কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ০৮:১১ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-পাকিস্তান : এক যুগ পর হতে যাচ্ছে রাজনৈতিক সংলাপ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশই পারস্পরিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। ছবি : সংগৃহীত
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশই পারস্পরিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। ছবি : সংগৃহীত

এক যুগ পর আবারও রাজনৈতিক সংলাপে বসতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। চলতি এপ্রিল মাসেই এই সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান।

শনিবার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যমটি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ ২০১২ সালে দুই দেশের মধ্যে রাজনৈতিক সংলাপ হয়েছিল।

দীর্ঘ ১২ বছর পর অনুষ্ঠিতব্য এবারের সংলাপে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, যৌথ মিনিস্ট্রিয়াল কমিশন পুনর্বহাল এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ইস্যুতে সহযোগিতা বৃদ্ধির জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরির বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশই পারস্পরিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। এই রাজনৈতিক সংলাপ সেই উদ্যোগেরই অংশ, যার মূল লক্ষ্য হলো দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া।

সংলাপে পাকিস্তানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালোচ। বাংলাদেশের পক্ষ থেকে কে নেতৃত্ব দেবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ইশহাক দার আগামী ২২ থেকে ২৪ এপ্রিল বাংলাদেশ সফর করবেন। তার এই সফরকে পাকিস্তান সরকারের পক্ষ থেকে কূটনৈতিক, বাণিজ্যিক এবং অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের বড় একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই সংলাপ ও উচ্চপর্যায়ের সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক স্থিতিশীলতা ও সহযোগিতা বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করলে রাজনৈতিক পটপরিবর্তন ঘটে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং তারা বৈদেশিক নীতিতে বড় ধরনের পরিবর্তন আনে।

এর অংশ হিসেবে পাকিস্তানের সঙ্গে সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি চীনের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার প্রক্রিয়া শুরু করে নতুন সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিতে মন নেই কঙ্গনার, ফিরতে চান অভিনয়ে

তিন মাসে মোবাইল উদ্ধার ১০৮, টাকা ফেরত সাড়ে ৩ লাখ

এইচএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার, জানা যাবে যেভাবে

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের হানা, ৭ দালালের দণ্ড

রাফা ক্রসিং খোলা হবে কি না, সিদ্ধান্ত জানাল ইসরায়েল

সন্তান ধারণে সমস্যার সমাধান খাবারেই

বিপিএল নিলামের তারিখ চূড়ান্ত, দলগুলোর জন্য আছে সুখবর

চাকসু নির্বাচন : নারী ভোটারদের উপস্থিতি নজরকাড়া

অভিযোগ আসছে ভোটারদের আঙুলের কালি মুছে যাচ্ছে : ছাত্রদলের ভিপি প্রার্থী

১০

‘কীভাবে পরের সিরিজে ভালো করা যায় এটা নিয়ে ভাবছি’

১১

ছাত্রীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে চাই : সাইদ বিন হাবিব

১২

৩০ মিনিট দেরিতে শুরু হলো চাকসুর ভোট

১৩

‘নির্বাচনে কারচুপি করলে কে গ্রহণ করবে’

১৪

ভোট দিয়ে শিক্ষার্থী বললেন, ‘ঈদের আনন্দ লাগছে’

১৫

বাংলাদেশে অভিবাসন ব্যবস্থাপনা শক্তিশালী করতে ‘অভিবাসন ম্যানুয়াল’ প্রকাশ করল আইওএম 

১৬

নিখোঁজের ১৫ দিন পর মরুভূমিতে মিলল সবুজের মরদেহ

১৭

মাইলস্টোনে নিহত পরিবারের পাশে থাকবেন তারেক রহমান : আমিনুল হক 

১৮

গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করতে চাই : ব্যারিস্টার অসীম

১৯

ইলিশ রক্ষা অভিযানে গিয়ে অস্ত্র খোয়ালেন আনসার সদস্য

২০
X