মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০৯:৩৫ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই গুজব ছড়ালেন ট্রাম্প

অন্যান্যদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প
অন্যান্যদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পরই গুজব ছড়ালেন ডোনাল্ড ট্রাম্প। নবনির্বাচিতের ভাষণে এ ধরনের কাণ্ডে তোলপাড় আমেরিকা। কিন্তু আগের মতোই এসব গায়ে মাখছেন না তিনি।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (২০ জানুয়ারি) শপথ গ্রহণ করেছেন। এরপর দেওয়া প্রথম ভাষণেই তিনি পানামা খাল দখলে নেওয়ার হুমকি দেন। এর সপক্ষে যুক্তি উপস্থাপন করতে গিয়ে একটি মিথ্যা অভিযোগ তোলেন। খবর ইউএসএ টুডে ও রয়টার্সের।

ট্রাম্প বলেন, এই বোকা-মার্কা উপহারের মাধ্যমে আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করা হয়েছে, যা কখনও দেওয়া উচিত হয়নি। আমাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। আমাদের চুক্তির উদ্দেশ্য এবং আমাদের চুক্তির চেতনা সম্পূর্ণরূপে লঙ্ঘন করা হয়েছে।

তিনি আরও বলেন, চীন পানামা খাল পরিচালনা করছে। আমরা এটি চীনকে দেইনি। আমরা এটি পানামাকে দিয়েছি এবং আমরা ফিরিয়ে নেব।

গত বছরের ডিসেম্বরেও এ অভিযোগ করেছেন ট্রাম্প। উদ্বোধনী ভাষণে সেটিরই পুনরাবৃত্তি করলেন তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, চীন পানামা খাল পরিচালনা করছে বলে ট্রাম্প যে দাবি তুলছেন তা পানামা নিয়ে বারবার বিতর্ক সৃষ্টি করছে। মূলত, এ বিতর্ক সৃষ্টির জন্যই ট্রাম্প গুজব ছড়াচ্ছেন।

অথচ পানামা সরকার ‘পানামা খাল কর্তৃপক্ষের’ মাধ্যমে খালটি নিয়ন্ত্রণ করে, যা ১১ সদস্যের একটি বোর্ড নিয়ে গঠিত। তারা জলপথের রক্ষণাবেক্ষণ এবং সুরক্ষা তত্ত্বাবধান করে।

অবশ্য, হংকংভিত্তিক করপোরেশন সিকে হাচিসন হোল্ডিংস ১৯৯৭ সাল থেকে ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরের প্রবেশমুখে থাকা খালের দুটি বন্দর পরিচালনা করছে। এ কোম্পানি পানামা সরকারের সিদ্ধান্তেই কাজ করে। এখানে চীনের কোনো স্বায়ত্তশাসন নেই।

প্রসঙ্গত, খালটি ১৯০৪ থেকে ১৯১৪ সালের মধ্যে নির্মিত হয়, বেশিরভাগ অংশই করে যুক্তরাষ্ট্র। তখনকার মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট নির্মাণ কাজের তদারকি করেন। পরে ১৯৭৭ সালে মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার স্বাক্ষরিত এক চুক্তির আওতায় ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বরে যুক্তরাষ্ট্র খালটির মালিকানা পানামার কাছে হস্তান্তর করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হাসিনার মৃত্যুদণ্ডের রায় যেদিন কার্যকর হবে, সেদিন আমি আনন্দিত হবো’

সাবেক এমপি হারুনের বক্তব্যের প্রতিবাদ জাতীয় হিন্দু মহাজোটের

সড়ক অবরোধের অভিযোগে দুই ছাত্রলীগ নেতা আটক

দণ্ডিতদের বক্তব্য প্রচার না করার অনুরোধ সাইবার নিরাপত্তা এজেন্সির

আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

রায়ে ‘ন্যায় বিচার’ প্রতিষ্ঠা পেয়েছে : বিএনপি

বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, আছেন যারা

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

গাজীপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু

ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-ছেলেকে পেটাল গ্রাম পুলিশ

১০

বিএনপির কেন্দ্রীয় নেতা মতিউর রহমান মারা গেছেন

১১

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সংকট দূর হবে না : কফিল উদ্দিন

১২

পটুয়াখালীতে বিএনপির প্রস্তাবিত নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

১৩

প্রত্যর্পণ চুক্তিতে আছে যত ফাঁকফোকর

১৪

মুরগির ঘর থেকে তিনজনের লাশ উদ্ধার, দুদিনেও গ্রেপ্তার নেই

১৫

পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় রাংকুট বৌদ্ধবিহার

১৬

সশস্ত্র বাহিনী, জনতার ঐক্য এবং জাতীয় নির্বাচন

১৭

শেখ হাসিনার ফাঁসির রায়ে পুলিশ ও জনতাকে মিষ্টি খাওয়ালেন জুলাই যোদ্ধারা

১৮

জকসু নির্বাচনে মনোনয়ন নিলেন ৩১২ জন

১৯

শেখ হাসিনার রায় নিয়ে ‘বিস্ফোরক মন্তব্য’ শুভেন্দুর

২০
X