কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৪:৫৮ পিএম
আপডেট : ২৪ মে ২০২৫, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন বিএসএফ জওয়ান

বাড়ি ফিরে মায়ের সঙ্গে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। ছবি : সংগৃহীত
বাড়ি ফিরে মায়ের সঙ্গে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তানের উত্তেজনাপূর্ণ সম্পর্কের মাঝে এক মানবিক দৃশ্যের সাক্ষী থাকল দুই দেশের সীমান্ত। পাকিস্তানি রেঞ্জার্সদের হেফাজত থেকে মুক্তি পেয়ে অবশেষে নিজের বাড়িতে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। তার ফিরে আসার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে শুধু তার পরিবারই নয়, বরং গোটা দেশ।

ঘটনার সূত্রপাত গত ২২ এপ্রিল, জম্মু-কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর চালানো সন্ত্রাসী হামলার পর। হামলার পরবর্তী উত্তেজনার মাঝে পাঞ্জাবের ফিরোজপুর সীমান্ত এলাকায় কর্তব্যরত অবস্থায় অসাবধানতাবশত আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ফেলেন পূর্ণম কুমার সাউ। এর পরপরই তাকে আটক করে পাকিস্তানি রেঞ্জার্স বাহিনী।

হুগলী জেলার রিষড়ার বাসিন্দা পূর্ণমের আকস্মিকভাবে সীমান্ত পার হওয়া এবং পরবর্তীতে আটক হওয়ার ঘটনাটি দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও সংবেদনশীল করে তোলে। কিন্তু সব জটিলতার পরেও কূটনৈতিক উদ্যোগ এবং সীমান্ত বাহিনীর যৌথ আলোচনার মাধ্যমে বিষয়টির একটি শান্তিপূর্ণ সমাধান সম্ভব হয়।

দীর্ঘ প্রক্রিয়ার পর গত ১৪ মে পাকিস্তান তার হেফাজতে থাকা পূর্ণমকে অটারি-ওয়াঘা সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেয়। এরপর শুক্রবার (২৩ মে) তিনি ফিরে আসেন নিজের ঘরে। তাকে ফিরে পেয়ে আনন্দে কেঁদে ফেলেন পরিবারের সদস্যরা। স্ত্রী, পিতা-মাতা, ভাইবোন সহ স্বজনদের চোখে তখন শুধুই আনন্দ আর স্বস্তির জল।

এক সাক্ষাৎকারে বার্তা সংস্থা এএনআই-কে পূর্ণম বলেন, বাড়ি ফিরে সত্যিই খুব ভাল লাগছে। আমার পরিবার নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম। এখন সবাইকে কাছে পেয়ে মনে হচ্ছে যেন এক দুঃস্বপ্নের শেষ হলো।

তিনি আরও জানান, অপারেশন সিঁদুর চলাকালীন আমি পাকিস্তানের হেফাজতে ছিলাম। সেই সময় পরিবারের অবস্থা কতটা উদ্বেগজনক ছিল, তা ভাষায় বোঝানো সম্ভব নয়। এখন সবার সঙ্গে দেখা করে মানসিক শান্তি পাচ্ছি।

এই ঘটনা বিএসএফ ও ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর পক্ষ থেকেও অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে। ভবিষ্যতে যেন এর পুনরাবৃত্তি না হয়, সেজন্য আরও সতর্কতা ও নজরদারি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বাহিনী।

পূর্ণম কুমার সাউয়ের নিরাপদ প্রত্যাবর্তন শুধুমাত্র একটি পরিবারের পুনর্মিলন নয়, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে মানবিকতারও একটি বার্তা। এটি দেখিয়ে দিল- সব উত্তেজনার মাঝেও আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টা-জামায়াত বৈঠকে যা হলো

যে কারণে ভারতের নেতৃত্বে নেই বুমরাহ

অন্তর্বর্তী সরকারকে মানুষ আর চায় না : যুবদল সভাপতি

১৫১টি সোনালীকা ট্রাক্টর ডেলিভারি করে রেকর্ড করল এসিআই

গুপ্তচরবৃত্তির অভিযোগ / একের পর এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করছে মোদি সরকার

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের কার্যক্রম শুরু

ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন ভিসি ফরিদ আহমদ সোবহানীর যোগদান

এনবিআরে দিনভর উদ্বেগ-উৎকণ্ঠায় আন্দোলনকারীরা

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ উদযাপন 

১০

ভিডব্লিউবি কার্ড দেওয়ার নামে এনসিপির সদস্য পরিচয়ে অর্থ দাবি

১১

ইসরায়েলের হামলায় এক চিকিৎসক পরিবারের ৯ সন্তান নিহত

১২

তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে সাবেক স্বামীকে অপহরণ চেষ্টার অভিযোগ

১৩

কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে তারেক রহমানের শ্রদ্ধাঞ্জলি 

১৪

গোয়াফেস্টে দুটি মিডিয়া অ্যাবি অ্যাওয়ার্ড জিতল এশিয়াটিক মাইন্ডশেয়ার

১৫

দ. আফ্রিকায় খনি থেকে ২৬০ শ্রমিককে জীবিত উদ্ধার

১৬

নোবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক শিবলুর রাহমান

১৭

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির মিটিংয়ে যা হলো

১৮

একজনের নামে কয়টি সিম থাকবে, জানাল বিটিআরসি

১৯

প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন সালাহ

২০
X