কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০৯:৩৫ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই গুজব ছড়ালেন ট্রাম্প

অন্যান্যদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প
অন্যান্যদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পরই গুজব ছড়ালেন ডোনাল্ড ট্রাম্প। নবনির্বাচিতের ভাষণে এ ধরনের কাণ্ডে তোলপাড় আমেরিকা। কিন্তু আগের মতোই এসব গায়ে মাখছেন না তিনি।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (২০ জানুয়ারি) শপথ গ্রহণ করেছেন। এরপর দেওয়া প্রথম ভাষণেই তিনি পানামা খাল দখলে নেওয়ার হুমকি দেন। এর সপক্ষে যুক্তি উপস্থাপন করতে গিয়ে একটি মিথ্যা অভিযোগ তোলেন। খবর ইউএসএ টুডে ও রয়টার্সের।

ট্রাম্প বলেন, এই বোকা-মার্কা উপহারের মাধ্যমে আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করা হয়েছে, যা কখনও দেওয়া উচিত হয়নি। আমাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। আমাদের চুক্তির উদ্দেশ্য এবং আমাদের চুক্তির চেতনা সম্পূর্ণরূপে লঙ্ঘন করা হয়েছে।

তিনি আরও বলেন, চীন পানামা খাল পরিচালনা করছে। আমরা এটি চীনকে দেইনি। আমরা এটি পানামাকে দিয়েছি এবং আমরা ফিরিয়ে নেব।

গত বছরের ডিসেম্বরেও এ অভিযোগ করেছেন ট্রাম্প। উদ্বোধনী ভাষণে সেটিরই পুনরাবৃত্তি করলেন তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, চীন পানামা খাল পরিচালনা করছে বলে ট্রাম্প যে দাবি তুলছেন তা পানামা নিয়ে বারবার বিতর্ক সৃষ্টি করছে। মূলত, এ বিতর্ক সৃষ্টির জন্যই ট্রাম্প গুজব ছড়াচ্ছেন।

অথচ পানামা সরকার ‘পানামা খাল কর্তৃপক্ষের’ মাধ্যমে খালটি নিয়ন্ত্রণ করে, যা ১১ সদস্যের একটি বোর্ড নিয়ে গঠিত। তারা জলপথের রক্ষণাবেক্ষণ এবং সুরক্ষা তত্ত্বাবধান করে।

অবশ্য, হংকংভিত্তিক করপোরেশন সিকে হাচিসন হোল্ডিংস ১৯৯৭ সাল থেকে ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরের প্রবেশমুখে থাকা খালের দুটি বন্দর পরিচালনা করছে। এ কোম্পানি পানামা সরকারের সিদ্ধান্তেই কাজ করে। এখানে চীনের কোনো স্বায়ত্তশাসন নেই।

প্রসঙ্গত, খালটি ১৯০৪ থেকে ১৯১৪ সালের মধ্যে নির্মিত হয়, বেশিরভাগ অংশই করে যুক্তরাষ্ট্র। তখনকার মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট নির্মাণ কাজের তদারকি করেন। পরে ১৯৭৭ সালে মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার স্বাক্ষরিত এক চুক্তির আওতায় ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বরে যুক্তরাষ্ট্র খালটির মালিকানা পানামার কাছে হস্তান্তর করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

সাজেক থেকে ক্যাম্পাসে ফেরা হলো না খুবি ছাত্রীর

ভূমধ্যসাগরে নিখোঁজ ৩৮ বাংলাদেশির সন্ধান মিলেছে

বিজিবির অভিযানে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার

এশিয়া কাপে পাকিস্তানি ফিল্ডারের থ্রোয়ে আহত আম্পায়ার

‘ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় যান পাইলট মুনতাসির’

শাহীনের অলরাউন্ড পারফরম্যান্সে সুপার ফোরে পাকিস্তান

সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ

এশিয়া কাপে পাকিস্তান ওপেনারের লজ্জার রেকর্ড

চট্টগ্রামে আ.লীগ কর্মীদের বাসা ভাড়া না দিতে মাইকিং

১০

ভারতে ‘মস্তিষ্কখেকো অ্যামিবা’ সংক্রমণে ১৯ জনের মৃত্যু

১১

বনানীতে দুই শিসা বারে ডিএনসির অভিযান

১২

বয়কটের হুমকি দিয়েও না করার কারণ জানালেন পিসিবি প্রধান

১৩

কর্মচারী দিয়ে ক্লাস-পরীক্ষা পরিচালনার অভিযোগ

১৪

শাহীন ঝড়ে বাঁচা-মরার ম্যাচে লড়াকু সংগ্রহ পাকিস্তানের

১৫

‘গোলাপী খালার’ পাশে দাঁড়ালেন তারেক রহমান

১৬

পরাজিত শক্তির সঙ্গে আঁতাতের রাজনীতি মঙ্গলজনক হবে না: নীরব

১৭

চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সমালোচনার কারণ কী?

১৮

রাকসু নির্বাচন / ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনাসহ ৭ দফা দাবি ছাত্রশিবিরের

১৯

দীর্ঘ ৬ বছর পর বুটেক্সে ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত

২০
X