কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০১:০৯ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

স্নাতকোত্তরে ১০০ নম্বরের পরীক্ষায় পেলেন ২৫০

প্রতীকী ছবি। ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি। ছবি : সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের তৃতীয় সিমেস্টার পরীক্ষার ফল প্রকাশের পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেখা গেল, একজন শিক্ষার্থী ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় পেয়েছেন ২৫০। আর ৩০ নম্বর প্র্যাক্টিক্যাল পরীক্ষায় পেয়েছেন ২২৫।

অবাক করা এমনই ঘটনা ঘটেছে ভারতের বিহারের মুজফ্‌ফরপুরের বাবাসাহেব অম্বেডকর বিশ্ববিদ্যালয়ে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়টিতে চাপা ক্ষোভ বিরাজ করছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার শুক্রবার (৪ জুলাই) এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়টিতে স্নাতকোত্তরের তৃতীয় সিমেস্টারের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই ঘটনাটি প্রকাশ্যে এলে হৈচৈ পড়ে যায়।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা পরীক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেন এই ধরনের ফলাফল, তা নিয়ে তদন্তের দাবি তুলেছেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, ৯০০০ জন পরীক্ষা দিয়েছেন। তার মধ্যে ৮০০০ জন পাস করেছেন। আরও অনেকের ফলে গন্ডগোল রয়েছে। কখনও কখনও অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর পরীক্ষার ফলের সঙ্গে যোগ করে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে অনেক শিক্ষার্থী হয়রানির শিকার হন।

হিন্দি, ইংরেজি ও বিজ্ঞানের শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বার বার একই ধরনের ভুল করছে। কাউকে অতিরিক্ত নম্বর দিচ্ছে। আবার কাউকে ১-২ নম্বরের জন্য ফেল করিয়ে দেওয়া হচ্ছে। তারা এর সুরাহা দাবি করেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই শিক্ষার্থী ১০০-র মধ্যে ২৫৭ নম্বর পেলেও তাকে পাস করানো হয়নি। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত কমিটি করা হয়েছে। ওই শিক্ষার্থীর মার্কশিট স্থগিত রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কী ভাবে সর্বমোট নম্বর থেকে প্রাপ্ত নম্বর বেশি হলো এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রাম কুমার বলেন, ‘আমরা জানতে পেরেছি- এক পরীক্ষার্থীকে সর্বমোট নম্বরের থেকে প্রাপ্ত নম্বর বেশি দেওয়া হয়েছে। কীভাবে এটা হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক অনুমানের ভিত্তিতে তিনি আরও জানান, এক্সেল শিটে নম্বর বসানোর সময় কিছু ত্রুটি হতে পারে। তার জেরেই এই ঘটনা। তবে আগামী দিনে যাতে এমন ঘটনা না ঘটে তা নজর রাখা হবে। নম্বরের ভুল সংশোধন করে তাকে নতুন মার্কশিট দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল নেতার ‘অনৈতিক সম্পর্ক’ দেখে ফেলায় দুই নারীর ওপর হামলা

‘শেফালির হার্ডওয়্যার ভালো ছিল’

জঙ্গি কার্যক্রমে নিয়োজিতরা শ্রম খাতে যুক্ত : মালয়েশিয়ার আইজিপি

মা ও ২ সন্তানকে পিটিয়ে হত্যা / গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য মুরাদনগর

পিআর পদ্ধতির মাধ্যমে মনোনয়ন বাণিজ্য বন্ধ করা সম্ভব : মাসুদ সাঈদী

‘জুলাইয়ের শেষে দ্বিতীয় তিস্তা গার্ডার সেতুর উদ্বোধন’

গাজায় নির্বিচারে ত্রাণপ্রত্যাশীদের গুলি, ঠিকাদারের চাঞ্চল্যকর তথ্য

পুতিনের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প বললেন, ‘আমি হতাশ’

আমাদের সঙ্গে রাষ্ট্রীয় প্রতারণা করা হয়েছে, বললেন বিসিএস প্রার্থীরা

‘এমন কাউকে নির্বাচিত করবেন না যিনি পালিয়ে যান’

১০

দলের নাম ভাঙিয়ে অসদাচরণ করলেই ব্যবস্থা : রিজভী

১১

পুলিশের অভিযানে লাফিয়ে আত্মহত্যার হুমকি আসামির, ভিডিও ভাইরাল

১২

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করুন : জাতিসংঘ বিশেষজ্ঞ

১৩

২০টি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক

১৪

তারেক রহমানের নেতৃত্বে জুলাই আন্দোলন সফল হয়েছিল : মীর সপু

১৫

জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে : শাহাদাত সেলিম 

১৬

হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে বগুড়ার শেরপুরে মানববন্ধন

১৭

‘দেশের মানুষ ২০০ টাকায় ভোট বিক্রি করে’

১৮

টেলর সুইফটকে ছাড়িয়ে শীর্ষে অরিজিৎ সিং

১৯

তেজগাঁওয়ে সৌদি রিয়াল ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১৩ 

২০
X