কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে কর্মকর্তাদের সঙ্গে ইমরানের সাংকেতিক আলাপ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার। ছবি : দ্য স্টেটম্যান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার। ছবি : দ্য স্টেটম্যান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়্যারম্যান ইমরান খানের সঙ্গে কারা কর্তকর্তাদের সাংকেতিক আলাপের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কারাগারের সব কর্মকর্তদের জীবনবৃত্তান্ত বাছাইয়ের নির্দেশনা দেয় কারা বিভাগ।

বুধবার (৯ আগস্ট) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দেশটির কুখ্যাত অ্যাটক কারাগারে কর্মকর্তাদের সঙ্গে এ আলাপ হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারে ইমরান খানের সঙ্গে কর্মকর্তাদের সাংকেতিক আলাপ রেকর্ড করা হয়েছে। তবে কর্মকর্তারা তাদের আলাপের কোনো অর্থ বুঝতে পারেননি। ফলে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

আরও পড়ুন : কারাগারে হুমকির মুখে ইমরান খানের জীবন : পিটিআই

সূত্র জানিয়েছে, এ ঘটনার পর অ্যাটক কারাগারের ১৫০ কর্মকর্তার জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল ব্যাঞ্চসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠানো হবে। এ ছাড়া কর্তৃপক্ষ কারাগারের সকলের পুরো জীবনী সংগ্রহ করছে। সংশ্লিষ্ট কেউ জঙ্গিবাদ ও উগ্রপন্থাসহ কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র আরও জানিয়েছে, কারাগারে ইমরান খানের নিরাপত্তার জন্য জিওফেন্সিং প্রযুক্তির মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। দেশটির কুখ্যাত অ্যাটক কারগার ১৯০৬ সালে নির্মাণ করা হয়। এতে এক হাজার লোকের ধারণক্ষমতা রয়েছে। তবে বর্তমানে সি ক্লাস সুবিধা সম্বলিত ৭০০ বন্দি রয়েছেন।

এর আগে কারা সূত্র জানায়, সাবেক এ প্রধানমন্ত্রীকে যে সেলে রাখা হয়েছে সেখানে এসির ব্যবস্থা নেই। তবে ফ্যান, বিছানা, টয়লেট ও গোসলখানা রয়েছে। কুখ্যাত এ কারাগারে ইমরান খান ছাড়া পাকিস্তানের অন্য কোনো প্রধানমন্ত্রী ছিলেন না। কারাগারে পর্যাপ্ত সুবিধা পাচেছন না ইমরান খান।

আরও পড়ুন : কারাগারে ইমরান খানকে খেতে না দেওয়ার অভিযোগ

গত শনিবার (৫ আগস্ট) দুপুরে ইমরান খানকে তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড দেন আদালত। এরপর তাকে লাহোরের জামান পার্কের বাসভবন থেকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশ।

মামলার রায় ঘোষণার সময় বিচারক হুমায়ুন দিলাওয়ার বলেন, ‘এ মামলায় ইমরানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি ইচ্ছা করে পাকিস্তান নির্বাচন কমিশনের কাছে জাল তথ্য দেন এবং দুর্নীতির জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। এ জন্য তাকে নির্বাচন আইনের ১৭৪ ধারায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

তবে পিটিআইর ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি ইমরান খানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আমাদের অগ্রাধিকারের বিষয় হলো ইমরান খানের নিরাপত্তা। কারাগারে তার জীবন হুমকির মুখে রয়েছে, এমনটা মনে করার অনেক কারণ আছে। দেশের উচ্চ আদালতের প্রতি অনুরোধ তারা যেন বিষয়টি নজরে নেন। আমরা আশা করছি, ন্যায়বিচারের জয় হবে।

মাহমুদ কুরেশি আরও বলেন, আদালত নির্দেশ দিয়েছিলেন তাকে আদিয়ালা কারাগারে স্থানান্তর করার। কিন্তু এর পরিবর্তে তাকে অ্যাটক কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। এমনটা কেন হলো তার কোনো ব্যাখ্যা কেউ দেয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব পক্ষের সদিচ্ছা থাকলে ইরানের পারমাণবিক চুক্তি সম্ভব : রাশিয়া

ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আরও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

ওসিকে বৈষম্যবিরোধী নেতার হুমকি / কোন সাহসে এই কথা বললেন জানতে চাই

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যুবকের মৃত্যু

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিজিবি-এলাকাবাসীর সংঘর্ষ

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

০৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত ২০ ছাড়াল, আহত বহু

১০

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশা-যুবরাজ ও কাতার আমিরের শোক

১১

‘সাউথ আরাবিয়া’ নামে বিচ্ছিন্ন রাষ্ট্রের ঘোষণাপত্র প্রকাশ করল এসটিসি ঘনিষ্ঠ গণমাধ্যম

১২

হাদরামাউতে তীব্র সংঘর্ষ চলছে : এসটিসির সামরিক মুখপাত্র

১৩

খালেদা জিয়ার কবরে ১২ দলীয় জোটের ফুলেল শ্রদ্ধা

১৪

ইয়েমেনের হাদরামাউতে সংঘর্ষে এসটিসির আরও এক সদস্য নিহত

১৫

বিমান ভাড়া নিয়ন্ত্রণে অধ্যাদেশ জারি

১৬

ফয়েজ আহমদ তৈয়ব-এর ফেসবুক পোস্ট / এনআইআর চালুর পর ক্লোন ফোন নিয়ে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

১৭

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪

১৮

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কসবায় দোয়া মাহফিল

১৯

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

২০
X