মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘শান্তির মানুষ’ হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৃহস্পতিবার স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় পাকিস্তানের সেনাপ্রধান অমিস মুনিরও উপস্থিত ছিলেন।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। বৈঠকের আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ‘মহান নেতা’ ও দেশটির সেনাপ্রধান অসিম মুনিরকে ‘মহান মানুষ’ বলে উল্লেখ করেন ট্রাম্প।
পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ জানায়, পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে শাহবাজ শরিফ বিশ্বজুড়ে সংঘাত নিরসনে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেন এবং তাকে একজন ‘শান্তির প্রতীক’ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের সাহসী উদ্যোগ পাকিস্তান-ভারতের মধ্যে যুদ্ধবিরতির পথ সুগম করেছে, যার ফলে দক্ষিণ এশিয়ায় একটি বড় ধরনের মানবিক বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নিয়েও আলোচনায় মত দেন দুই নেতা। বিশেষ করে গাজায় চলমান যুদ্ধ বন্ধে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেন শাহবাজ শরিফ বলেন, গাজা ও পশ্চিম তীরে শান্তি ফিরিয়ে আনতে মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে আলোচনায় ডেকে ট্রাম্প সঠিক সময়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন।
দীর্ঘদিনের পাকিস্তান-মার্কিন অংশীদারত্ব স্মরণ করে শাহবাজ আশা প্রকাশ করেন, ট্রাম্পের নেতৃত্বে উভয় দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও গভীর হবে। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে পাকিস্তানের কৃষি, তথ্যপ্রযুক্তি, খনিজ, খনি ও জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান জানান।
দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা এবং সন্ত্রাসসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় শাহবাজ শরিফের ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প।
দুই পক্ষের বৈঠকের আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প স্পষ্ট করে জানান, শাহবাজ দারুণ নেতা। এক দারুণ নেতা আসছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী। তার সঙ্গে রয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান, তিনিও অসাধারণ মানুষ।
মন্তব্য করুন