কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে কর্মকর্তাদের সঙ্গে ইমরানের সাংকেতিক আলাপ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার। ছবি : দ্য স্টেটম্যান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার। ছবি : দ্য স্টেটম্যান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়্যারম্যান ইমরান খানের সঙ্গে কারা কর্তকর্তাদের সাংকেতিক আলাপের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কারাগারের সব কর্মকর্তদের জীবনবৃত্তান্ত বাছাইয়ের নির্দেশনা দেয় কারা বিভাগ।

বুধবার (৯ আগস্ট) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দেশটির কুখ্যাত অ্যাটক কারাগারে কর্মকর্তাদের সঙ্গে এ আলাপ হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারে ইমরান খানের সঙ্গে কর্মকর্তাদের সাংকেতিক আলাপ রেকর্ড করা হয়েছে। তবে কর্মকর্তারা তাদের আলাপের কোনো অর্থ বুঝতে পারেননি। ফলে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

আরও পড়ুন : কারাগারে হুমকির মুখে ইমরান খানের জীবন : পিটিআই

সূত্র জানিয়েছে, এ ঘটনার পর অ্যাটক কারাগারের ১৫০ কর্মকর্তার জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল ব্যাঞ্চসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠানো হবে। এ ছাড়া কর্তৃপক্ষ কারাগারের সকলের পুরো জীবনী সংগ্রহ করছে। সংশ্লিষ্ট কেউ জঙ্গিবাদ ও উগ্রপন্থাসহ কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র আরও জানিয়েছে, কারাগারে ইমরান খানের নিরাপত্তার জন্য জিওফেন্সিং প্রযুক্তির মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। দেশটির কুখ্যাত অ্যাটক কারগার ১৯০৬ সালে নির্মাণ করা হয়। এতে এক হাজার লোকের ধারণক্ষমতা রয়েছে। তবে বর্তমানে সি ক্লাস সুবিধা সম্বলিত ৭০০ বন্দি রয়েছেন।

এর আগে কারা সূত্র জানায়, সাবেক এ প্রধানমন্ত্রীকে যে সেলে রাখা হয়েছে সেখানে এসির ব্যবস্থা নেই। তবে ফ্যান, বিছানা, টয়লেট ও গোসলখানা রয়েছে। কুখ্যাত এ কারাগারে ইমরান খান ছাড়া পাকিস্তানের অন্য কোনো প্রধানমন্ত্রী ছিলেন না। কারাগারে পর্যাপ্ত সুবিধা পাচেছন না ইমরান খান।

আরও পড়ুন : কারাগারে ইমরান খানকে খেতে না দেওয়ার অভিযোগ

গত শনিবার (৫ আগস্ট) দুপুরে ইমরান খানকে তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড দেন আদালত। এরপর তাকে লাহোরের জামান পার্কের বাসভবন থেকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশ।

মামলার রায় ঘোষণার সময় বিচারক হুমায়ুন দিলাওয়ার বলেন, ‘এ মামলায় ইমরানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি ইচ্ছা করে পাকিস্তান নির্বাচন কমিশনের কাছে জাল তথ্য দেন এবং দুর্নীতির জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। এ জন্য তাকে নির্বাচন আইনের ১৭৪ ধারায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

তবে পিটিআইর ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি ইমরান খানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আমাদের অগ্রাধিকারের বিষয় হলো ইমরান খানের নিরাপত্তা। কারাগারে তার জীবন হুমকির মুখে রয়েছে, এমনটা মনে করার অনেক কারণ আছে। দেশের উচ্চ আদালতের প্রতি অনুরোধ তারা যেন বিষয়টি নজরে নেন। আমরা আশা করছি, ন্যায়বিচারের জয় হবে।

মাহমুদ কুরেশি আরও বলেন, আদালত নির্দেশ দিয়েছিলেন তাকে আদিয়ালা কারাগারে স্থানান্তর করার। কিন্তু এর পরিবর্তে তাকে অ্যাটক কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। এমনটা কেন হলো তার কোনো ব্যাখ্যা কেউ দেয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিফ নজরুলের বক্তব্য আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত নয়: বিসিবি

সীমান্তে মসুর ক্ষেতে মিলল পিস্তলসহ তাজা গুলি

গরু ভাগাভাগির দ্বন্দ্বে ছেলের হাতে বাবা খুন

৪৩ পণ্য ও সেবা রপ্তানি প্রণোদনার মেয়াদ বাড়ল

২০২৫ সালে গুরুত্বপূর্ণ আর্থিক মাইলফলক অর্জন করল কমিউনিটি ব্যাংক

ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া

কর্মস্থলে মোটরসাইকেল বহর নিয়ে এসে তোপের মুখে পরিবার পরিকল্পনা কর্মকর্তা

আলোচনায় বসতে চায় ইরান, বললেন ট্রাম্প

বিএনপিতে যোগ দিলেন এলডিপির কয়েকশ নেতাকর্মী

ককটেল ফাটিয়ে বাংলাদেশি কৃষককে ধরে নেওয়ার চেষ্টা বিএসএফের

১০

পার্থর আসন থেকে সরে দাঁড়ালেন বিএনপির প্রার্থী 

১১

মনোনয়নপত্র জমার সুযোগ পেয়ে যা বললেন হিরো আলম

১২

কখন ডিম খেলে বেশি উপকার পাওয়া যায়, যা বলছেন বিশেষজ্ঞরা

১৩

অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা

১৪

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের প্রেসিডেন্ট হলেন রুয়েট উপাচার্য

১৫

সেরা নির্বাচন উপহার দিতে পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ : ডিআইজি রেজাউল

১৬

আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার মৃত্যু

১৭

বিমান দুর্ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পীসহ ছয়জন নিহত

১৮

প্রার্থিতা ফিরে পেয়ে কাঁদলেন ১ স্বতন্ত্র প্রার্থী

১৯

সরকারি বিভিন্ন উন্নয়নকাজে এমপি রাখেন ৫০ ভাগ : রুমিন ফারহানা

২০
X