আব্দুল্লাহ আল জোবায়ের
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০৩:৩২ এএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৯:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ

জাদুবলে ওকালতি পড়ছেন সাবেক এমপি তুহিন!

ভর্তি পরীক্ষায় ফেল করেও এলএলবিতে ভর্তি
জাদুবলে ওকালতি পড়ছেন সাবেক এমপি তুহিন!

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) এলএলবির ভর্তি পরীক্ষায় ফেল করেন। মেধাতালিকা কিংবা অপেক্ষমাণ তালিকার কোথাও ছিল না নাম। তার পরও দলীয় প্রভাব খাটিয়ে ঠিকই ভর্তি হয়েছিলেন। তিনি যুব মহিলা লীগের ঢাকা উত্তরের সাবেক সভাপতি সাবিনা আক্তার তুহিন। একই সঙ্গে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকম্পায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) হয়েছিলেন। বাউবির বেশ কয়েকজন কর্মকর্তা এই অবৈধ ভর্তিতে জড়িত ছিলেন বলে জানা গেছে।

বাউবি সূত্র জানিয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এলএলবি কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ১৮ আগস্ট। ২২ আগস্ট ফল প্রকাশিত হয়। এরপর অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি নেওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশিত হয় গত বছরের ৬ নভেম্বর। তখন প্রকাশিত মেধাতালিকা এবং অপেক্ষমাণ তালিকার কোথাও সাবিনা আক্তার তুহিনের ভর্তি পরীক্ষার রোল নম্বর (২৩০২৪১৯৯) খুঁজে পাওয়া যায়নি। কিন্তু হঠাৎ করেই ২০ নভেম্বর আলাদা করে তাকে ভর্তি করায় বাউবি প্রশাসন।

বাউবির ঢাকা আঞ্চলিক কেন্দ্রের তৎকালীন পরিচালক বরাবর পাঠানো একটি চিঠি কালবেলার হাতে এসেছে। চার বছর মেয়াদি এলএলবি (সম্মান) প্রোগ্রামে ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম সেমিস্টারের একজন ভর্তি প্রার্থীর ভর্তির অনুমতি বিষয়ে ওই চিঠি পাঠানো হয়। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস (এসএসএস) বিভাগের পরিচালক ড. আনিস রহমানের স্বাক্ষরিত সেই চিঠিতে বলা হয়েছে, বাউবির এলএলবি (সম্মান) প্রোগ্রামে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এক ভর্তি-প্রার্থীর (সাবিনা আক্তার তুহিন) আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম সেমিস্টারে ভর্তির অনুমতি দেওয়া হলো। বিষয়টি ভর্তি-প্রার্থীকে জানানো এবং বাউবির আইসিটি বিভাগের সঙ্গে যোগাযোগ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সহযোগিতার অনুরোধ করা হলো।

নাম প্রকাশ না করার শর্তে বাউবির একজন কর্মকর্তা কালবেলাকে বলেন, মেধাতালিকা কিংবা অপেক্ষমাণ তালিকায় কারও নাম না থাকলে কোনো প্রার্থীকে ভর্তি করানোর সুযোগ নেই। এটি স্পষ্ট অনিয়ম। কিন্তু বাউবিতে এমন ঘটনা ঘটেছে। উপাচার্য সৈয়দ হুমায়ুন আখতারসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সংশ্লিষ্টতা থাকায় বিষয়গুলো নিয়ে কারও মুখ খোলার সাহস নেই।

এ বিষয়ে জানতে সাবিনা আক্তার তুহিনকে একাধিকবার ফোন করা হয়; কিন্তু তার নম্বর বন্ধ পাওয়া যায়। পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। জানা গেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন।

এ বিষয়ে জানতে গত রোববার রাতে বাউবির স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস (এসএসএস) বিভাগের পরিচালক ড. আনিস রহমানকে ফোন করা হয়। তিনি বলেন, এক বছর আগে কীসে স্বাক্ষর করেছি, তা এখন মনে নেই। ঊর্ধ্বতনদের অনুমতি ছাড়া কিছুই করা হয়নি বলে দাবি তার। একপর্যায়ে তিনি রেগে যান। এরপর তিনি সোমবার অফিসে গিয়ে কথা বলবেন বলে জানান। গতকাল সোমবার বিকেলে ফোন করা হলে তিনি বলেন, তার স্বাক্ষরের বাইরে প্রোভিসি, ভিসিরও স্বাক্ষর রয়েছে। তাদের সিদ্ধান্ত ছাড়া কোনো কিছু হয়নি।

