কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১২:১৭ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

পৃথিবীর দিকে ধেয়ে আসছে রহস্যময় বস্তু

সম্ভাব্য ইন্টারস্টেলার ধূমকেতু ৩আই/ অ্যাটলাস। ছবি : সংগৃহীত
সম্ভাব্য ইন্টারস্টেলার ধূমকেতু ৩আই/ অ্যাটলাস। ছবি : সংগৃহীত

সৌরজগতে রয়েছে হাজার হাজার গ্রহ-নক্ষত্র। তারা নিজেদের আপন গতিতে চলাফেরা করছে। এর মধ্যে কোনো কোনো গ্রহের সন্ধান পাওয়া যায় আবার কোনোটা অজানাই থেকে যায়। তবে এবার আমাদের সৌরজগতের বাইরে মিলেছে অজানা এক বস্তু। এটি ক্রমেই ধেয়ে আসছে পৃথিবীর দিকে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, রহস্যজনক এ বস্তুটি পৃথিবীর জন্য কোনো হুমকি সৃষ্টি করবে না। এটি পৃথিবী থেকে ন্যূনতম ১.৬ জ্যোতির্বিজ্ঞান ইউনিট (প্রায় ১৫০ মিলিয়ন মাইল) দূরত্বে থাকবে।

বিজ্ঞানীদের ধারণা, এটি হতে পারে আমাদের সৌরজগতের বাইরের তৃতীয় আগন্তুক বস্তু। যার নাম ‘৩আই/অ্যাটলাস’। এটি একটি সম্ভাব্য ইন্টারস্টেলার ধূমকেতু। চিলির রিও হার্টাডো শহরে স্থাপিত অ্যাটলাস টেলিস্কোপের মাধ্যমে এটিকে প্রথম শনাক্ত করা হয় ।

নাসা জানিয়েছে, বস্তুটি প্রথম পর্যবেক্ষণে আসে ১৪ জুন, তবে আনুষ্ঠানিকভাবে ২ জুলাই তা প্রকাশ পায়। এরপর থেকেই জ্যোতির্বিদরা এর কক্ষপথ, গতি ও উৎস নিয়ে গবেষণায় ব্যস্ত। বস্তুটি বর্তমানে সূর্য থেকে প্রায় ৪১৬ মিলিয়ন মাইল দূরে এবং ধনু নক্ষত্রপুঞ্জের দিক থেকে প্রতি সেকেন্ডে ৬০ কিমি গতিতে ছুটে আসছে।

এর কক্ষপথ অত্যন্ত বাঁকা ও খোলা প্রকৃতির (হাইপারবোলিক), যা স্পষ্টভাবে ইঙ্গিত করে যে এটি সম্ভবত আমাদের সৌরজগতের বাইরের এক আগন্তুক। এর আগে মাত্র দুটি ইন্টারস্টেলার বস্তুকে শনাক্ত করা গিয়েছিল—২০১৭ সালের ‘উমুয়ামুয়া’ এবং ২০১৯ সালের ‘২আই/বরিসভ’।

ব্রিটেনের সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ ড. মার্ক নরিস বলেন, ‘যদি নিশ্চিতভাবে প্রমাণিত হয়, এটি হবে আমাদের শনাক্ত করা তৃতীয় ইন্টারস্টেলার বস্তু। এর মানে, গ্যালাক্সিতে এমন ‘ভ্রমণকারী’ বস্তুর সংখ্যা হয়তো আমাদের ধারণার চেয়েও বেশি।’

প্রথমে বস্তুটির নাম ছিল আ১১পিএল৩জি, পরে সেটির মধ্যে ধূমকেতুর মতো বৈশিষ্ট্য দেখা গেলে এটি সি/২০২৫ এন১ (অ্যাটলাস) নামেও পরিচিত হয়। এর একটি ধোঁয়াটে আবরণ এবং একটি ছোট লেজ রয়েছে, যা সাধারণত ধূমকেতুর বৈশিষ্ট্য।

বস্তুটির আকার হতে পারে ২০ কিমি পর্যন্ত, যা সেই মহাকাশীয় শিলাটির চেয়েও বড়, যেটি পৃথিবীতে ডাইনোসরদের বিলুপ্তির কারণ হয়েছিল। তবে নাসা আশ্বস্ত করেছে, এটি পৃথিবীর জন্য কোনো হুমকি নয়। বস্তুটি পৃথিবী থেকে কমপক্ষে ১.৬ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট (প্রায় ১৫০ মিলিয়ন মাইল) দূরত্ব বজায় রেখেই চলবে।

