায় ঘিরে প্রশ্ন তুলেছেন সাংবাদিক হামিদ মীর

ইমরান খান ও সাংবাদিক হামিদ মীর। ছবি : সংগৃহীত
ইমরান খান ও সাংবাদিক হামিদ মীর। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানকে তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। যা নিয়ে রীতিমতো তোলপার শুরু হয়েছে দেশটিতে।

এ রায় ঘিরে প্রশ্ন তুলেছেন দেশটির জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক ও প্রখ্যাত সাংবাদিক হামিদ মীর। তিনি বলেছেন, মামলার রায়টি অত্যন্ত তড়িঘড়ি করে ঘোষণা করা হয়েছে। কেন যেন মনে হচ্ছে বিচারক রায় আগেই লিখে রেখেছিলেন। অপেক্ষা করছিলেন আজকের সকালের!

দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। হামিদ মীর বলেন, তোশাখানা মামলাটি অত্যন্ত স্পষ্ট, তবে ট্রায়াল কোর্ট ও অতিরিক্ত জেলা দায়রা জজ হুমায়ুন দিলাওয়ার যেভাবে মামলাটি পরিচালনা করেছেন তা অনেক প্রশ্ন উত্থাপন করবে।

তিনি বলেন, ‘ইমরান খান ও তার আইনজীবীরা মামলাটি অন্য আদালতে স্থানান্তর করতে চেষ্টা করেছিলেন। কিন্তু মনে হচ্ছে বিচারক রায় আগেই লিখে রেখেছিলেন।’

হামিদ মীর আরও বলেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা হবে এবং ইমরান খানের পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার (৫ আগস্ট) দুপুরে তোশাখানা মামলায় তিন বছরের সাজা দেওয়ার পর পর ইমরান খানকে লাহোরের জামান পার্কের বাসভবন থেকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশ। সেই সঙ্গে আগামী পাঁচ বছরের জন্য তাকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়েছে।

দেশটির রাজধানী ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হুমায়ুন দিলাওয়ার সাবেক এই প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় উপহার তছরুপের মামলায় দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন। যদিও শুরু থেকে ইমরান খান তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

আরও পড়ুন : ইমরান খানের ৩ বছরের কারাদণ্ড

তোশাখানা মামলা

ইমরান খানের বিরুদ্ধে এই তোশাখানা দুর্নীতি মামলা দায়ের করে ইসিপি। মামলার অভিযোগে বলা হয়, প্রধানমন্ত্রী থাকাকালীন তোশাখানা থেকে প্রাপ্ত উপহারের তথ্য ইসিপির কাছে ইচ্ছে করে গোপন করেছেন ইমরান। সাধারণত বিদেশি সরকার বা রাষ্ট্রপ্রধানদের দেওয়া উপহার তোশাখানায় রাখা হয়। পরে এ মামলায় গত ১০ মে তাকে অভিযুক্ত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘শেষ ৪ মাসে আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি’

বুধবার সায়েন্সল্যাব-টেকনিক্যাল-তাঁতীবাজার অবরোধের ঘোষণা

যে কারণে স্বতন্ত্র নির্বাচন করছেন, জানালেন তাসনিম জারা

মাদ্রাসার টয়লেটে মিলল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি : ‘এক ইঞ্চিও পিছু হটব না’

কলকাতার হয়ে খেলা পেসারকেও ভিসা দিচ্ছে না ভারত

প্রার্থী-সমর্থকদের প্রতি যে আহ্বান জানাল জমিয়ত

‘হাঙর’ নিয়ে আসছেন নেপালি তারকা প্রমোদ আগ্রহারী

শতাধিক কর্মী-সমর্থক নিয়ে ছাত্রদলে এনসিপি নেতা

দেহরক্ষী ও বাসভবনে নিরাপত্তা পেলেন জামায়াতের আমির

১০

জকসুর প্রথম সভা অনুষ্ঠিত

১১

পৌষ সংক্রান্তিতে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

১২

ডিএনসিসিতে ‘ইয়ুথ ফর ফেয়ার সিটি’ প্ল্যাটফর্মের যাত্রা শুরু

১৩

নতুন প্রধান কোচ নিয়োগ দিল ম্যানইউ

১৪

খেজু‌রের রস খেতে গিয়ে শিয়ালের কামড়, আহত ৪

১৫

শান্তি, ঐক্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার রবিনের

১৬

অনিশ্চয়তার দোলাচলে শাকসু নির্বাচন

১৭

দুঃখ প্রকাশ

১৮

বিয়ের পিঁড়িতে জেফার-রাফসান!

১৯

নতুন সূচকে ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

২০
X