শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০১:০৬ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বাইডেনের দুই কলঙ্ক

জো বাইডেন। ছবি: সংগৃহীত
জো বাইডেন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনে সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি করেছে দুটি বিষয়— রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও গাজা যুদ্ধ। এই দুটি বিষয় বাইডেনের নেতৃত্বের কঠোর সমালোচনার মুখে ফেলে। একইসঙ্গে তার জনপ্রিয়তাকেও ব্যাপকভাবে ক্ষুণ্ন করেছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে। এরপর বাইডেন ইউক্রেনকে বড় ধরনের সামরিক ও আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন। তবে এই দীর্ঘ যুদ্ধের মধ্যে বাইডেন প্রশাসন কার্যকরীভাবে কোনও শান্তি চুক্তি বা মধ্যস্থতা করতে ব্যর্থ হয়েছে। বিশ্বব্যাপী এই যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়েছে। ইউরোপে উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং অর্থনৈতিক পরিস্থিতি জটিল হয়েছে। বাইডেনের নেতৃত্বে পশ্চিমা শক্তিগুলো ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান করলেও, যুদ্ধের তীব্রতা কমানো বা শান্তি প্রতিষ্ঠায় তার কূটনীতি সফল হয়নি। বহু দেশ ও বিশেষজ্ঞরা মনে করেন, বাইডেন যদি আরও সক্রিয়ভাবে কূটনৈতিক পদক্ষেপ নিতেন, তবে যুদ্ধের তীব্রতা কমানো সম্ভব হতো।

ইসরায়েলের প্রতি সমর্থন

বাইডেনের আরেকটি বড় বিতর্কিত পদক্ষেপ হলো গাজা যুদ্ধ। ২০২৩ সালে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাতের পর থেকে বাইডেন প্রশাসনের ইসরায়েলপ্রীতি ব্যাপকভাবে বাড়ে। বাইডেনের প্রশাসন ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে দাঁড়িয়ে ফিলিস্তিনিদের ওপর অবরোধ এবং সহিংসতা বাড়ানোর বিষয়টিকে বৈধতা দেয়। এ অবস্থান বিশ্বের বহু দেশে তীব্র সমালোচনার সৃষ্টি করেছে। হামাসের বিরুদ্ধে যুদ্ধের নামে গাজায় হাজার হাজার নিরীহ ফিলিস্তিনির মৃত্যু ঘটলেও, বাইডেন প্রশাসন ইসরায়েলকে ব্যাপক অস্ত্র সহায়তা দিয়ে যায়। এতে বাইডেনের ইসরায়েল পক্ষে অবস্থান নেয়ায় বিশ্বে তার গ্রহণযোগ্যতা হ্রাস পেয়েছে।

এ ছাড়া আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ২০২১ সালে বাইডেন নেন। এ পরিস্থিতিতে আমেরিকার নাগরিক এবং আফগান সহযোগীদের উদ্ধার করতে ব্যর্থ হওয়ায় বাইডেনের শাসন কঠিন হয়ে পড়ে। বাইডেনের আমলে মার্কিন অর্থনীতি বিভিন্ন সমস্যা মোকাবিলা করে। করোনা মহামারির পর মূল্যস্ফীতি অনেক বেড়ে যায়। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে। যদিও বাইডেন কিছু পদক্ষেপ নেন, তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে তিনি সফল হননি।

বাইডেনের শাসনকালে অবৈধ অভিবাসন ব্যাপকভাবে বেড়ে যায়। মার্কিন সীমান্তে অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি পায়, যা দেশের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বাইডেনের সীমান্ত নীতির কারণে তাকে প্রচুর সমালোচনা করা হয়। ৭৮ বছর বয়সে প্রেসিডেন্ট হওয়া নিয়ে বাইডেনকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়। ২০২৪ সালের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা নিয়ে তার শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিদ্বন্ধী প্রার্থীকে ‘রোহিঙ্গা’ বললেন রুমিন ফারহানা

বিএনপি থেকে আ.লীগে যোগ দেওয়া সেই একরামুজ্জামানের স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার

ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল আরেক বিএনপি প্রার্থীর

নির্বাচনে খরচ করতে রুমিন ফারহানাকে টাকা দিলেন বৃদ্ধা

বিএনপি নেতা আলমগীর হত্যার মূল শুটার গ্রেপ্তার

ইরানজুড়ে ইন্টারনেট বন্ধ

ইসলামী মূল্যবোধেই রাজনীতি করবে বিএনপি : ইশরাক

বাস উল্টে নিহত ২

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আইনি নোটিশ

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

১০

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

১১

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

১২

মনোনয়নপত্র নিয়ে যে বার্তা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

১৩

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

১৪

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

১৫

জামায়াতের প্রার্থীকে শোকজ

১৬

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : সেলিমুজ্জামান

১৭

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

১৮

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

১৯

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

২০
X