এডিনবরার ইউনিভার্সিটির অধ্যাপক কলিন স্নডগ্রাস বলেন, বস্তুটিকে বড় মনে হলেও, সেটির চারপাশে থাকা ধূলিকণা ও গ্যাসের কারণে আলোর প্রতিফলন বেশি হতে পারে। আসল বস্তুটি হয়তো আরও ছোট।

৩০ অক্টোবর নাগাদ এটি সূর্যের সবচেয়ে কাছাকাছি যাবে। তখন সেটি মঙ্গল গ্রহের কক্ষপথের ভেতর দিয়ে চলবে এবং তারপর আবার মহাশূন্যে হারিয়ে যাবে।

রয়্যাল অবজারভেটরি গ্রিনউইচের জ্যোতির্বিদ জেক ফস্টার বলেন, `বর্তমানে এটি খালি চোখে দেখা সম্ভব নয়, তবে ২০২৫ সালের শেষ বা ২০২৬ সালের শুরুতে মাঝারি মানের টেলিস্কোপ দিয়েই এটি দেখা যাবে।'

যারা অপেক্ষা করতে চান না, তাদের জন্য ভার্চুয়াল টেলেস্কপ প্রোজেক্ট এই ধূমকেতুটিকে লাইভ সম্প্রচারের মাধ্যমে ইউটিউবে দেখানো হয়েছে বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১১টায় (যুক্তরাজ্য সময়) ।

বিশ্বের বিজ্ঞানীদের কাছে এই বস্তুটি এখন গবেষণার এক অনন্য সুযোগ। এবং জ্যোতির্বিদ্যার দৃষ্টিকোণ থেকে এটি শুধু একটি ধূমকেতু নয় বরং বহির্জগতের রহস্য উন্মোচনের এক সম্ভাব্য চাবিকাঠি।

তথ্যসূত্র : নাসা, বিবিসি, রয়াল ওবসারভেটরি গ্রিনউয়িচ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জুলাইয়ের শেষে দ্বিতীয় তিস্তা গার্ডার সেতুর উদ্বোধন’

গাজায় নির্বিচারে ত্রাণপ্রত্যাশীদের গুলি, ঠিকাদারের চাঞ্চল্যকর তথ্য

পুতিনের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প বললেন, ‘আমি হতাশ’

আমাদের সঙ্গে রাষ্ট্রীয় প্রতারণা করা হয়েছে, বললেন বিসিএস প্রার্থীরা

‘এমন কাউকে নির্বাচিত করবেন না যিনি পালিয়ে যান’

দলের নাম ভাঙিয়ে অসদাচরণ করলেই ব্যবস্থা : রিজভী

পুলিশের অভিযানে লাফিয়ে আত্মহত্যার হুমকি আসামির, ভিডিও ভাইরাল

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করুন : জাতিসংঘ বিশেষজ্ঞ

২০টি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক

তারেক রহমানের নেতৃত্বে জুলাই আন্দোলন সফল হয়েছিল : মীর সপু

১০

জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে : শাহাদাত সেলিম 

১১

হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে বগুড়ার শেরপুরে মানববন্ধন

১২

‘দেশের মানুষ ২০০ টাকায় ভোট বিক্রি করে’

১৩

টেলর সুইফটকে ছাড়িয়ে শীর্ষে অরিজিৎ সিং

১৪

তেজগাঁওয়ে সৌদি রিয়াল ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১৩ 

১৫

৩ আগস্ট মানুষের মুক্তির জন্য ইশতেহার ঘোষণা করবে এনসিপি

১৬

গুলিবিদ্ধ ইমরানের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

১৭

নুর-রাশেদের বিরুদ্ধে মামলায় গণঅধিকার পরিষদের তীব্র নিন্দা

১৮

হোয়াইট হাউসে কুস্তি খেলার আয়োজনের ঘোষণা ট্রাম্পের

১৯

নওগাঁয় হিন্দু মহাজোটের মানববন্ধন

২০
X