ঢাকা আঞ্চলিক কেন্দ্রের সাবেক পরিচালক রানা হামিদুর রহমান বলেন, এটি ঊর্ধ্বতনদের আদেশেই হয়েছে। ঊর্ধ্বতন কে, জিজ্ঞেস করলে তিনি বাউবি উপাচার্যের নাম বলেন। তিনি বলেন, উপাচার্য কিছু বললে তা অগ্রাহ্য করার ক্ষমতা আমাদের নেই। সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের সাবেক ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমও এ ঘটনায় উপাচার্যের সংশ্লিষ্টতার কথা জানিয়েছেন। তার কিছুই করার বা বলার ছিল না বলে দাবি করেন তিনি।

এই বিষয়ে জানতে বাউবির তৎকালীন উপাচার্য সৈয়দ হুমায়ুন আখতারকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এর আগে বাউবির সনদ জালিয়াতি নিয়ে প্রতিবেদন করেছিল কালবেলা। সে সময় বিষয়টি তদন্তে কমিটিও গঠন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। শেষ পর্যন্ত কমিটি কোনো প্রতিবেদন দেয়নি, বিশ্ববিদ্যালয়ও কোনো ব্যবস্থা নেয়নি।

বাউবির এলএলবি প্রোগ্রামের শিক্ষার্থীরা কালবেলাকে বলেন, এলএলবি প্রোগ্রামের সনদ জালিয়াতির কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি জানিয়ে এর সমাধানের বিষয়ে কথা বলতে আমরা উপাচার্যসহ সংশ্লিষ্টদের কাছে বারবার গিয়েছি। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেননি। ২০২২-২৩ শিক্ষাবর্ষে এলএলবি প্রোগ্রামে একজনকে অবৈধভাবে ভর্তি করানোর বিষয়েও আমরা জানতে চেয়েছিলাম। কিন্তু তারা আমাদের কোনো কথাই শোনেননি। উল্টো কর্মচারীদের দিয়ে মারধর করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্নাতকোত্তরে ১০০ নম্বরের পরীক্ষায় পেলেন ২৫০

নুর-রাশেদসহ গণঅধিকারে ২৫ নেতার বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ

নতুন ফিচার নিয়ে এলো হোয়াটসঅ্যাপ

‘রাজনীতি আমার জীবনের সবচেয়ে বড় ভুল’

ছুটির দিনে খেলতে গিয়ে প্রাণ গেল ২ ভাইয়ের

ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের গোপন বৈঠক

বিদেশি অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

ইসরায়েলি হামলায় মারা গেলেন আরও এক ফিলিস্তিনি ফুটবলার

আবারও জয়ার সিনেমার ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন

সৌরজগতে শনাক্ত হলো রহস্যময় ধূমকেতু

১০

উড়াল থেমেছিল চিকিৎসায়, জীবন থামল সড়কে

১১

চতুর্থ বিয়ের জন্য তৃতীয় স্ত্রীকে ‘মৃত’ দেখিয়ে ভুয়া সনদ, অতঃপর...

১২

এবার চাঁদাবাজির অভিযোগে জনতার হাতে আটক পুলিশ সদস্য

১৩

এবার শেফালীকে নিয়ে মুখ খুললেন স্বামী পরাগ

১৪

আওয়ামী দুঃশাসনে নেতাকর্মীদের পাশে ছিলেন জাতীয়তাবাদী চিকিৎসকরা: ডা. রফিক

১৫

ভারতের নজরদারিতে ১১ কোটি ডলারের ব্রিটিশ যুদ্ধবিমান

১৬

ক্রিস্টাল আইসসহ কুয়াকাটায় ৪ যুবক আটক

১৭

ছবিতে প্রথমে কী দেখছেন, উত্তরই বলে দেবে আপনার ব্যক্তিত্ব কেমন

১৮

শ্বশুরবাড়িতে অবৈধভাবে চাল মজুত, ধরা খেলেন জামাই

১৯

বিজিবিতে বড় নিয়োগ, অষ্টম শ্রেণি পাসেও করা যাবে আবেদন

২০
X