কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন নির্বাচনে ইলেক্টোরাল কলেজ যেভাবে নির্বাচিত হয়

যুক্তরাষ্ট্রে ৫০টি অঙ্গরাজ্যে মোট ইলেক্টোরাল ভোট রয়েছে ৫৩৫টি। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ৫০টি অঙ্গরাজ্যে মোট ইলেক্টোরাল ভোট রয়েছে ৫৩৫টি। ছবি : সংগৃহীত

মার্কিন নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদন ইলেক্টোরাল কলেজ। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট প্রার্থীরা জনগণের ভোটের সরাসরি নির্বাচিত হতে পারেন না। তাদের জয় পরাজয় নির্ভর করে প্রতিটি অঙ্গরাজ্যের ইলেক্টোরাল কলেজ ভোটের ওপর। দেশটিতে ৫০টি অঙ্গরাজ্যে মোট ইলেক্টোরাল ভোট রয়েছে ৫৩৫টি। এর বাহিরে রাজধানী ডিস্ট্রিক অব কলম্বিয়া বা ওয়াশিংটন ডিসির জন্য নির্ধারিত ৩টি ইলেক্টোরাল ভোট।

সর্বমোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজের মধ্যে যে প্রার্থী ২৭০টি ইলেক্টোরাল ভোট পাবেন তিনিই নির্বাচিত হবেন পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে। এখন প্রশ্ন হল ইলেক্টরাল ভোট দেওয়ার জন্য ইলেক্টররা কীভাবে নির্বাচিত হন?

কোন অঙ্গরাজ্যে কত ইলেকটোরাল ভোট থাকবে, তা নির্ধারিত হয় সেখানে কতটি কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট রয়েছে তার ওপর। কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভে প্রতিটি অঙ্গরাজ্যের একেকটি কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত প্রতিনিধির জন্য একটি করে ভোট এবং প্রতিটি অঙ্গরাজ্য থেকে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে দুজন প্রতিনিধির জন্য দুটি ভোট বরাদ্দ থাকে।

প্রতিনিধিদের অনুপাতের ইলেক্টোরাল কলেজ নির্ধারিত হলেও মূল নির্বাচনে নিম্নকক্ষের প্রতিনিধি, সিনেটর বা রাজ্যটির গভর্নর কেউই ইলেক্টোরাল ভোট দেওয়ার ক্ষমতা রাখেন না। এর জন্য সম্পূর্ণ আলাদা একটি দলকে নির্বাচন করা হয়।

ইলেক্টোরাল কলেজ ভোটের জন্য প্রতিনিধি নির্বাচন করা হয় দুই ধাপে। এরমধ্যে প্রথম ধাপটি রাজনৈতিক দলগুলোর নিয়ন্ত্রণে। প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রতিটি দলের পক্ষ থেকে তাদের মনোনীত ইলেকটোরাল ভোটারের তালিকা জমা দেওয়া হয়, যাকে স্লেট বলে। দলগুলোর অভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে এসব প্রতিনিধি নির্ধারণ করা হয়। দ্বিতীয় ধাপে এসব প্রতিনিধিদের ভোট প্রদানের ক্ষমতা দেওয়া হয় সাধারণ ভোটারদের হাতে।

প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাধারণ ভোটাররা যখন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন তখন মূলত তারা ওই প্রার্থীর নির্বাচনী দলের ইলেকটোরাল ভোটারের স্লেটকে নির্বাচন করেন। অধিকাংশ অঙ্গরাজ্যেই যে প্রেসিডেন্ট প্রার্থী জয়ী হন, তার দলের স্লেটটিই ইলেকটোরাল ভোটার হিসেবে নির্বাচিত হয়। এর মধ্যে ব্যতিক্রম শুধু মাইন ও নেব্রেস্কা অঙ্গরাজ্য। এতে উইনার টেক অল নীতি কার্যকর নয়। বরং এখানে ডিস্ট্রিক গুলোর হাতেও ইলেক্টোরাল ভোট থাকে।

সাধারণ ভোটারদের দ্বারা নির্বাচিত ইলেকটোরাল কলেজ প্রেসিডেন্ট নির্বাচনের জন্য চূড়ান্ত ভোট দিয়ে থাকে। সাধারণ নির্বাচনের পর ডিসেম্বরের দ্বিতীয় বুধবারের পরের প্রথম সোমবার এই ইলেকটোরাল ভোটাররা সভায় বসবেন এবং প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিজেদের ভোটটি আলাদা ব্যালটের মাধ্যমে দেন।

পরবর্তী ৬ জানুয়ারি এই ভোট গণনার জন্য কংগ্রেস চেম্বারে সভা অনুষ্ঠিত হয়। বিদ্যমান ভাইস প্রেসিডেন্টের সভাপতিত্বে অনুষ্ঠিত সে সভায় ভোট গণনার পর নির্বাচনের চূড়ান্ত ফল জানা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে সিসিএস এর মতবিনিময় সভা

কমিক বইয়ে ‘ভয়ংকর পরিণতির ভবিষ্যদ্বাণী’, জাপানজুড়ে আতঙ্ক

দেশের মানুষকে বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই: আব্দুস সালাম

ইসরায়েলের পাঁচ সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরান

‘আগামী নির্বাচনে ইসলামপন্থিদের ভোটের বাক্স হবে একটাই’

লঙ্কানদের বিপক্ষে ফাইফারের পর যা বললেন তানভীর

হবিগঞ্জে ছাত্রলীগের দুই নেতা আটক

আঘাত, লাল কার্ড, বিদায়—সব পেছনে ফেলে সেমিতে পিএসজি

৬ জুলাই / বিক্ষোভে উত্তাল দেশ, ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা

নারী দলের জন্য গভীর রাতে অভিনব সংবর্ধনার আয়োজন

১০

পুরোনো খেলায় নতুন প্লেয়ার হতে আসিনি, খেলার নিয়ম বদলাতে এসেছি: নাহিদ ইসলাম

১১

ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসার খোঁজ নিলেন তারেক রহমান

১২

সিরিয়ার নতুন জাতীয় প্রতীক ‘সোনালি ঈগল’, অর্থ কী ও কেন?

১৩

‘বিআইটি মডেল’ বাস্তবায়ন দাবিতে উত্তাল ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ

১৪

প্রতিদ্বন্দ্বিতামূলক উৎসবমুখর নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি : প্রিন্স

১৫

তপশিল ঘোষণার পর জোট বিষয়ে সিদ্ধান্ত হবে : ফারুক

১৬

কুমিল্লায় ৩ খুনের নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান-মেম্বার

১৭

চালের দাম নিয়ে সুখবর দিলেন খাদ্য উপদেষ্টা

১৮

আন্তর্জাতিক ইসলামি সংগঠনের প্রতিনিধির সঙ্গে ছাত্রশিবিরের সভা

১৯

প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা দিয়েছেন : ধর্ম উপদেষ্টা

২০
X