কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০১:০৬ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বাইডেনের দুই কলঙ্ক

জো বাইডেন। ছবি: সংগৃহীত
জো বাইডেন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনে সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি করেছে দুটি বিষয়— রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও গাজা যুদ্ধ। এই দুটি বিষয় বাইডেনের নেতৃত্বের কঠোর সমালোচনার মুখে ফেলে। একইসঙ্গে তার জনপ্রিয়তাকেও ব্যাপকভাবে ক্ষুণ্ন করেছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে। এরপর বাইডেন ইউক্রেনকে বড় ধরনের সামরিক ও আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন। তবে এই দীর্ঘ যুদ্ধের মধ্যে বাইডেন প্রশাসন কার্যকরীভাবে কোনও শান্তি চুক্তি বা মধ্যস্থতা করতে ব্যর্থ হয়েছে। বিশ্বব্যাপী এই যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়েছে। ইউরোপে উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং অর্থনৈতিক পরিস্থিতি জটিল হয়েছে। বাইডেনের নেতৃত্বে পশ্চিমা শক্তিগুলো ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান করলেও, যুদ্ধের তীব্রতা কমানো বা শান্তি প্রতিষ্ঠায় তার কূটনীতি সফল হয়নি। বহু দেশ ও বিশেষজ্ঞরা মনে করেন, বাইডেন যদি আরও সক্রিয়ভাবে কূটনৈতিক পদক্ষেপ নিতেন, তবে যুদ্ধের তীব্রতা কমানো সম্ভব হতো।

ইসরায়েলের প্রতি সমর্থন

বাইডেনের আরেকটি বড় বিতর্কিত পদক্ষেপ হলো গাজা যুদ্ধ। ২০২৩ সালে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাতের পর থেকে বাইডেন প্রশাসনের ইসরায়েলপ্রীতি ব্যাপকভাবে বাড়ে। বাইডেনের প্রশাসন ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে দাঁড়িয়ে ফিলিস্তিনিদের ওপর অবরোধ এবং সহিংসতা বাড়ানোর বিষয়টিকে বৈধতা দেয়। এ অবস্থান বিশ্বের বহু দেশে তীব্র সমালোচনার সৃষ্টি করেছে। হামাসের বিরুদ্ধে যুদ্ধের নামে গাজায় হাজার হাজার নিরীহ ফিলিস্তিনির মৃত্যু ঘটলেও, বাইডেন প্রশাসন ইসরায়েলকে ব্যাপক অস্ত্র সহায়তা দিয়ে যায়। এতে বাইডেনের ইসরায়েল পক্ষে অবস্থান নেয়ায় বিশ্বে তার গ্রহণযোগ্যতা হ্রাস পেয়েছে।

এ ছাড়া আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ২০২১ সালে বাইডেন নেন। এ পরিস্থিতিতে আমেরিকার নাগরিক এবং আফগান সহযোগীদের উদ্ধার করতে ব্যর্থ হওয়ায় বাইডেনের শাসন কঠিন হয়ে পড়ে। বাইডেনের আমলে মার্কিন অর্থনীতি বিভিন্ন সমস্যা মোকাবিলা করে। করোনা মহামারির পর মূল্যস্ফীতি অনেক বেড়ে যায়। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে। যদিও বাইডেন কিছু পদক্ষেপ নেন, তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে তিনি সফল হননি।

বাইডেনের শাসনকালে অবৈধ অভিবাসন ব্যাপকভাবে বেড়ে যায়। মার্কিন সীমান্তে অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি পায়, যা দেশের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বাইডেনের সীমান্ত নীতির কারণে তাকে প্রচুর সমালোচনা করা হয়। ৭৮ বছর বয়সে প্রেসিডেন্ট হওয়া নিয়ে বাইডেনকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়। ২০২৪ সালের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা নিয়ে তার শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিপ্রবিতে অর্থ কেলেঙ্কারি, ২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

শাহজালালে ১৩০ কোটি টাকার কোকেন উদ্ধার

ফুলবাড়ী ট্র্যাজেডি : দিবসেই শুধু কদর বাড়ে নিহতদের পরিবারের

৩৫ বছর ধরে বেদখলে থাকা জমি ঢাকঢোল পিটিয়ে উদ্ধার

ঘোষিত দলে কেন জায়গা হয়নি নেইমারের, জানালেন আনচেলত্তি

মাছের মাথার ‘সোনার মণি’ বিক্রি করে লাখ টাকা আয় নেওয়াজের

পার্লামেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, এক রাতেই সব পুড়ে ছাই

থালাপতির মতো কেন জনতার নায়ক হতে পারলেন না বাংলাদেশের ক্রিকেটাররা?

সেনাবাহিনীর গাড়িতে ট্রাকের ধাক্কা, ৮ সদস্য আহত

ইরানের সঙ্গে বসছে ইউরোপের তিন শক্তি

১০

নিউইয়র্কে কনস্যুলেটের ঘটনায় মিশনের ব্যাখ্যা

১১

আজকে স্বর্ণের বাজার দর

১২

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিরুদ্ধে রিভিউ শুনানি শুরু

১৩

বোলিং করতে না দেওয়ায় অধিনায়ককে গুলি করে হত্যা

১৪

জেনে নিন উচ্চ রক্তচাপের ১২ কারণ

১৫

১৬ বছর বয়সী কিশোরের ইতিহাস গড়া ম্যাচে লিভারপুলের শ্বাসরুদ্ধকর জয়

১৬

রুমিন ফারহানাকে নিয়ে অজানা গল্প বললেন আরজে কিবরিয়া

১৭

গাঁজা নিয়ে কারাগারে প্রবেশকালে কর্মচারী আটক

১৮

ডাকসুর প্রচারণায় মানতে হবে যেসব আচরণবিধি

১৯

চাকসু নির্বাচনে প্রক্টর ও রেজিস্ট্রারের অব্যহতি চেয়েছে ছাত্রদল

২০
X